সংবাদ শিরোনাম ::
সিলেট সিটি নির্বাচনে অংশ নেয়ার আভাস মেয়র আরিফের

সিলেট প্রতিনিধি::
- নিউজ প্রকাশের সময় : ০৫:০১:৪২ অপরাহ্ন, সোমবার, ১ মে ২০২৩ ২৫৩ বার পড়া হয়েছে

সিলেট প্রতিনিধি:: সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে অংশ নিচ্ছে বিএনপি—এমন আভাস দিয়েছেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র ও বিএনপির নির্বাহী কমিটির সদস্য আরিফুল হক চৌধুরী।
সোমবার (১ মে) দুপুরে মে দিবস উপলক্ষে জেলা ও মহানগর শ্রমিক দলের মিছিলে অংশ নেন মেয়র আরিফুল হক চৌধুরী। এর আগে নগরীর রেজিস্টারি মাঠে সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, সারাদেশে অধিকার আদায়ের জন্য নির্বাচনে যাচ্ছে না বিএনপি। তবে সিলেটের বাস্তবতায় কেন নির্বাচনে যাবে সে বিষয়টি আগামী ২০ মে নগরীর রেজিস্টারি মাঠে জনসভা করে নগর বাসীর কাছে স্পষ্ট করবেন তিনি।
মেয়র আরিফ আরও বলেন, জাতীয় নির্বাচনে ইভিএম প্রত্যাহার হলেও সিটি নির্বাচনে ইভিএম ব্যবহার করে প্রহসনের নির্বাচন করতে চায় কমিশন। এ সময় তিনি সিটি নির্বাচনে ইভিএম বাতিলের দাবি জানান। অন্যথায় জনগণের ইচ্ছার বিরুদ্ধে কিছু হলে দায় দায়িত্ব নির্বাচন কমিশনকেই নিতে হবে বলে মন্তব্য করেন তিনি।



















