গরিব-দুঃখী মানুষের গল্পে মানবতার ছোঁয়া—শেরপুরে ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কার গণসংযোগ

- নিউজ প্রকাশের সময় : ০২:০১:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫ ৪৩ বার পড়া হয়েছে

রিপোর্টার: রফিকুল ইসলাম
গরিব–দুঃখী, মেহনতী মানুষের জীবনযুদ্ধের গল্পগুলো শুধু শোনার বিষয় নয়—যারা মানুষের পাশে দাঁড়াতে চান, তাদের কাছে এসব গল্প হৃদয়ের গভীরে পৌঁছে যায়। তাদের স্বপ্ন, ইচ্ছা, ভবিষ্যৎ পরিকল্পনা—সবকিছু মনোযোগ দিয়ে বোঝার মধ্যেই লুকিয়ে থাকে সত্যিকারের মানবতার পরিচয়।
মানুষের প্রতি ভালোবাসা ও মমতা কেবল কথায় তৈরি হয় না; এটা আসে অন্তরের বিশ্বাস থেকে—মানুষের ভালোর জন্য পাশে দাঁড়ানোই মানবতার সবচেয়ে বড় পরিচয়। এই বিশ্বাসই ধারণ করেন শেরপুর-১ (সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা।
গণজোয়ার সৃষ্টির লক্ষ্যে মোন কান্দায় গণসংযোগ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ❝ধানের শীষ❞ প্রতীকের পক্ষে গণজোয়ার সৃষ্টির লক্ষ্যে মঙ্গলবার শেরপুর পৌরসভার মোন কান্দা ৯নং ওয়ার্ড এলাকায় ব্যাপক গণসংযোগ করেন ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা।
এলাকার বিভিন্ন সড়ক ও ঘরে ঘরে গিয়ে তিনি মানুষের খোঁজখবর নেন, শোনেন তাদের জীবনসংগ্রামের কথা এবং তাদের চাহিদা–প্রত্যাশা মনোযোগ দিয়ে শোনেন। সাধারণ মানুষের সাথে কুশল বিনিময়ের পাশাপাশি তিনি এলাকার সার্বিক সমস্যাগুলো নিয়ে কথা বলেন এবং তাদের মতামত গ্রহণ করেন।
নেতাকর্মীদের উপস্থিতি
গণসংযোগে উপস্থিত ছিলেন শেরপুর জেলা বিএনপির সদস্য সচিব অধ্যক্ষ এবিএম মামুনুর রশিদ পলাশ, জেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা–কর্মীরা।
পরিবেশ জুড়ে ছিল উৎসাহ, উদ্দীপনা ও মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ।
মানুষের প্রতি মমতা—ডা. প্রিয়াঙ্কার মানবিক পথচলা
মোন কান্দা এলাকায় সাধারণ মানুষের সাথে কথা বলতে গিয়ে তিনি জানান—
“মানুষের ভালোর জন্য কাজ করতে চাই, তাদের কষ্ট বুঝতে চাই, কারণ মানুষের পাশে দাঁড়ানোই জীবনের প্রকৃত মূল্য।”
এ ধরনের গণসংযোগে শুধু রাজনৈতিক প্রচারণাই নয়, বরং মানুষের জীবন, বাস্তবতা ও সংগ্রামকে কাছ থেকে জানার সুযোগ তৈরি হয়—আর সেখান থেকেই জন্ম নেয় মানবিক দায়িত্ববোধ।
















