বিজয়নগরে ইউএনও’র নেতৃত্বে সরকারি খাস জায়গায় নির্মাণাধীন অবৈধ দোকান উচ্ছেদ

- নিউজ প্রকাশের সময় : ০৭:০০:৩১ অপরাহ্ন, শনিবার, ৯ অগাস্ট ২০২৫ ১০২ বার পড়া হয়েছে

রিপোর্টার আবদুল্লাহ আল হৃদয়ঃ
– ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় সরকারি খাস জমি দখল করে নির্মাণাধীন অবৈধ দোকানঘর উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন। শনিবার (৯ আগস্ট) দুপুর ১২টার দিকে উপজেলার চান্দুরা ইউনিয়নের আমতলী বাজারে এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাধনা ত্রিপুরা, যিনি সহকারী কমিশনার (ভূমি) হিসেবে অতিরিক্ত দায়িত্বেও রয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, চান্দুরা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এ. এম. শামিউল হক চৌধুরীর ছেলে জামিউল হক চৌধুরী প্রতুলের নেতৃত্বে কিছু লোক আমতলী বাজারের সরকারি খাস জায়গায় অবৈধভাবে দোকান নির্মাণ শুরু করে। উপজেলা প্রশাসন তাদের একাধিকবার নিষেধ করা সত্ত্বেও তারা জোরপূর্বক নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছিল।পরবর্তীতে, স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে উপজেলা প্রশাসন এই অভিযান চালায়।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার সাধনা ত্রিপুরা জানান, “স্থানীয়দের মাধ্যমে সরকারি জায়গায় অবৈধভাবে দোকানঘর নির্মাণের অভিযোগ পেয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে নির্মাণাধীন স্থাপনা অপসারণ করা হয়েছে।” এই অভিযানের মাধ্যমে সরকারি খাস জায়গা দখলমুক্ত করা হয়েছে বলে তিনি নিশ্চিত করেন।


























