আজ ১৬ই ডিসেম্বর ২০২৪ইং রোজ সোমবার বিজয়নগর উপজেলার ঐতিহাসিক চান্দুরা ফুটবল খেলা

- নিউজ প্রকাশের সময় : ০৬:৩১:১৪ অপরাহ্ন, সোমবার, ১৬ ডিসেম্বর ২০২৪ ৫৭ বার পড়া হয়েছে

খেলার মাঠে ম*রহুম আরাফাতরহমান কোকোস্মৃতি ফ্রিজ টিভি ফুটবল টুনার্মেন্ট ২০২৪উদ্ভোধনী অনুষ্ঠান,উদ্বোধনী খেলায় অংশগ্রহন করেন,মুকুন্দপুর সুরহ্মা এফসি বনাম শাহবাজপুর ফুটবলএকাডেমির মধ্যে অনুষ্ঠিত খেলায় সভাপতিত্ব করেন বিজয়নগরউপজেলা শ্রমিকদলের আহবায়ক মোহাম্মদ নিয়াজ মোর্শেদ,প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজয়নগর উপজেলা বিএনপির সাবেক যুগ্ন সম্পাদক খন্দকার ফাউন্ডেশনের চেয়ারম্যান মোহাম্মদ ছায়েদ খন্দকার,উক্ত খেলায় উদ্ভোদক বিশিষ্ট ব্যবসায়ী মুনচর আলী,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোর্শেদ কামাল,আলীহোসেন,বাবু অশুক রায় চৌধুরী, রফিকুলইসলাম,আলীরহমান,হেলালউদ্দিন,কামাল,আলআমিনরুবেল,মোশারফ মেম্বার,আবুল হাসানমেম্বার,আমিন মেম্বার,শিহাবউদ্দিন,কাউছারমিয়া,মাজাহারুলকরিম মামুনসহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ খেলাটি সার্বিক তত্বাবধানেছিলেন আনচর আলী,দ্বারাবার্শেছিলেন লিটন দেব,মিজানুর রহমান,রেফারির দ্বায়িত্বে ছিলেন আশিকুর রহমান,বিশুচন্দ্র দেব,ইমরান আহম্মেদ নির্ধারিত সময়ের মধ্যে কোন গোল না হওয়ায় ট্রাইবেগারের মাধ্যমে খেলাটি সমাপ্ত হয়,শাহবাজপুর ফুটবল একাডেমী ৫,মুকুন্দপুর এফসি ৪গোল,শাহবাজপুর একাডেমী জয় লাভ করেন।