ঢাকা ০৫:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ২৩ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সমাজ ও রাষ্ট্রে আল্লাহর আইন বিধান প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ আন্দোলনের লক্ষ্যে ইসলামী সমাজ। ডাকুয়া ইউনিয়ন প্রভাবশালীদের দখলে রেকর্ডের জমি ও সরকারি খাস জমি।  চান্দিনা মহিলা কলেজে পাঁচ দফা দাবি সহ উপাধ্যক্ষ ও প্রভাষকের পদত্যাগের দাবিতে বৈষম্য বিরোধী ছাত্রীদের আন্দোলন ১১ দফা দাবিতে বাংলাদেশ শিক্ষক সমিতির(বিটিএ) সংবাদ সম্মেলন। ছাত্র-জনতার বিজয়কে পুঁজি করে মাজার-দরগায় হামলা করছে ওলী বিদ্বেষীরা”মাজারে হামলার বিরুদ্ধে বিটিপি’র প্রতিবাদ সভা আইপিডিসি ফাইন্যান্সে নিয়োগ, সাপ্তাহিক ছুটি দুই দিন গন অভ্যুস্খান পরবর্তী তারুণ্যের রাজনৈতিক ভাবনা শীর্ষক আলোচনা সভা। নবাগত সম্মানিত পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম শেরপুর জেলায় যোগদান ও দায়িত্বভার গ্রহণ” দেওয়ানগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ত্রি বার্ষিক সম্মেলন। অর্থের বিনিময়ে পেলেন রেহাই মৃত্যুদণ্ড কার্যকরের আগ মুহূর্তে

কৈমারীতে জমি দখলকারীর হুমকির মুখে একটি অসহায় পরিবার

রিপোর্টার মোঃ জাহিদুল হাসান 
  • নিউজ প্রকাশের সময় : ১০:০৯:৫২ অপরাহ্ন, বুধবার, ১৭ জুলাই ২০২৪ ১৫ বার পড়া হয়েছে

নীলফামারীর জেলার জলঢাকা উপজেলার কৈমারী তে ভূমিদস্যু কর্তৃক হুমকির মুখে পরেছে একটি অসহায় পরিবার। অবশেষে আদালতের দ্বারস্থ হতে হয়েছে তাদেরকে। জানা গেছে, সম্প্রতি জেলার কিশোরগঞ্জ বদি নোপাশপাড়া এলাকার প্রয়াত হরেন্দ্র নাথ ঘোষ এর ২য় স্ত্রী প্রিয়বালা ঘোষ তার জীবন সত্ত্বের অংশীদার হয়ে উপজেলার কৈমারী মৌজার জে.এল নং ৭৫ এর মধ্যে এস.এ ১৩৬৪ খতিয়ানে ১০৬৪১, ১০৬৪২, ১০৬৪৩, দাগে মোট ০.২০ একর ও ২নং জোতের এস.এ ১১৩৪ খতিয়ান ও ১০৬৪৪ দাগে ১.৯৫ এর মধ্যে ০.০৭ একর জমি দীর্ঘদিন ধরে ভোগদখল করা অবস্থায় উক্ত জমিতে ৫টি দোকান ঘর নির্মাণ করে পার্শ্ববর্তী রনচন্ডী উচাবদী এলাকার প্রয়াত মোজাম্মেল হক এর পুত্র আব্দুল বারী (৪৫) গং দের নিকট ভাড়া দেয়। দোকান করা অবস্থায় চলতি বছরের ১লা জানুয়ারি ভাড়ার মেয়াদ শেষ হওয়ায় দোকান ছেড়ে দেওয়ার কথা বললে আব্দুল বারী গং বিভিন্ন ভয়ভীতি প্রদর্শন করে এবং জমি নিজের বলে দাবী করে। এমতাবস্থায় প্রিয়বালা ঘোষ নিরাপত্তার যন্য নীলফামারী অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করেন। যার নং ৩৪৯/২৪। মামলার প্রেক্ষিতে বিজ্ঞ আদালত উক্ত জমিতে ১৪৪ ধারা জারির নির্দেশ দেন জলঢাকা থানাকে। তারপরেও নিরাপত্তাহীনতায় ভুগছে পরিবারটি। উল্লেখ্য যে, ওই ইউনিয়নের তৎকালীন চেয়ারম্যান মোখলেছুর রহমান বিমান তার দেয়া ওয়ারিশন সনদপত্রে উল্লেখ করেন যে, হরেন্দ্র নাথ ঘোষের ১ম স্ত্রী কমলিনী ঘোষ নি:সন্তান অবস্থায় মারা যায় এবং তার ২য় স্ত্রী প্রিয়বালা ঘোষ এর একমাত্র কন্যা শ্রী মতি বিনা রানী ঘোষ এর দুই ছেলে পলাশ কুমার ও মধু কুমার হিন্দু বিধানমতে উক্ত জমির মালিক বটে। এ বিষয়ে অসহায় পরিবারটি প্রশাসনের উর্দ্ধতন কর্তৃপক্ষের কাছে সঠিক বিচোর আশা করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

কৈমারীতে জমি দখলকারীর হুমকির মুখে একটি অসহায় পরিবার

নিউজ প্রকাশের সময় : ১০:০৯:৫২ অপরাহ্ন, বুধবার, ১৭ জুলাই ২০২৪

নীলফামারীর জেলার জলঢাকা উপজেলার কৈমারী তে ভূমিদস্যু কর্তৃক হুমকির মুখে পরেছে একটি অসহায় পরিবার। অবশেষে আদালতের দ্বারস্থ হতে হয়েছে তাদেরকে। জানা গেছে, সম্প্রতি জেলার কিশোরগঞ্জ বদি নোপাশপাড়া এলাকার প্রয়াত হরেন্দ্র নাথ ঘোষ এর ২য় স্ত্রী প্রিয়বালা ঘোষ তার জীবন সত্ত্বের অংশীদার হয়ে উপজেলার কৈমারী মৌজার জে.এল নং ৭৫ এর মধ্যে এস.এ ১৩৬৪ খতিয়ানে ১০৬৪১, ১০৬৪২, ১০৬৪৩, দাগে মোট ০.২০ একর ও ২নং জোতের এস.এ ১১৩৪ খতিয়ান ও ১০৬৪৪ দাগে ১.৯৫ এর মধ্যে ০.০৭ একর জমি দীর্ঘদিন ধরে ভোগদখল করা অবস্থায় উক্ত জমিতে ৫টি দোকান ঘর নির্মাণ করে পার্শ্ববর্তী রনচন্ডী উচাবদী এলাকার প্রয়াত মোজাম্মেল হক এর পুত্র আব্দুল বারী (৪৫) গং দের নিকট ভাড়া দেয়। দোকান করা অবস্থায় চলতি বছরের ১লা জানুয়ারি ভাড়ার মেয়াদ শেষ হওয়ায় দোকান ছেড়ে দেওয়ার কথা বললে আব্দুল বারী গং বিভিন্ন ভয়ভীতি প্রদর্শন করে এবং জমি নিজের বলে দাবী করে। এমতাবস্থায় প্রিয়বালা ঘোষ নিরাপত্তার যন্য নীলফামারী অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করেন। যার নং ৩৪৯/২৪। মামলার প্রেক্ষিতে বিজ্ঞ আদালত উক্ত জমিতে ১৪৪ ধারা জারির নির্দেশ দেন জলঢাকা থানাকে। তারপরেও নিরাপত্তাহীনতায় ভুগছে পরিবারটি। উল্লেখ্য যে, ওই ইউনিয়নের তৎকালীন চেয়ারম্যান মোখলেছুর রহমান বিমান তার দেয়া ওয়ারিশন সনদপত্রে উল্লেখ করেন যে, হরেন্দ্র নাথ ঘোষের ১ম স্ত্রী কমলিনী ঘোষ নি:সন্তান অবস্থায় মারা যায় এবং তার ২য় স্ত্রী প্রিয়বালা ঘোষ এর একমাত্র কন্যা শ্রী মতি বিনা রানী ঘোষ এর দুই ছেলে পলাশ কুমার ও মধু কুমার হিন্দু বিধানমতে উক্ত জমির মালিক বটে। এ বিষয়ে অসহায় পরিবারটি প্রশাসনের উর্দ্ধতন কর্তৃপক্ষের কাছে সঠিক বিচোর আশা করেন।