ঢাকা ০৬:০৪ পূর্বাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০২৫, ৮ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শেরপুর সদর-১ আসনে ড. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কাকে বাসফোর পরিষদের ফুলেল শুভেচ্ছা “মাত্র ১০ সেকেন্ডের ভূ/মি/কম্পেই মানুষের অসহায়ত্ব প্রমাণ—জমিনের মালিক একমাত্র আল্লাহ” ভূ/মি/কম্প: মানুষের জন্য এক সতর্কবার্তা ভূমিকম্পে কাঁপল রাজধানী ঢাকা কেরানীগঞ্জ আশেপাশের এলাকা সহ ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল সারা দেশ ঢাকা–কেরানীগঞ্জসহ সর্বত্র আতঙ্ক “নর্তকি সংসদে যেতে পারলে রিকশাচালক কেন পারবে না”—ঢাকা-৮ এনসিপির মনোনয়ন পাওয়া রিকশাচালক সুজনের লড়াই শেরপুরে তারেক রহমানের জন্মদিন উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ বাকেরগঞ্জ, বরিশাল-৬ আসন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ধানের শীষের মনোনয়ন প্রার্থী : জনাব আবুল হোসেন খান দীর্ঘ ৪০ বছরের যে উন্নয়ন হয়নি মেহেন্দিগঞ্জ-হিজলা, বরিশাল- ৪ আসনে আমি মনে করি আমার হাত দিয়ে সেই উন্নয়ন গুলি হবে যদি আমি জাতীয় সংসদে যেতে পারি : রাজিব আহসান ঢাকা–৭ আসনে জেএসডি মনোনীত প্রার্থী কবি সাহানা সুলতানার প্রচারণা গতিশীল—দোয়া ও সমর্থন কামনা

এসো আলো ছড়াই শেরপুরে সফলভাবে অনুষ্ঠিত হলো SHERPUR HALF MARATHON–২০২৫

রিপোর্ট: নাজমা আক্তার
  • নিউজ প্রকাশের সময় : ১২:২১:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫ ৩১ বার পড়া হয়েছে

 

রিপোর্ট: নাজমা আক্তার

“এসো আলো ছড়াই শেরপুরে”—এই অনন্য প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরে বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে সফলভাবে অনুষ্ঠিত হলো SHERPUR HALF MARATHON–২০২৫। পুরো জেলা যেন আজ পরিণত হয়েছিল উৎসবের নগরীতে। ভোরের প্রথম আলো ফুটতেই দৌড়প্রেমীদের ঢল নামে শেরপুর শহরের বিভিন্ন পয়েন্টে।ম্যারাথনের প্রধান আকর্ষণ হিসেবে অংশ নেন শেরপুর সদর-১ আসনের ধানের শীষ প্রতীক–মনোনীত প্রার্থী ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা। তার সঙ্গে ছিলেন শেরপুর জেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব হযরত আলী। রাজনৈতিক ভেদাভেদ ভুলে ক্রীড়াবিদ, তরুণ-তরুণী, চাকরিজীবী, ব্যবসায়ী, শিক্ষক, শিক্ষার্থীসহ সাধারণ মানুষ—সবাই অংশগ্রহণ করেন এক মিলনমেলায়।বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে আগত পেশাদার দৌড়বিদদের পাশাপাশি স্থানীয় মানুষের অংশগ্রহণে পুরো অনুষ্ঠানটি পরিণত হয় এক প্রাণবন্ত, উচ্ছ্বাসমুখর ও ঐক্যের আবহে। দৌড় চলাকালীন রাস্তার দুই পাশে দাঁড়িয়ে উৎসাহ দিতে থাকে নানা শ্রেণি-পেশার মানুষ। যেন পুরো শেরপুরের হৃদস্পন্দন একসঙ্গে ধ্বনিত হচ্ছিল সুস্বাস্থ্য ও আনন্দের বার্তা নিয়ে।দৌড় শেষে আয়োজকরা বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। অংশগ্রহণকারীদের জন্য ছিল মেডেল, সার্টিফিকেট ও স্মারক। শিশু-কিশোরদের জন্য আলাদা রান প্রতিযোগিতাও ছিল দিনের বিশেষ আকর্ষণ।ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা বলেন—“শেরপুরের মানুষ একত্রিত হলে কতটা ইতিবাচক শক্তি তৈরি হয়—আজকের এই ম্যারাথন তার প্রমাণ। সুস্থ-সবল প্রজন্ম গঠনে খেলাধুলার কোন বিকল্প নেই।”অন্যদিকে আলহাজ্ব হযরত আলী জানান—“মানুষের মুখে হাসি আর উচ্ছ্বাস দেখে সত্যিই অভিভূত। এমন আয়োজন শেরপুরকে আরও ঐক্যবদ্ধ করবে।”ম্যারাথন শেষে অংশগ্রহণকারীদের মাঝে ছিল ক্লান্তির পাশাপাশি গভীর তৃপ্তি। শেরপুরের মানুষের মুখে হাসি, প্রাণে উচ্ছ্বাস—আজকের এ আয়োজন ছিল ঠিক তেমনই এক সম্প্রীতির উৎসব।শেরপুর এগিয়ে চলুক সুস্বাস্থ্য, সৌহার্দ্য ও আলোর পথে—এই প্রত্যাশায় সফলতার সঙ্গে পর্দা নামে SHERPUR HALF MARATHON–২০২৫ এর।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

এসো আলো ছড়াই শেরপুরে সফলভাবে অনুষ্ঠিত হলো SHERPUR HALF MARATHON–২০২৫

নিউজ প্রকাশের সময় : ১২:২১:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫

 

রিপোর্ট: নাজমা আক্তার

“এসো আলো ছড়াই শেরপুরে”—এই অনন্য প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরে বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে সফলভাবে অনুষ্ঠিত হলো SHERPUR HALF MARATHON–২০২৫। পুরো জেলা যেন আজ পরিণত হয়েছিল উৎসবের নগরীতে। ভোরের প্রথম আলো ফুটতেই দৌড়প্রেমীদের ঢল নামে শেরপুর শহরের বিভিন্ন পয়েন্টে।ম্যারাথনের প্রধান আকর্ষণ হিসেবে অংশ নেন শেরপুর সদর-১ আসনের ধানের শীষ প্রতীক–মনোনীত প্রার্থী ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা। তার সঙ্গে ছিলেন শেরপুর জেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব হযরত আলী। রাজনৈতিক ভেদাভেদ ভুলে ক্রীড়াবিদ, তরুণ-তরুণী, চাকরিজীবী, ব্যবসায়ী, শিক্ষক, শিক্ষার্থীসহ সাধারণ মানুষ—সবাই অংশগ্রহণ করেন এক মিলনমেলায়।বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে আগত পেশাদার দৌড়বিদদের পাশাপাশি স্থানীয় মানুষের অংশগ্রহণে পুরো অনুষ্ঠানটি পরিণত হয় এক প্রাণবন্ত, উচ্ছ্বাসমুখর ও ঐক্যের আবহে। দৌড় চলাকালীন রাস্তার দুই পাশে দাঁড়িয়ে উৎসাহ দিতে থাকে নানা শ্রেণি-পেশার মানুষ। যেন পুরো শেরপুরের হৃদস্পন্দন একসঙ্গে ধ্বনিত হচ্ছিল সুস্বাস্থ্য ও আনন্দের বার্তা নিয়ে।দৌড় শেষে আয়োজকরা বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। অংশগ্রহণকারীদের জন্য ছিল মেডেল, সার্টিফিকেট ও স্মারক। শিশু-কিশোরদের জন্য আলাদা রান প্রতিযোগিতাও ছিল দিনের বিশেষ আকর্ষণ।ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা বলেন—“শেরপুরের মানুষ একত্রিত হলে কতটা ইতিবাচক শক্তি তৈরি হয়—আজকের এই ম্যারাথন তার প্রমাণ। সুস্থ-সবল প্রজন্ম গঠনে খেলাধুলার কোন বিকল্প নেই।”অন্যদিকে আলহাজ্ব হযরত আলী জানান—“মানুষের মুখে হাসি আর উচ্ছ্বাস দেখে সত্যিই অভিভূত। এমন আয়োজন শেরপুরকে আরও ঐক্যবদ্ধ করবে।”ম্যারাথন শেষে অংশগ্রহণকারীদের মাঝে ছিল ক্লান্তির পাশাপাশি গভীর তৃপ্তি। শেরপুরের মানুষের মুখে হাসি, প্রাণে উচ্ছ্বাস—আজকের এ আয়োজন ছিল ঠিক তেমনই এক সম্প্রীতির উৎসব।শেরপুর এগিয়ে চলুক সুস্বাস্থ্য, সৌহার্দ্য ও আলোর পথে—এই প্রত্যাশায় সফলতার সঙ্গে পর্দা নামে SHERPUR HALF MARATHON–২০২৫ এর।