বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দেশজুড়ে প্রার্থনার বন্যা

- নিউজ প্রকাশের সময় : ০৬:৫৯:২৩ পূর্বাহ্ন, বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫ ৬৫ বার পড়া হয়েছে

রিপোর্টার: রফিকুল ইসলাম
দেশের গণতান্ত্রিক আন্দোলনের প্রতীক, বিএনপি চেয়ারপার্সন, আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় সারাদেশজুড়ে বইছে দোয়া–মোনাজাত আর আবেগের ঢেউ। হাসপাতালের কক্ষ থেকে শুরু করে জনপদের চায়ের দোকান—বাংলাদেশের প্রতিটি মানুষ আজ উদ্বেগে, প্রার্থনায়, ভালোবাসায় একসূত্রে বাঁধা।
দেশমাতা, শান্তি ও ঐক্যের প্রতীক এই নেত্রীর অসুস্থতার খবরে গোটা দেশের ওপর নেমেছে এক গভীর শোকের ছায়া। তাঁর হাসি—যা কোটি মানুষের প্রেরণা; তাঁর দৃঢ়তা—যা জাতীয় রাজনীতির ইতিহাসে এক অনন্য অধ্যায়; সেই নেত্রীর সুস্থতার অপেক্ষায় আজ চাতক পাখির মতো তাকিয়ে আছে পুরো জাতি।
রাজধানী থেকে শুরু করে প্রত্যন্ত অঞ্চলে ভক্ত-সমর্থকসহ সাধারণ মানুষ বলছেন—
“ইয়া আল্লাহ, ইয়া মাবুদ, ইয়া রহমানুর রাহিম, যিনি হাসলে বাংলাদেশ হাসে, যিনি মলিন হলে পুরো জাতি কেঁদে ওঠে—সেই দেশনেত্রীকে সুস্থতা দান করুন।”
গুণমুগ্ধ জনগণ মনে করেন, বেগম খালেদা জিয়া শুধুই একটি ব্যক্তির নাম নয়; তিনি স্থিতি, গণতন্ত্র, জাতির আশা-আকাঙ্ক্ষার প্রতীক। তাঁর অসুস্থতা যেনো অচেনা আতঙ্ক তৈরি করেছে—গুজব ঘিরে মানুষের মনে জন্ম দিচ্ছে ভয় আর অস্থিরতা।
মানুষ বলছে—
“একেকটি গুজব শুনলেই বুক ধুকধুক করে ওঠে, মনে হয় না জানি কোন খারাপ খবর আসে!”
জনগণের দাবি—দেশনেত্রী আবার একবার সুস্থ হয়ে দেশের রাজপথে ফিরে আসুন। তাঁকে সরাসরি দেখতে, তাঁর জনসভায় উপস্থিত হতে, তাঁর কণ্ঠে গণতন্ত্রের আহ্বান শুনতে লাখো-মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছে।
অনেকেই বলেন—
“ধানের শীষে ভোট দিয়ে তাঁকে আবার প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই, এটা শুধু রাজনৈতিক প্রত্যাশা নয়—জাতির আবেগ।”
দেশজুড়ে মসজিদ, মন্দির, গির্জা ও উপাসনালয়ে চলছে বিশেষ প্রার্থনা—
“হে আরশের মালিক, বেগম খালেদা জিয়ার সুস্থতা ও হায়াতে বরকত দান করুন।”
—এমন ফরিয়াদেই মুখরিত সবস্তরের মানুষ।
দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম, ত্যাগ আর মানুষের পাশে দাঁড়ানোর অসামান্য ভূমিকার কারণেই তিনি আজ কোটি মানুষের হৃদয়ের স্পন্দন। তাঁর সুস্থতা কামনায় দেশের আবেগ-ভালোবাসা প্রমাণ করেছে—গণতন্ত্রের এই মায়ের প্রতি জাতির অনন্য সম্মান ও অটুট বিশ্বাস।
আমিন।



















