ঈদের নামাজ শেষে কবর জিয়ারত স্বজনহারা পশ্চিম পোদুয়াবাসী

- নিউজ প্রকাশের সময় : ০১:২৬:৪৪ অপরাহ্ন, সোমবার, ৩১ মার্চ ২০২৫ ২২ বার পড়া হয়েছে

নামাজ শেষে স্বজনদের কবর জিয়ারত ঈদের দিনে এক চিরায়ত দৃশ্য। প্রতি ঈদেই প্রয়াত স্বজনদের স্মরণে অনেকেই ছুটে যান স্থানীয় কবরগুলোতে। দোয়া-দরুদ পাঠসহ দান-সদকার মাধ্যমে কবরবাসীর কাছে নেকি পৌঁছে দেন তারা।
কেউ বাবা হারিয়েছেন আবার কেউ মা। কেউ বা হারিয়েছেন উভয়।আবার কেউ হারিয়েছেন সন্তানকে।কেউবা সহধর্মীকে। তাই সোমবার (৩১মার্চ) সকালে ঈদের নামাজ শেষে প্রয়াতদের কবর জিয়ারতে কুমিল্লা বরুড়া ১৩ নং আদ্রা ইউনিয়নে পশ্চিম পদুয়ারপাড় বাইতুল আমান জামে মসজিদের কবরস্থানে আসছেন স্বজনহারা মুসল্লীরা।
অন্তিম শয়নে থাকা স্বজনদের জন্য মন ভরে দোয়া করছেন। চোখের পানি পেলে তাদের জন্য ক্ষমা চাইছেন। যারা বেঁচে রয়েছেন তাদের জন্যও দোয়া করছেন মুসল্লিরা।
এদিকে সকাল ৯:৩০ বাইতুল আমান জামে মসজিদের ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়েছে।ঈদের নামাজের পূর্বে বক্তব্য পেশ করেছেন হাফেজ মাওলানা মুফতি আলামিন, মহাদ্দিস মীরেরবাগ বড় মাদ্রাসা, ঢাকা। ইমামতি ও মুনাজাত করেছেন মাওলানা কারী মোহাম্মদ ফারুক হোসেন, সিনিয়র শিক্ষক, দেওভোগ বড় মাদ্রাসা, ঢাকা।
কুমিল্লা বরুড়া ১৩ নং আদ্রা ইউনিয়নের অন্যতম পরিচিত বাইতুল আমান জামে মসজিদ কবরস্থান। এখানে ঈদের সকাল থেকে কবরবাসীদের স্মরণে জমেছে স্বজনদের উপচেপড়া ভিড়। কেউ কেউ নিয়ম করে প্রত্যেক ঈদেই আসেন। কেউ আবার এবারই প্রথম স্বজন হারানোর বেদনা নিয়ে এখানে উপস্থিত। অনেকেই এসেছেন শিশুদের সঙ্গে নিয়ে। কবরস্থান জুড়ে মানুষদের নিরব কান্না।