মূলনীতির ব্যাপারে সংস্কার কমিশনের সাথে আমরা একমত নই

- নিউজ প্রকাশের সময় : ০২:৫১:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ এপ্রিল ২০২৫ ২৪ বার পড়া হয়েছে

রিপোর্টার রফিকুল ইসলাম
মাহমুদুর রহমান মান্না সবার ঐক্য মতের ভিত্তিতে রাষ্ট্রীয় মূলনীতি প্রণয়ন করতে হবে। পেন্ডোরার বক্স খোলার মত সবকিছু নিয়ে আলোচনা চলছে। সমাধানে আসতে না পারলে বিপর্যয় সৃষ্টি হতে পারে। সংবিধান সংস্কার কমিশনের সুপারিশের সাথে আমরা একমত নই। গণশক্তি সভা কর্তৃক আয়োজিত রাষ্ট্রীয় মূলনীতি পর্যালোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে নাগরিক ঐক্যের সভাপতি জননেতা জনাব মাহমুদুর রহমান মান্না এসব কথা বলেন। তিনি আরো বলেন, সমাজতন্ত্র মূলনীতি হওয়ার কারণ নেই। সোভিয়েত ইউনিয়নের পতনের পর সমাজতন্ত্র এখন পৃথিবীতে অপ্রাসঙ্গিক হয়ে গেছে। নতুন বিশ্বব্যবস্থায় আমরা যে বাংলাদেশকে কল্যাণ রাষ্ট্র হিসেবে পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড় করাতে চাই তার সুস্পষ্ট কোন ধারণা রাজনৈতিক দলগুলো এখনো পর্যন্ত দিতে পারে নাই। রাজনৈতিক দল গুলোকে কার্যকর পরিকল্পনা গ্রহণ করতে হবে। সংস্কারের সুযোগ কাজে লাগাতে আমাদেরকে আন্তরিক হতে হবে।
জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত পর্যালোচনা সভায় সভাপতিত্ব করেন ইবাইস বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি প্রফেসর ড. আরিফুর রহমান। পর্যালোচনা সভা সঞ্চালনা করেন গণশক্তি সভার সভাপতি সাংবাদিক সাদেক রহমান।
সভাপতির বক্তব্যে প্রফেসর ড. আরিফুর রহমান বলেন, সংবিধান সংস্কার কমিশন রাষ্ট্রীয় মূলনীতি থেকে সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, জাতীয়তাবাদ বাদ দিয়ে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, বহুত্ববাদ ও গণতন্ত্র এই পাঁচ মূল নীতির জন্য যে সুপারিশ করেছে তা বাস্তবায়ন করা কিছুটা কঠিন। রাজনৈতিক দল গুলোর মতামতের ভিত্তিতে সবার কাছে গ্রহণযোগ্য মূলনীতি প্রণয়ন করতে হবে।
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ,কর্নেল অব. হাসিনুর রহমান বীর প্রতীক, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোঃ শহিদুল ইসলাম, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আইনজীবী এডভোকেট আকবর হোসেন, মেজর অব. রেজাউল হান্নান শাহীন, এডভোকেট শেখ ওমর, বিশিষ্ট আইনজীবী এডভোকেট শাহ মোহাম্মদ মাহফুজুল হক, ড. মোঃ হুমায়ুন কবির,জাতীয় নাগরিক পরিষদের চেয়ারম্যান আব্দুল আহাদ নূর, অধ্যাপক মেহেদী হাসান,জাস্টিস পার্টি চেয়ারম্যান আবুল কাশেম মজুমদার,ভাসানী ম্যাপ এর চেয়ারম্যান মোস্তাক আহমেদ ভাসানী, বিশিষ্ট গবেষক আলাউদ্দিন কামরুল,বিশিষ্ট মানবাধিকার কর্মী রুহুল আমিন প্রমূখ।