জামায়াতের ওয়ার্ড সভাপতি পরকীয়া করতে গিয়ে ধরা খেয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ

- নিউজ প্রকাশের সময় : ০৫:২২:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫ ৩৯ বার পড়া হয়েছে

মোঃ আল আমীন, ভোলা জেলা প্রতিনিধি
ভোলার মনপুরা উপজেলার ৫নং কলাতলী ইউনিয়নের ৬নং ওয়ার্ডে অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ওই ওয়ার্ড জামায়াতে ইসলামী সভাপতি শোয়াইব মাওলানা (৩৫) কে আটক করেছে এলাকাবাসী। তিনি দুই সন্তানের জনক ও পেশায় একজন পল্লী চিকিৎসক।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৮ অক্টোবর) গভীর রাতে কলাতলী ইউনিয়নের বাতান খাল এলাকার এক বিধবা দুই সন্তানের জননীর ঘর থেকে শোয়াইব মাওলানাকে হাতেনাতে আটক করা হয়। পরে ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
শোয়াইব মাওলানা বাতান খাল এলাকার নাসিম হুজুরের ছেলে এবং বগার খাল জামে মসজিদের ইমাম। স্থানীয়দের দাবি, ওই বিধবা নারীর সঙ্গে তার দীর্ঘদিনের অনৈতিক সম্পর্ক ছিল এবং তিনি প্রায়ই ওই নারীর ঘরে যাতায়াত করতেন। ঘটনার দিন ওঁত পেতে থাকা এলাকাবাসী তাদের আটক করে।
পরবর্তীতে উভয় পরিবারের সম্মতিক্রমে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে ৩ লক্ষ টাকা দেনমোহরে তাদের বিয়ে সম্পন্ন করা হয় বলে জানা গেছে।
৫নং কলাতলী ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য আছিউল হক মেম্বার এবং ইউনিয়ন জামায়াতে ইসলামী সাধারণ সম্পাদক হুমায়ুন ঘটনাটি নিশ্চিত করেছেন।
এ বিষয়ে মনপুরা উপজেলা জামায়াতে ইসলামী আমির আমিমুল ইহসান জসিম বলেন,
“শোয়াইব মাওলানা আমাদের সংগঠনের কলাতলী ৬নং ওয়ার্ডের সভাপতি ছিলেন। তবে জামায়াতে ইসলামী কোনোভাবেই অনৈতিক কর্মকাণ্ড বা নারী কেলেঙ্কারিকে সমর্থন করে না। এ ধরনের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।”
ঘটনা সম্পর্কে জানতে কলাতলী পুলিশ তদন্ত কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত এসআই ছিদ্দিকের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।


























