দাদুর পক্ষ থেকে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা—দেশবাসী কাছে দোয়া চেয়েছেন জাইমা রহমান

- নিউজ প্রকাশের সময় : ১০:৪৮:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫ ১৯ বার পড়া হয়েছে

রিপোর্টার: রফিকুল ইসলাম
বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় পরিবারের সদস্যদের পাশাপাশি দেশবাসীর মতোই বিশেষ দোয়া করেছেন জাইমা রহমান। দাদুর পক্ষ থেকে তিনি মহান আল্লাহর দরবারে প্রার্থনা জানিয়েছেন— “আমার দাদু দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করছি, আমিন।”
জাইমা রহমানের এই প্রার্থনা সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে এবং বিভিন্ন মহলে ইতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি করে। তার এই আবেগঘন দোয়া দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি পরিবারের গভীর ভালোবাসা ও উদ্বেগকে আরও একবার সামনে নিয়ে আসে।
বর্তমানে বেগম খালেদা জিয়া উন্নত চিকিৎসার জন্য বিশেষজ্ঞ চিকিৎসকদের পর্যবেক্ষণে আছেন। তার সুস্থতার জন্য দেশজুড়ে দোয়া মাহফিল, মিলাদ ও বিশেষ প্রার্থনার আয়োজন অব্যাহত রয়েছে। দলের নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষ দোয়া করছেন যেন তিনি দ্রুত রোগমুক্ত হয়ে স্বাভাবিক জীবনে ফিরতে পারেন।
পরিবারের একজন সদস্যের এই ব্যক্তিগত প্রার্থনা জনমনে নতুন করে আশাবাদ তৈরি করেছে। জাইমা রহমান জানান, পরিবারের পক্ষ থেকে সবাই বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় আল্লাহর কাছে অবিরাম প্রার্থনা করছেন।
দেশনেত্রীর সুস্থতা কামনায় দোয়া রাখতে দেশের জনগণের প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেছেন পরিবারের সদস্যরা।
















