ঢাকা ১২:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ১ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিশ্বের সকল মানুষ যেন মহানবী (সা.)-এর শিক্ষা, আদর্শ ও ত্যাগে উজ্জীবিত হয়ে উঠে। নাগরপুরে কবরস্থানের সৌন্দর্য বর্ধনে ধুবড়িয়া ব্রাদার্সের দৃষ্টিনন্দন উদ্যোগ  আলোচনা গণতান্ত্রিক শাসন শক্তিশালী করার উপায় নিয়ে শাহরাস্তির আতঙ্ক জাবেদ বাহিনী, মসজিদের জায়গা জবর দখল, দালালী আর মামলাবাজিতে হাতিয়েছেন ২ হাজার কোটি টাকা : রয়েছেন ধরা ছোঁয়ার বাহিরে। ময়মনসিংহ রেঞ্জের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত  গাজীপুর জেলা শাখা অন্তর্গত “শ্রীপুর উপজেলা” শাখার কমিটির অনুমোদন।  বেকারত্ব নিরসনে বাংলাদেশ যুব অধিকার পরিষদের ৭ দফা প্রস্তাবনা নোয়াখালীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মতবিনিময়  তবে উদ্যোগ রাজনৈতিক’ আমরা রাজনৈতিক দল নই তাহলে কি নিজেদের জালে-ই ফেঁসে গেলো ছাত্র সংঘটন!

প্যারাগুয়েকে হারিয়ে শেষ ৮ এ নিশ্চিত করলো ভিনিসিউসরা

রিপোর্টার মেহেদুল ইসলাম 
  • নিউজ প্রকাশের সময় : ০৪:২৩:৩৯ অপরাহ্ন, শনিবার, ২৯ জুন ২০২৪ ১৯ বার পড়া হয়েছে

পূর্বের মেসে কোস্টারিকার বিপক্ষে গোলের হতাশা মিটিয়েছে আজ।অ্যালেজায়ান্ট স্টেডিয়ামে বৃহস্পতিবার (২৯ জুন) ‘ডি’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে প্যারাগুয়েকে ৪-১ ব্যবধানে হারিয়েছে ব্রাজিল। জোড়া গোল করেছেন ভিনিসিউস জুনিয়র। একটি করে গোল করেছেন স্যাভিও ও লুকাস পাকেতা। প্যারাগুয়ের হয়ে এক গোল শোধ করেছেন ওমর আলদেরেতে।১৯টি শট নিয়ে সে ম্যাচে গোলের দেখা পায়নি দরিভাল জুনিয়রের শিষ্যরা। তবে প্যারাগুয়ের বিপক্ষে আর সে আক্ষেপে পুড়তে হয়নি। আজ ৫৫ শতাংশ সময় বল দখলে রেখে ১৭ শটের ৬টি লক্ষ্য বরাবর রেখেছিল সেলেসাওরা।যদিও শুরুটা খুব একটা আশা ছিল না। আভাস ছিল আগের ম্যাচের পুনরাবৃত্তির। ৩১তম মিনিটে হতাশ করেছিলেন লুকাস পাকেতা। বক্সে প্যারাগুয়ের ডিফেন্ডারের হাতে লাগার সুবাধে পাওয়া পেনাল্টি নিতে গিয়ে বারের বাইরে শট নেন তিনি।তবে সেলেসাওদের বেশিক্ষণ আক্ষেপে পুড়তে দেননি ভিনিসিউস। ৩৫তম মিনিটে গোলের খাতা খোলেন তিনি। বাঁ প্রান্ত ধরে আক্রমণে উঠে সতীর্থদের পাস দিয়ে ঢুকে পড়েন বক্সে। এক-দুই পাসের পর তাকে ফিরতি পাস দেন পাকেতা। প্যারাগুয়ের ডিফেন্ডার ও গোলরক্ষককে পরাস্ত করে নিখুঁত শটে বল জালে জড়ান ভিনিসিউস।এর ৮ মিনিট পর ব্যবধান বাড়ান স্যাভিও। প্যারাগুয়ের রক্ষণের ভুলের সুযাগ নিয়ে বক্সে বল পেয়ে জাতীয় দলের হয়ে অভিষেক গোলটি করেন ২০ বছর বয়সী এ ফরোয়ার্ড। যোগ করা সময়ে ভুলের মাশুল দিয়ে তৃতীয় গোলটি হজম করে প্যারাগুয়ে। গোলবারের সামনে থেকে বল ক্লিয়ার করতে গিয়ে দেরি করেন প্যারাগুয়ান ডিফেন্ডার। সুযোগ বুঝে দ্রুত এগিয়ে গিয়ে বল জালে জড়ান ভিনিসিউস।বিরতির পর লড়াইয়ের আভাস দিয়েছিল প্যারাগুয়ে। মাঠে নামার তিন মিনিটের মধ্যেই গোলের দেখা পায় তারা। ফরোয়ার্ডরা না পারলেও প্যারাগুয়ের হয়ে গোলের খাতা খোলেন ডিফেন্ডার ওমার আলদেরেতে। তবে এরপর আর সুযোগ তৈরি করতে পারেনি লা আলবিরোজারা। ১৫ শটের ৬টি লক্ষ্য বরাবর রাখা দলটি অ্যালিসন বেকারের দেয়াল ভাঙতে পারে ওই ৪৮তম মিনিটেই একবার।উল্টো ৬৫ মিনিটে ব্যবধান বাড়ায় ব্রাজিল। বক্সে নেয়া স্যাভিওর শট লাগে প্যারাগুয়ের এক ডিফেন্ডারের গায়ে। স্পটকিক নিতে আসেন আগের পেনাল্টি মিস করা পাকেতা। সতীর্থরা তাকে সাহস জোগান। এবার আর হতাশ করেননি তিনি। ব্যবধান ধরে রেখে শেষ পর্যন্ত ৪-১ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে ব্রাজিল।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

প্যারাগুয়েকে হারিয়ে শেষ ৮ এ নিশ্চিত করলো ভিনিসিউসরা

নিউজ প্রকাশের সময় : ০৪:২৩:৩৯ অপরাহ্ন, শনিবার, ২৯ জুন ২০২৪

পূর্বের মেসে কোস্টারিকার বিপক্ষে গোলের হতাশা মিটিয়েছে আজ।অ্যালেজায়ান্ট স্টেডিয়ামে বৃহস্পতিবার (২৯ জুন) ‘ডি’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে প্যারাগুয়েকে ৪-১ ব্যবধানে হারিয়েছে ব্রাজিল। জোড়া গোল করেছেন ভিনিসিউস জুনিয়র। একটি করে গোল করেছেন স্যাভিও ও লুকাস পাকেতা। প্যারাগুয়ের হয়ে এক গোল শোধ করেছেন ওমর আলদেরেতে।১৯টি শট নিয়ে সে ম্যাচে গোলের দেখা পায়নি দরিভাল জুনিয়রের শিষ্যরা। তবে প্যারাগুয়ের বিপক্ষে আর সে আক্ষেপে পুড়তে হয়নি। আজ ৫৫ শতাংশ সময় বল দখলে রেখে ১৭ শটের ৬টি লক্ষ্য বরাবর রেখেছিল সেলেসাওরা।যদিও শুরুটা খুব একটা আশা ছিল না। আভাস ছিল আগের ম্যাচের পুনরাবৃত্তির। ৩১তম মিনিটে হতাশ করেছিলেন লুকাস পাকেতা। বক্সে প্যারাগুয়ের ডিফেন্ডারের হাতে লাগার সুবাধে পাওয়া পেনাল্টি নিতে গিয়ে বারের বাইরে শট নেন তিনি।তবে সেলেসাওদের বেশিক্ষণ আক্ষেপে পুড়তে দেননি ভিনিসিউস। ৩৫তম মিনিটে গোলের খাতা খোলেন তিনি। বাঁ প্রান্ত ধরে আক্রমণে উঠে সতীর্থদের পাস দিয়ে ঢুকে পড়েন বক্সে। এক-দুই পাসের পর তাকে ফিরতি পাস দেন পাকেতা। প্যারাগুয়ের ডিফেন্ডার ও গোলরক্ষককে পরাস্ত করে নিখুঁত শটে বল জালে জড়ান ভিনিসিউস।এর ৮ মিনিট পর ব্যবধান বাড়ান স্যাভিও। প্যারাগুয়ের রক্ষণের ভুলের সুযাগ নিয়ে বক্সে বল পেয়ে জাতীয় দলের হয়ে অভিষেক গোলটি করেন ২০ বছর বয়সী এ ফরোয়ার্ড। যোগ করা সময়ে ভুলের মাশুল দিয়ে তৃতীয় গোলটি হজম করে প্যারাগুয়ে। গোলবারের সামনে থেকে বল ক্লিয়ার করতে গিয়ে দেরি করেন প্যারাগুয়ান ডিফেন্ডার। সুযোগ বুঝে দ্রুত এগিয়ে গিয়ে বল জালে জড়ান ভিনিসিউস।বিরতির পর লড়াইয়ের আভাস দিয়েছিল প্যারাগুয়ে। মাঠে নামার তিন মিনিটের মধ্যেই গোলের দেখা পায় তারা। ফরোয়ার্ডরা না পারলেও প্যারাগুয়ের হয়ে গোলের খাতা খোলেন ডিফেন্ডার ওমার আলদেরেতে। তবে এরপর আর সুযোগ তৈরি করতে পারেনি লা আলবিরোজারা। ১৫ শটের ৬টি লক্ষ্য বরাবর রাখা দলটি অ্যালিসন বেকারের দেয়াল ভাঙতে পারে ওই ৪৮তম মিনিটেই একবার।উল্টো ৬৫ মিনিটে ব্যবধান বাড়ায় ব্রাজিল। বক্সে নেয়া স্যাভিওর শট লাগে প্যারাগুয়ের এক ডিফেন্ডারের গায়ে। স্পটকিক নিতে আসেন আগের পেনাল্টি মিস করা পাকেতা। সতীর্থরা তাকে সাহস জোগান। এবার আর হতাশ করেননি তিনি। ব্যবধান ধরে রেখে শেষ পর্যন্ত ৪-১ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে ব্রাজিল।