অংশ নেবেন প্রধান উপদেষ্টা :জুলাই সনদ বাস্তবায়নে রূপরেখা নিয়ে বৈঠক

- নিউজ প্রকাশের সময় : ০১:৫৫:০০ অপরাহ্ন, রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫ ৩৪ বার পড়া হয়েছে

রিপোর্টার ফাহারিয়া ইসলাম মুন
জুলাই সনদের আইনি ভিত্তি ও বাস্তবায়ন প্রক্রিয়া নির্ধারণে রাজনৈতিক দলের সঙ্গে বৈঠকে বসছে জাতীয় ঐকমত্য কমিশন। বৈঠকে কমিশনের সভাপতি ও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস উপস্থিত থাকবেন।
রোববার (১৪ সেপ্টেম্বর) বিকেল ৩টায় এই সংলাপ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
বৈঠকে বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) কয়েকটি রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানানো হয়েছে।
মানুষের জন্ম হয়েছে উদ্যোক্তা হওয়ার জন্য : প্রধান উপদেষ্টা
যারা রাস্তা অবরোধ করেছে, তারা কেউ ছাড় পাবে না : স্বরাষ্ট্র উপদেষ্টা
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, বৈঠকে দলের প্রতিনিধিত্ব করবেন স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।
গত ১১ সেপ্টেম্বর রাজনৈতিক দলগুলোর সঙ্গে সর্বশেষ বৈঠক করেছিল কমিশন। সেদিন জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে আলোচনা হলেও রাজনৈতিক দলগুলোর মধ্যে মতভিন্নতার কারণে কোনও চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব হয়নি।
ঐকমত্য কমিশন জুলাই সনদ বাস্তবায়নের জন্য চারটি প্রস্তাবনা দিয়েছে। যেমন- গণভোট, বিশেষ সাংবিধানিক আদেশ, অধ্যাদেশ অথবা নির্বাহী আদেশ। তবে কোন পদ্ধতি সবচেয়ে গ্রহণযোগ্য হবে, তা নিয়েই আজকের বৈঠকে মূলত আলোচনা হবে।


























