
স্টাফ রিপোর্টার:: হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার দেবপাড়া ইউনিয়নের শেরফরাজপুর গ্রামের মৃত সামছুল ইসলামের পুত্র মোঃ সাইফুল ইসলাম নামের এক কলেজ ছাত্রের ২শতটি আকাশি ( ইউক্লিপটার্স) জাতের চারা গাছ কর্তন করা হয়েছে৷ ঘটনাটি ঘটেছে ২৪ মে বুধবার সকাল অনুমান ৬ ঘটিকায়৷
এ ঘটনায় একই এলাকার ফুটারচর গ্রামের মৃত শেখ আব্দুল মুকিত আহমেদ এর পুত্র শেখ মশির আহমেদ রায়হান ( ৪৪) নামের এক ব্যক্তির বিরুদ্ধে গাছের মালিক ও নবীগঞ্জ সরকারী ডিগ্রী কলেজে অধ্যায়নরত কলেজ ছাত্র মো: সাইফুল ইসলাম নামের যুবক বাদী হয়ে নবীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন৷ অভিযোগে উল্লেখ করা হয় অভিযুক্ত ব্যক্তির আত্মীয়ের সাথে পূর্ব বিরোধ থাকায় এরই জেরধরে সাইফুল ইসলামের দুই বছর আগের রূপনকৃত উল্লেখিত গাছ গুলো নির্বিচারে কর্তন করেছেন রায়হান৷ এলাকাবাসীর সাথে আলাপকালে অনেকেই বলেন রায়হান প্রায় সময়ই হাদে দা নিয়ে চলাফেরা করেন এবং সে একজন উশৃংখল প্রকৃতির লোক৷ তার বিরুদ্ধে আরো অহরহ অভিযোগ রয়েছে৷
এব্যাপারে নবীগঞ্জ থানার ওসি ডালিম আহমেদ এর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে, তদন্ত অনুযায়ী প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে৷
চেকপোস্ট/এসবি
প্রধান সম্পাদক : ফারুক হোসেন | ভারপ্রাপ্ত সম্পাদক : মোঃ মতিউর রহমান
নির্বাহী সম্পাদক : হাজী মোঃ লিয়াকত আলী,যুগ্ম-সম্পাদক: আব্দুল মালেক,যুগ্ম - সম্পাদক মোঃ আলমগীর হোসেন , ব্যুরো প্রধান: ফাহারিয়া ইসলাম( মুন) প্রেস এডিটর: মোঃ ফয়সাল হোসেন , মোঃ শান্ত।
যোগাযোগ ০১৭৬৫৮৮৪৪৪৯
দেশপ্রিয়২৪.কম