ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগররে জনস্বাস্থ্য প্রকোশলীর অফিসে আবার ও চুরি।

- নিউজ প্রকাশের সময় : ০৮:২৯:০২ অপরাহ্ন, বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪ ৭৬ বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর উপজেলায় আবারো চুরি জনস্বাস্থ্য প্রকৌশলী অফিস।১৭ই ডিসেম্বর (মঙ্গলবার) চুরির বিষয়টি নিশ্চিত করেন উক্ত দফতরের উপ সহকারী প্রকৌশলী মো: শরিফুল ইসলাম। তিনি জানান, দপ্তরের স্টোর রুম এর তালা ভেঙ্গে ১০টা দেড় গুড়া সাম্পারসেবল মোটর ও একটা এক হাজার লিটার পানি ধারণ ক্ষমতা সম্পন্ন টাংকি চুরি হয়েছে। আমি বিষয়টি ইউএনও স্যারকে অবগত করে থানায় অভিযোগ করেছি।এর আগেও ১০ই নভেম্বর (রবিবার)উপজেলার জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তরের অফিসের দুতলা বেয়ে গ্রাউন্ড ফ্লোর থেকে আইপিএস সহ ১২ ভোল্ট দুটি ব্যাটারি চুরি হয়েছিল।এ বিষয়ে বিজয়নগর থানার অফিসার ইনচার্জ মো: রওশন আলী জানান, আমার কাছে কোন অভিযোগ আসেনি আমি জানিও না বিষয়টা।এ বিষয়ে বিজয়নগর উপজেলা নির্বাহী অফিসার মো: সাইফুল ইসলাম জানান, আমাকে অবগত করেছে এবং থানায় জিডি অথবা অভিযোগ করে ব্যবস্থা নেওয়ার জন্য বলছি।