আল-ইক্বরা মডেল মাদরাসার উদ্যোগে ইসরাইলে বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ।

- নিউজ প্রকাশের সময় : ১০:৩৭:১০ অপরাহ্ন, বুধবার, ১৬ এপ্রিল ২০২৫ ৩৪ বার পড়া হয়েছে

মোঃ আল আমীন ভোলা জেলা প্রতিনিধি
ভোলা মনপুরা উপজেলার আল-ইক্বরা মাদ্রাসার উদ্যোগে ইসরাইলের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেন মঙ্গলবার সকাল ১০ ঘটিকায় বিক্ষোভ মিছিলটি মাদরাসার চেয়ারম্যান জনাব , এইচ. এম. আব্দুর রহমান এর দিকনির্দেশনায় ভাইস প্রিন্সিপাল জনাব , মুফতি মুহা. শরিফুল ইসলাম এর পরিচালনায় মাদরাসা থেকে শুরু করে পাটোয়ারী মার্কেট (ভূঁইয়ারহাট) প্রদক্ষিণ করে আনন্দবাজার এসে সমাপ্ত হয়।
মিছিল শেষে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন মনপুরা আল-ইক্বরা মডেল মাদরাসা ও আল-ইত্তিহাদ ফাউন্ডেশনের চেয়ারম্যান জনাব , এইচ. এম. আব্দুর রহমান। তিনি বলেন আজ ফিলিস্তিনের নারী পুরুষ ও নিষ্পাপ শিশুরা নির্যাতিত। সন্ত্রাসী ইসরাইল কর্তৃক তারা (ফিলিস্তিন) বছরেরপর বছর , যুগেরপর যুগ নির্যাতিত হয়ে আসছেন কিন্তু আমরা অতি দুঃখের সহিত লক্ষ করেছি পৃথিবীতে একটি জাতিসংঘ নামক সংঘ থাকা সত্বেও তারা আজ মুসলমানদের ওপর নির্যাতনে নিশ্চুপ।
এবং আমরা আরো দেখেছি ফিলিস্তিনের পাশে সৌদি আরবসহ অসংখ্য মুসলিম রাষ্ট্র থাকা সত্বেও তারা আজ নিরব ভূমিকা পালন করছে। তারা নির্যাতিত ফিলিস্তিনের পাশে দাঁড়াইনি।
তিনি আরো বলেন আমরা মুসলমান হিসেবে ধিক্কার জানাই এসকল মুসলিম রাষ্ট্র গুলোর উপর। আমরা মনে করি তারা প্রকৃত কোন মুসলিম রাষ্ট্র হতে পারেনা। তারা হলো ইহুদী ও খ্রিস্টানের পাচাটা গোলাম মুনাফিক।
বক্তব্যে তিনি বিশ্ব মুসলিমকে আহবান জানান ফিলিস্তিনের পাশে দাঁড়িয়ে ইসরাইলি আগ্রাসন প্রতিহত করার জন্য ও ইসরাইলি পণ্য বয়কট করার জন্য এবং ফিলিস্তিনের উপর ইজরাইলের হামলা বন্ধ করার জন্য জাতিসংঘের হস্তক্ষেপ কামনা করেন। এ সময় আরো উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের অন্যান্য শিক্ষকবৃন্দ ও এলাকাবাসী।
বক্তব্য শেষে দোয়া মোনাজাত পরিচালনা করেন উক্ত প্রতিষ্ঠানের ভাইস প্রিন্সিপাল জনাব , মুফতি মুহা. শরিফুল ইসলাম।