নিজেকে সর্বগুণে গুণান্বিত করে গড়ে তুলুন: এস কে আশরাফুন নাহার মনি

- নিউজ প্রকাশের সময় : ০৭:১৫:৪০ পূর্বাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫ ৪৩ বার পড়া হয়েছে

রিপোর্টার: নাজমা বেগম
বর্তমান প্রতিযোগিতামূলক ও দ্রুত পরিবর্তনশীল পৃথিবীতে টিকে থাকতে হলে একজন মানুষকে হতে হয় আত্মনির্ভরশীল, কর্মদক্ষ ও সর্বগুণে গুণান্বিত। এ বিষয়ে অনুপ্রেরণামূলক বার্তা দিয়েছেন তরুণ সমাজের প্রেরণাদাত্রী এস কে আশরাফুন নাহার মনি। তিনি বলেন, “নিজেকে মোটামুটি ভাবে অলরাউন্ডার বানানোর চেষ্টা করুন। কখন চুপ থাকতে হবে আর কখন কথা বলতে হবে—এটা জানা খুব গুরুত্বপূর্ণ। আয় করতে শিখুন, যেকোনো পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নিন এবং সাহসী হন।”
তিনি আরও বলেন, “বর্তমান সময়ে কেবল এক বিষয়ে পারদর্শিতা নয়, বরং বহুমুখী দক্ষতা অর্জনই একজন মানুষকে এগিয়ে নেয়। যে নিজেকে মানিয়ে নিতে পারে, সে কখনো পরাজিত হয় না।”
এস কে আশরাফুন নাহার মনি মনে করেন, আত্মউন্নয়ন ও আত্মবিশ্বাস জীবনের সবচেয়ে বড় পুঁজি। জীবনের প্রতিটি ধাপে ধৈর্য, সততা ও সাহসিকতা বজায় রেখে চলাই সাফল্যের চাবিকাঠি। তিনি তরুণ প্রজন্মকে উৎসাহিত করে বলেন, “নিজের সময়কে মূল্য দিন, প্রতিটি ব্যর্থতাকে শিক্ষার সুযোগ হিসেবে নিন এবং কখন কথা বলবেন আর কখন নীরব থাকবেন—এই জ্ঞানই আপনাকে ভেতর থেকে পরিপক্ব করে তুলবে।”
সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর এই পরামর্শমূলক বক্তব্য ইতিমধ্যে তরুণ সমাজের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। অনেকেই মন্তব্য করেছেন, এস কে আশরাফুন নাহার মনির কথাগুলো তাদের জীবনে নতুন অনুপ্রেরণা জুগিয়েছে।
শেষে তিনি সকলকে আহ্বান জানিয়ে বলেন, “নিজের উপর বিশ্বাস রাখুন। পরিস্থিতি যত কঠিনই হোক, মানিয়ে নিন, চেষ্টা চালিয়ে যান এবং কখনো হাল ছাড়বেন না—তাহলেই আপনি প্রকৃত অর্থে একজন ‘অলরাউন্ডার’ হয়ে উঠবেন।”

























