ঈদের লম্বা ছুটিতে রেকর্ড পরিমাণ পর্যটক সমাগম ঘটেছে পার্বত্য জেলা বান্দরবানে। জেলা আবাসিক হোটেল, মোটেল, রিসোর্ট সমিতির দেওয়া তথ্য মতে, ঈদের আগেই পর্যটকরা আগাম ৮০ শতাংশ রুম বুকিং সম্পন্ন করেন।
এদিকে টানা ছুটিতে ঈদের দ্বিতীয় দিন থেকেই জেলায় পর্যটক সমাগম বাড়তে থাকে। বুধবার (২ এপ্রিল) ঈদের তৃতীয় দিনে জেলায় রেকর্ড পরিমাণ পর্যটকের সমাগম ঘটেছে। জেলার অন্যতম পর্যটন স্পষ্ট মেঘলা, নীলাচল পর্যটন কেন্দ্রর প্রবেশ মুখে দীর্ঘ গাড়ির সারি দেখা যায়।
অন্যদিকে রাত নামতেই জেলার আবাসিক হোটেলগুলোতে পর্যটকদের ভিড় বাড়তে শুরু করে। একাধিক আবাসিক হোটেলে ঘুরলেও কোনো রুম খালি না থাকায় রাত্রিযাপনে বিড়ম্বনায় পড়ার কথা জানিয়েছেন আগত বেশ কয়েকজন পর্যটক। রুম না পাওয়ায় রাস্তায় রাত্রিযাপন করা লাগতে পারে বলে মন্তব্য করেন কেউ কেউ।
বান্দরবানে আবাসিক হোটেলগুলোতে ৮০ শতাংশ রুম বুকিং সম্পন্ন
সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে যুবকের পা বিচ্ছিন্ন
বান্দরবানে অগ্নিকাণ্ডে পুড়েছে ৮ বসতঘর
প্রধান সম্পাদক : ফারুক হোসেন | ভারপ্রাপ্ত সম্পাদক : মোঃ মতিউর রহমান
নির্বাহী সম্পাদক : হাজী মোঃ লিয়াকত আলী,যুগ্ম-সম্পাদক: আব্দুল মালেক,যুগ্ম - সম্পাদক মোঃ আলমগীর হোসেন , ব্যুরো প্রধান: ফাহারিয়া ইসলাম( মুন) প্রেস এডিটর: মোঃ ফয়সাল হোসেন , মোঃ শান্ত।
যোগাযোগ ০১৭৬৫৮৮৪৪৪৯
দেশপ্রিয়২৪.কম