জয়পুরহাট কালাইয়ে পবিত্র মাহে রমজান উপলক্ষে ব্যবসায়ীদের সতর্কতা

- নিউজ প্রকাশের সময় : ০৯:৩৫:০১ অপরাহ্ন, শনিবার, ১ মার্চ ২০২৫ ২৭ বার পড়া হয়েছে

জয়পুরহাটের কালাই উপজেলার সদর পাচঁশিরা বাজারে আশেপাশের দোকান এবং আহম্মেদাবাদ ইউনিয়নের হারঞ্জো বাজারের দোকান পরিদর্শন করেন (০১মার্চ) রোজ : শনিবার
কালাই উপজেলার সহকারী কমিশনার (ভূমি) জনাব ইফতেখার রহমান ও উপজেলা কৃষি অফিসার কৃষিবীদ অরুণ চন্দ্র রায় সাথে ছিলন।
কালাই থানা পুলিশ বাজার মনিটরিং এর সময়ে পাইকারি ও খুচরা বিক্রেতার সহ প্রত্যেক ব্যবসায়ীকে সতর্কতামূলক বলেন সামনে পবিত্র মাহে রমজানে দ্রব্যমূল্য বৃদ্ধি না করে সহনীয় পর্যায়ে রাখবেন, যদি মালামাল সাপ্লায়ের বিষয়ে কোন সমস্যা হলে সাথে সাথে প্রশাসনকে জানানোর কথা বলেন।এছাড়া সারা মাহে রমজান ধরে বাজার মনিটরিং কমিটির তদারকি অব্যাহত থাকবে। শুধু তাই নয় অযথা দ্রব্যমূল্য বৃদ্ধি করা হলে সেই ব্যবসায়ের মোটা অংকের জরিমানা আদায় অথবা জেল হাজতে পাঠানো হবে।এসময় প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিক গণ উপস্থিত ছিলেন।