
দেশে থ্যালাসেমিয়া রোগের বিস্তার রোধে যথাযথ ব্যবস্থা নেওয়ার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। রিটে অন্তর্বর্তীকালীন আদেশে থ্যালাসেমিয়া রোগ বিস্তার রোধে নির্দেশনা তৈরিতে বিশেষজ্ঞ কমিটি গঠন করে তা আদালতে দাখিলের নির্দেশনা চাওয়া হয়েছে। এছাড়া রিটে থ্যালাসেমিয়া রোগ বিস্তার রোধে শিক্ষার্থী, জনগণ, সরকারী কর্মচারী ও অন্যান্য পেশায় নিয়োজিতদের মধ্যে প্রচার চালানোর জন্য সরকারের সংশ্লিষ্টদের উপর নির্দেশনা চাওয়া হয়েছে।
বৃহস্পতিবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় জনস্বার্থে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস্ অ্যান্ড পিস ফর বাংলাদেশের (এইচআরপিবি) পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী মো. ছারওয়ার আহাদ চৌধুরী ও আইনজীবী এখলাছ উদ্দিন ভূইয়া রিটটি দায়ের করেন। দৈনিক সমকাল পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনের আলোকে এ রিটটি দায়ের করা হয়। এর আগে, গত ৮ মে ‘চিকিৎসা চালাতে নিঃস্ব হচ্ছেন রোগী-স্বজন’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।
রিটকারীদের পক্ষে জ্যেষ্ঠ আইনজীবী মনজিল মোরসেদ সাংবাদিকদের বলেন, রিটটি হাইকোর্টে শুনানির জন্য উপস্থাপন করা হবে। আগামী সপ্তাহে শুনানি হতে পারে। রিটে মন্ত্রীপরিষদ সচিব, প্রধানমন্ত্রী কার্যালয়ের সচিব, স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ সচিব, আইন মন্ত্রণালয়ের সচিব, ধর্ম মন্ত্রণালয়ের সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে বিবাদী করা হয়েছে।
রিটে থ্যালাসেমিয়া রোগের বিস্তার রোধে কার্যকরী ব্যবস্থা নিতে বিবাদীদের কেন নির্দেশ দেওয়া হবে না এবং বিবাহ রেজিস্ট্রি ফরমে বর-কনের থ্যালাসেমিয়া রোগ সম্পর্কিত তথ্য কেন লিপিবদ্ধ করার নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারির আরজি জানানো হয়েছে।
প্রধান সম্পাদক : ফারুক হোসেন | ভারপ্রাপ্ত সম্পাদক : মোঃ মতিউর রহমান
নির্বাহী সম্পাদক : হাজী মোঃ লিয়াকত আলী,যুগ্ম-সম্পাদক: আব্দুল মালেক,যুগ্ম - সম্পাদক মোঃ আলমগীর হোসেন , ব্যুরো প্রধান: ফাহারিয়া ইসলাম( মুন) প্রেস এডিটর: মোঃ ফয়সাল হোসেন , মোঃ শান্ত।
যোগাযোগ ০১৭৬৫৮৮৪৪৪৯
দেশপ্রিয়২৪.কম