গেলেন চা পান করতে কিন্তু ফিরলেন লাশ হয়ে দামুড়হুদার রফিকুল।।

- নিউজ প্রকাশের সময় : ০৫:০১:৩৮ অপরাহ্ন, শনিবার, ১৬ নভেম্বর ২০২৪ ৪৪ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার চন্দ্রবাসে রফিকুল ইসলাম (৪০) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার(১৫নভেম্বর) রাত ১২টার দিকে রফিকুলের মরদেহ সড়কের পাশে পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে মরদেহ উদ্ধার করে।
স্থানীয় ও পুলিশের ধারণা, কোন যানবাহনের ধাক্কায় রফিকুল ইসলামের মৃত্যু হয়েছে। অভিযোগ না থাকায় অবেদনের পেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই সুরতহাল প্রতিবেদন শেষে পরিবারের নিকট রফিকুলের মরদেহ হস্তান্তর করে পুলিশ।
নি*হত রফিকুল ইসলাম দামুড়হুদা উপজেলার নাটুদাহ ইউনিয়মের চন্দ্রবাস গ্রামের ইসার ছেলে।
দামুড়হুদা মডেল থানা পুলিশের পরিদর্শক (ওসি) হুমায়ুন কবীর বলেন, রাতে বাড়ি থেকে পায়ে হেটে চা পান করতে দোকানে যাচ্ছিলেন। এ সময় কোন যানবাহনের ধাক্কায় তার মৃ*ত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ ছাড়া মরদেহের শরীরের আলামত দেখে মনে হচ্ছে এটি সড়ক দু*র্ঘটনার হতে পারে। পরিবারের কোন অভিযোগ না থাকায় মরদেহ দাফনের অনুমতি দেয়া হয়েছে। এ ঘটনায় একটি অপমৃ*ত্যু মামলা দায়ের হয়েছে।