ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শিশু নিহত

- নিউজ প্রকাশের সময় : ০৫:৪১:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৫ ৩৬ বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে টেডা বৃদ্ধ হয়ে ময়না নিহত।
নিহত- ময়না (১২) সে উপজেলার পত্তন ইউপির আতকাপাড়া গ্রামের ফয়েজ মিয়ার মেয়ে।
স্থানীয় সোলেমান মেম্বার ও পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ১৩ ফেব্রুয়ারি আতকাপাড়া গ্রামের হানিফ মিয়ার মেয়ে ও শাহজাহান মিয়ার ছেলের সাথে দুপুরে খাওয়া দাওয়া করে বিয়ের অনুষ্ঠানে, বিয়ের অনুষ্ঠান শেষে হেভ ফোনকে কেন্দ্র করে বিকাল প্রায় ৫ টায় স্থানীয় হোসেন মিয়ার চায়ের দোকানে পার্শ্ববর্তী চাওড়া খলা গ্রামের হারুন মিয়ার ছেলে বিল্লাল (৩৫) এর সাথে মেয়ে পক্ষ হানিফ মিয়ার চাচাতো ভাই হোসেনের সাথে কথা কাটাকাটি এক পর্যায়ে হোসেন বিল্লালকে থাপ্পড় দেয়। এতে বিল্লাল অপমানিত হয়ে বাড়িতে ফিরে যায় এবং প্রস্তুতি নিয়ে সন্ধ্যায় লোকজন নিয়ে ঝগড়ায় লিপ্ত হয়। অন্ধকারে একটি টেডা ঝগড়া দেখতে আসা কৃষক বাবার হতভাগ্য ময়নার বুকে বিদ্ধ হলে সে মাটিতে লুটিয়ে পড়ে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা রওশন আলী ঘটনার সততা নিশ্চিত করেন এবং বলেন উভয় গ্রামের পুরুষ বাড়ি ছেড়ে পালিয়েছে। নিহত ময়নাকে ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। এ বিষয়ে এখনো মামলা দায়ের হয়নি এবং কাউকে আটক করা হয়নি,এ রিপোর্ট লেখা পর্যন্ত কোন মামলা হয়নি এবং কোন আসামি প্রেফতার হয়নি।