আওয়ামী লীগের প্রোগ্রাম ঘিরে রাজধানীতে বিজিবি বিশেষ টহল

- নিউজ প্রকাশের সময় : ০৮:২৮:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫ ৭১ বার পড়া হয়েছে

রিপোর্টার: জসিম সরদার
রাজধানী ঢাকায় আওয়ামী লীগের ঘোষিত কর্মসূচি ঘিরে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ টহল দিচ্ছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার সকাল থেকেই রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বিজিবি সদস্যদের টহল কার্যক্রম জোরদার করা হয়েছে।
বিজিবি সূত্র জানায়, ঢাকা মহানগরীর নিরাপত্তা জোরদারে বিজিবির একাধিক টিম মোতায়েন রয়েছে। পুলিশের পাশাপাশি র্যাব ও বিজিবির সদস্যরা সমন্বিতভাবে কাজ করছে, যাতে কোনো অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি না হয়।
রাজধানীর পল্টন, মতিঝিল, প্রেস ক্লাব, বিজয়নগর, নয়াপল্টন, ধানমন্ডি, বনানী, শাহবাগ, গুলিস্তান ও জাতীয় মসজিদ বায়তুল মোকাররম এলাকায় বিজিবির টহল কার্যক্রম চোখে পড়ার মতো। এ ছাড়াও বেশ কয়েকটি প্রবেশপথে চেকপোস্ট বসানো হয়েছে এবং সন্দেহজনক ব্যক্তিদের তল্লাশি করা হচ্ছে।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, রাজনৈতিক কর্মসূচিকে ঘিরে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটতে না দেওয়াই আমাদের প্রধান লক্ষ্য। এজন্যই বিজিবিসহ বিভিন্ন বাহিনীর সমন্বয়ে নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে।
আওয়ামী লীগ আজ রাজধানীতে বেশ কয়েকটি স্থানে শান্তি সমাবেশসহ বিভিন্ন কর্মসূচির ঘোষণা দিয়েছে। এসব কর্মসূচি নির্বিঘ্নে সম্পন্ন করতে নিরাপত্তা সংস্থাগুলো সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।
এদিকে, সাধারণ নাগরিকদের চলাচল যেন ব্যাহত না হয়, সে বিষয়েও নজর রাখছে আইনশৃঙ্খলা বাহিনী। প্রয়োজনে বিকেল পর্যন্ত বিজিবির বিশেষ টহল অব্যাহত থাকতে পারে বলে জানা গেছে।
সূত্র: নিরাপত্তা সংস্থা ও রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন, রাজনৈতিক কর্মসূচিকে ঘিরে সাম্প্রতিক উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে এ ধরনের সতর্ক ব্যবস্থা জননিরাপত্তা রক্ষায় ইতিবাচক ভূমিকা রাখবে।
প্রস্তুত করেছেন:






















