ঢাকা ১২:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ১ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিশ্বের সকল মানুষ যেন মহানবী (সা.)-এর শিক্ষা, আদর্শ ও ত্যাগে উজ্জীবিত হয়ে উঠে। নাগরপুরে কবরস্থানের সৌন্দর্য বর্ধনে ধুবড়িয়া ব্রাদার্সের দৃষ্টিনন্দন উদ্যোগ  আলোচনা গণতান্ত্রিক শাসন শক্তিশালী করার উপায় নিয়ে শাহরাস্তির আতঙ্ক জাবেদ বাহিনী, মসজিদের জায়গা জবর দখল, দালালী আর মামলাবাজিতে হাতিয়েছেন ২ হাজার কোটি টাকা : রয়েছেন ধরা ছোঁয়ার বাহিরে। ময়মনসিংহ রেঞ্জের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত  গাজীপুর জেলা শাখা অন্তর্গত “শ্রীপুর উপজেলা” শাখার কমিটির অনুমোদন।  বেকারত্ব নিরসনে বাংলাদেশ যুব অধিকার পরিষদের ৭ দফা প্রস্তাবনা নোয়াখালীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মতবিনিময়  তবে উদ্যোগ রাজনৈতিক’ আমরা রাজনৈতিক দল নই তাহলে কি নিজেদের জালে-ই ফেঁসে গেলো ছাত্র সংঘটন!

বিমানবন্দরে রেমিট্যান্স যোদ্ধাদের স্যার ডাকতে হবে- ভিপি নুর।

রিপোর্টার : সাদিয়া আক্তার 
  • নিউজ প্রকাশের সময় : ০৬:৫৭:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ২১ অগাস্ট ২০২৪ ১১ বার পড়া হয়েছে

দেশের সকল জায়গায় দুর্নীতি, অনিয়ম, চাঁদাবাজি বন্ধের জন্য আহ্বান জানান গণ অধিকার পরিষদের সভাপতি এবং সাবেক ডাকসু ভিপি নুরুল হক নুর।মঙ্গলবার (২০ আগস্ট) বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ কর্তৃক আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে অন্তর্বর্তীকালীন সরকারের নিকট রেমিট্যান্স যোদ্ধা প্রবাসীদের প্রত্যাশা শীর্ষক এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।এসময় নুরুল হক নুর বলেন,”ছাত্র-জনতার জীবনের বিনিময়ে আমরা দেশকে ফ্যাসিবাদমুক্ত করতে পেরেছি। কিন্তু ইতোমধ্যে দেখেছি, আওয়ামী লীগের পরিবর্তে অনেকেই বিভিন্ন দুর্নীতিবাজদের সাথে হাত মিলাচ্ছে, দেশের বিভিন্ন জায়গায় দখলদারত্ব চালাচ্ছে, চাঁদাবাজি করছে। আপনারা এসব বন্ধ করুন। বাংলাদেশে কোনো চাঁদাবাজি-দখলদারত্ব চলবে না। এক দখলদার হটিয়ে নতুন কোনো দখলদার সৃষ্টি করতে চাই না। দেশের বিভিন্ন স্থানে হামলা-ভাঙচুর চলছে, এসব বন্ধ করতে হবে। বাংলাদেশের কোথাও এসব চলবে না। একজন মানুষও যদি আক্রান্ত হোন- আমাদের জানান, আমরা আপনাদের পাশে দাঁড়াব। এই দেশ অসাম্প্রদায়িক দেশ, এখানে সাম্প্রদায়িক উসকানি দিবেন না। সব ধর্মের মানুষ এখানে সুন্দরভাবে বসবাস করবে, সেটা আমাদের নিশ্চিত করতে হবে।”নুর আরও বলেন, “দেশের ক্রান্তিলগ্নে প্রবাসীরা ভূমিকা রেখেছে। কিন্তু এই প্রবাসীরা অধিকার থেকে বঞ্চিত। প্রবাসী মন্ত্রণালয়ের উপদেষ্টার প্রতি আহ্বান, প্রবাসীদের যৌক্তিক দাবি মেনে নিন। প্রবাসীদের কথা শুনুন, তাদের সমস্যাগুলো সমাধান করুন। বিভিন্ন সময় দেশ থেকে বিতাড়িত আওয়ামী ফ্যাসিবাদের রোষানলের শিকার সাংবাদিক, লেখক, অ্যাক্টিভিস্ট- তাদের দেশে ফিরিয়ে এনে যথাযথ সম্মান দিতে হবে।”গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খান বলেন, অন্তর্বর্তী সরকারের প্রধান দায়িত্ব গণহত্যার দায়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা। আওয়ামী লীগের নিবন্ধন থাকলে তারা আগামী নির্বাচনে অংশগ্রহণ করবে। কিন্তু পৃথিবীর ইতিহাসে গণহত্যার পরে কোনো দল বা সংগঠনের রাজনৈতিক অস্তিত্ব থাকার নজির নেই। অন্তর্বর্তী সরকারকে বলবো, দ্রুত সময়ের মধ্যে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল ও নিষিদ্ধ করুন। এটি না করলে জনগণের আস্থা হারাবেন। তিনি বলেন, গত ১৫ আগস্ট প্রতিবিপ্লবের চক্রান্ত হয়েছিলো। জনগণ সেটি রুখে দিয়েছে। ২১ আগস্টও সেই ষড়যন্ত্র চলছে। আগামীকাল (বুধবার) জনগণ রাজপথে থাকবে। বাংলাদেশে আওয়ামী লীগের ষড়যন্ত্র নস্যাৎ করে দেওয়া হবে।”সর্বশেষে নুরুল হক নুর প্রবাসীদের যৌক্তিক ১০ দফা দাবি তুলে ধরেন অন্তবর্তীকালীন সরকারের কাছে।১.অনিয়মিত, আনডকুমেন্টেড, দুস্থ এবং অসহায় প্রবাসী বাংলাদেশী কর্মীর মরদেহ পরিবহন ব্যয় সংক্রান্ত নীতিমালা-২০২২ দ্রুত বাস্তবায়ন চাই।২. প্রবাসীদের জাতীয় পরিচয়পত্র ও জাতীয় সংসদ নির্বাচনে ভোটাধিকার চাই।৩.বিমানবন্দরে প্রবাসী হয়রানি বন্ধ ও যথাযথ সম্মান চাই। ৪.প্রবাসীদের জন্য যুগপোযোগী দ্বৈত নাগরিকত্ব আইন ও পেনশন সুবিধা চাই।৫.সহজ প্রক্রিয়ায় পাসপোর্ট সংশোধনের সুযোগসহ দালাল ও হয়রানি মুক্ত পাসপোর্ট ও দূতাবাস সেবা চাই। ৬.প্রবাসী সুরক্ষা আইন প্রণয়ন ও বাস্তবায়ন চাই।৭.জাতীয় বাজেটে প্রবাসীদের জন্য (৫%) বিশেষ বরাদ্দ চাই। ৮.বিদেশে কাগজপত্র বিহীন প্রবাসীদের বৈধকরণ ও আটককৃতদের মুক্তির জন্য সরকারের সহযোগিতা চাই। ৯. বিদেশে প্রবাসীদের জন্য পর্যাপ্ত বাংলাদেশী দূতাবাস ও শ্রম কল্যাণ উইং চাই।১০.অভিবাসন ব্যয় ১ লাখ টাকার মধ্যে সীমাবদ্ধ ও প্রবাস ফেরতদের কর্মসংস্থান, সুদমুক্ত পর্যাপ্ত ঋণ সুবিধা চাই।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বিমানবন্দরে রেমিট্যান্স যোদ্ধাদের স্যার ডাকতে হবে- ভিপি নুর।

নিউজ প্রকাশের সময় : ০৬:৫৭:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ২১ অগাস্ট ২০২৪

দেশের সকল জায়গায় দুর্নীতি, অনিয়ম, চাঁদাবাজি বন্ধের জন্য আহ্বান জানান গণ অধিকার পরিষদের সভাপতি এবং সাবেক ডাকসু ভিপি নুরুল হক নুর।মঙ্গলবার (২০ আগস্ট) বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ কর্তৃক আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে অন্তর্বর্তীকালীন সরকারের নিকট রেমিট্যান্স যোদ্ধা প্রবাসীদের প্রত্যাশা শীর্ষক এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।এসময় নুরুল হক নুর বলেন,”ছাত্র-জনতার জীবনের বিনিময়ে আমরা দেশকে ফ্যাসিবাদমুক্ত করতে পেরেছি। কিন্তু ইতোমধ্যে দেখেছি, আওয়ামী লীগের পরিবর্তে অনেকেই বিভিন্ন দুর্নীতিবাজদের সাথে হাত মিলাচ্ছে, দেশের বিভিন্ন জায়গায় দখলদারত্ব চালাচ্ছে, চাঁদাবাজি করছে। আপনারা এসব বন্ধ করুন। বাংলাদেশে কোনো চাঁদাবাজি-দখলদারত্ব চলবে না। এক দখলদার হটিয়ে নতুন কোনো দখলদার সৃষ্টি করতে চাই না। দেশের বিভিন্ন স্থানে হামলা-ভাঙচুর চলছে, এসব বন্ধ করতে হবে। বাংলাদেশের কোথাও এসব চলবে না। একজন মানুষও যদি আক্রান্ত হোন- আমাদের জানান, আমরা আপনাদের পাশে দাঁড়াব। এই দেশ অসাম্প্রদায়িক দেশ, এখানে সাম্প্রদায়িক উসকানি দিবেন না। সব ধর্মের মানুষ এখানে সুন্দরভাবে বসবাস করবে, সেটা আমাদের নিশ্চিত করতে হবে।”নুর আরও বলেন, “দেশের ক্রান্তিলগ্নে প্রবাসীরা ভূমিকা রেখেছে। কিন্তু এই প্রবাসীরা অধিকার থেকে বঞ্চিত। প্রবাসী মন্ত্রণালয়ের উপদেষ্টার প্রতি আহ্বান, প্রবাসীদের যৌক্তিক দাবি মেনে নিন। প্রবাসীদের কথা শুনুন, তাদের সমস্যাগুলো সমাধান করুন। বিভিন্ন সময় দেশ থেকে বিতাড়িত আওয়ামী ফ্যাসিবাদের রোষানলের শিকার সাংবাদিক, লেখক, অ্যাক্টিভিস্ট- তাদের দেশে ফিরিয়ে এনে যথাযথ সম্মান দিতে হবে।”গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খান বলেন, অন্তর্বর্তী সরকারের প্রধান দায়িত্ব গণহত্যার দায়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা। আওয়ামী লীগের নিবন্ধন থাকলে তারা আগামী নির্বাচনে অংশগ্রহণ করবে। কিন্তু পৃথিবীর ইতিহাসে গণহত্যার পরে কোনো দল বা সংগঠনের রাজনৈতিক অস্তিত্ব থাকার নজির নেই। অন্তর্বর্তী সরকারকে বলবো, দ্রুত সময়ের মধ্যে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল ও নিষিদ্ধ করুন। এটি না করলে জনগণের আস্থা হারাবেন। তিনি বলেন, গত ১৫ আগস্ট প্রতিবিপ্লবের চক্রান্ত হয়েছিলো। জনগণ সেটি রুখে দিয়েছে। ২১ আগস্টও সেই ষড়যন্ত্র চলছে। আগামীকাল (বুধবার) জনগণ রাজপথে থাকবে। বাংলাদেশে আওয়ামী লীগের ষড়যন্ত্র নস্যাৎ করে দেওয়া হবে।”সর্বশেষে নুরুল হক নুর প্রবাসীদের যৌক্তিক ১০ দফা দাবি তুলে ধরেন অন্তবর্তীকালীন সরকারের কাছে।১.অনিয়মিত, আনডকুমেন্টেড, দুস্থ এবং অসহায় প্রবাসী বাংলাদেশী কর্মীর মরদেহ পরিবহন ব্যয় সংক্রান্ত নীতিমালা-২০২২ দ্রুত বাস্তবায়ন চাই।২. প্রবাসীদের জাতীয় পরিচয়পত্র ও জাতীয় সংসদ নির্বাচনে ভোটাধিকার চাই।৩.বিমানবন্দরে প্রবাসী হয়রানি বন্ধ ও যথাযথ সম্মান চাই। ৪.প্রবাসীদের জন্য যুগপোযোগী দ্বৈত নাগরিকত্ব আইন ও পেনশন সুবিধা চাই।৫.সহজ প্রক্রিয়ায় পাসপোর্ট সংশোধনের সুযোগসহ দালাল ও হয়রানি মুক্ত পাসপোর্ট ও দূতাবাস সেবা চাই। ৬.প্রবাসী সুরক্ষা আইন প্রণয়ন ও বাস্তবায়ন চাই।৭.জাতীয় বাজেটে প্রবাসীদের জন্য (৫%) বিশেষ বরাদ্দ চাই। ৮.বিদেশে কাগজপত্র বিহীন প্রবাসীদের বৈধকরণ ও আটককৃতদের মুক্তির জন্য সরকারের সহযোগিতা চাই। ৯. বিদেশে প্রবাসীদের জন্য পর্যাপ্ত বাংলাদেশী দূতাবাস ও শ্রম কল্যাণ উইং চাই।১০.অভিবাসন ব্যয় ১ লাখ টাকার মধ্যে সীমাবদ্ধ ও প্রবাস ফেরতদের কর্মসংস্থান, সুদমুক্ত পর্যাপ্ত ঋণ সুবিধা চাই।