চুয়াডাঙ্গায় মুন্নি নামের এক টিকটকার এর অধর্গলিত, নগ্ন লাশ উদ্ধার।। ধারনা করা হয় ধর্ষনের পর হ*ত্যা।

- নিউজ প্রকাশের সময় : ০৬:২১:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪ ৮২ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গায় মুন্নি নামের এক মহিলার লা*শ উদ্ধার করেছে সদর থানা পুলিশ। আজ বৃহস্পতিবার সকালের দিকে ত্রি-পুল নাইনে স্থানীয়দের খবরে সদর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। লাশটি চুয়াডাঙ্গা সদর উপজেলা বোয়ালমারি গ্রামের চড়ের মাঠের পান বরজের পাশে পড়ে ছিল। এই অজ্ঞাতনামা লা*শ দেখতে স্থানীয়রা ঘটনাস্থল ভিড় জমায়।
চুয়াডাঙ্গা সদর থানার ওসি খালেদুর রহমান জানান, সকাল আটটার দিকে স্থানীয়দের খবরে জানা যায়, বোয়ালমারি মাঠের পান বরজের পাশে এক বাগানের মধ্যে জঙ্গলের ভেতরে এক মৃ*ত লাশ পরে থাকতে দেখে স্থানীয়রা। এই লাশটি ১৫ থেকে ২০ দিন ধরে মাঠের জঙ্গলের ভিতরে পড়ে ছিল। চারপাশে লাশের গন্ধ ছড়ালে স্থানীয়রা টের পায়।
জানা গেছে তার নাম খালেদা আক্তার মুন্নি (২১)।
আজ বৃহস্পতিবার (১৪ নভেম্বর) দুপুরে মরদেহের শরীরে আঁকা ট্যাটু-পোশাক দেখে তার মা ও বোন জামায় মরদেহটি মুন্নির বলে সনাক্ত করেন।
নিহত খালেদা আক্তার মুন্নি চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার ভাংবাড়ীয়া গ্রামের মৃ*ত. খোয়াজ আলীর মেয়ে। মুন্নি ছিলেন স্বামী পরিতক্ত্যা।
স্থানীয়দের ধারনা, মুন্নিকে কৌশলে ডেকে এনে দু*র্বৃত্তরা ধ*র্ষণের পর হ*ত্যা করেছে। এরপর সুযোগ বুঝে মরদেহ রেখে পালিয়ে যায় তারা।
প্রতিবেশী সূত্রে জানা জাই মুন্নি উশৃংখল জীবন যাপন করতে এবং অনৈতিক কাজে জড়িয়ে পড়েছিলো।। মাঝে মাঝেই গভীর রাতে বাড়ি ফেরা, প্রতিনিয়ত বাড়ির কাওকে না জানিয়ে কক্সবাজার ও ইন্ডিয়া জাওয়া এগুলি নিয়ে প্রশ্ন তুলে রাবেয়া খাতুন নামে তার প্রতিবেশি।
এ ঘটনায় নি*হত মুন্নির মা বাদি হয়ে চুয়াডাঙ্গা সদর থানায় অজ্ঞাতনামাদের বিরুদ্ধে একটি হ*ত্যা মামলা দায়ের করেছেন।