ডা. জুবাইদা রহমান সরাসরি এভারকেয়ার হাসপাতালে, খালেদা জিয়ার শারীরিক অবস্থা পর্যবেক্ষণে বিশেষজ্ঞ দল

- নিউজ প্রকাশের সময় : ০২:২৪:৫১ অপরাহ্ন, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫ ৫০ বার পড়া হয়েছে

রিপোর্টার: রফিকুল ইসলাম
ঢাকা, ৫ ডিসেম্বর ২০২৫, শুক্রবার
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজখবর নিতে লন্ডন থেকে দেশে এসে সরাসরি এভারকেয়ার হাসপাতালে পৌঁছেছেন তার পুত্রবধূ ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান।
আজ শুক্রবার বেলা পৌনে ১২টার দিকে তাকে বহনকারী গাড়িবহর ঢাকার বসুন্ধরা এলাকার এভারকেয়ার হাসপাতালে পৌঁছায়। এর আগে সকাল ১০টা ৪৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তার ফ্লাইটটি অবতরণ করে। ভিআইপি গেট দিয়ে বের হওয়ার পর তিনি কোনো বিরতি না দিয়ে দ্রুত হাসপাতালের উদ্দেশে রওনা হন।হাসপাতালে সর্বাত্মক চিকিৎসা চলছে
গত কয়েক সপ্তাহ ধরে এভারকেয়ার হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন বেগম খালেদা জিয়া। তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় দেশি–বিদেশি হেপাটোলজি, নেফ্রোলজি ও কার্ডিওলজি বিশেষজ্ঞরা যৌথভাবে তার চিকিৎসায় যুক্ত আছেন। চিকিৎসক দলের সদস্যরা জানিয়েছেন, বর্তমান পরিস্থিতিতে তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হচ্ছে এবং প্রতিটি পরিবর্তন ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়ার প্রস্তুতি
পারিবারিক সূত্রসহ বিএনপির উচ্চপদস্থ নেতারা জানিয়েছেন, ডা. জুবাইদা রহমান ঢাকায় এসেছেন মূলত শাশুড়ি বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসার ব্যবস্থা চূড়ান্ত করতে। বিদেশি বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী তাকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়ার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। প্রয়োজন হলে দ্রুত এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা হবে বলেও জানা গেছে।
হাসপাতাল এলাকায় নিরাপত্তা জোরদার
ডা. জুবাইদার আগমনকে কেন্দ্র করে সকাল থেকেই হাসপাতাল এলাকাজুড়ে নিরাপত্তা জোরদার করা হয়। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি হাসপাতাল কর্তৃপক্ষও বাড়তি সতর্কতা গ্রহণ করে।
ডা. জুবাইদা রহমান হাসপাতালে পৌঁছে চিকিৎসক দলের সদস্যদের সঙ্গে বৈঠকে বসেন এবং খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থার বিষয়ে বিস্তারিত তথ্য নেন।
পরিবার ও দলের নেতারা দেশবাসীর কাছে খালেদা জিয়ার দ্রুত সুস্থতার জন্য দোয়া কামনা করেছেন।


















