ঢাকা ০৭:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অর্ধাহারে-অনাহারে ১৪শ চা শ্রমিক তিন মাস ধরে বন্ধ মজুরি নতুন ভিসি ওমর ফারুক চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের  চাঁদায় নদী ভাঙন রোধের চেষ্টা কুড়িগ্রামে গ্রামবাসীর স্বেচ্ছাশ্রম- নাগরপুরে ডিমের দাম বৃদ্ধি , ক্রেতাদের মাঝে অস্বস্থির ক্ষোভ  নোয়াখালীতে ফকির চাড়ুমিজি মাজারে চলছে লক্ষ লক্ষ টাকার রমরমা বাণিজ্য শেরপুরে ছাত্র অধিকার পরিষদের জনসংযোগ ও লিফলেট বিতরণ  শ্রমিকদের সংঘর্ষ, নিহত ১ আশুলিয়ায় দুই পোশাক কারখানার  ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস পুনর্গঠনের লক্ষ্যে ১২ দফা  বিশ্বের সকল মানুষ যেন মহানবী (সা.)-এর শিক্ষা, আদর্শ ও ত্যাগে উজ্জীবিত হয়ে উঠে। নাগরপুরে কবরস্থানের সৌন্দর্য বর্ধনে ধুবড়িয়া ব্রাদার্সের দৃষ্টিনন্দন উদ্যোগ 

মোরগের নিরাপত্তা চেয়ে থানায় হাজির নারী!

প্রতিনিধির নাম
  • নিউজ প্রকাশের সময় : ০৫:৫৯:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ মার্চ ২০২৩ ১৬৪ বার পড়া হয়েছে

পোষ্য মোরগের জন্য পুলিশি নিরাপত্তা চেয়ে থানায় হাজির হলেন এক নারী। শখ করে ওই মোরগটি কিনে সন্তানের মতো লালনপালন করছিলেন তিনি। তার দাবি, প্রতিবেশীদের কুনজরে প্রাণ শংসয় দেখা দিয়েছে সেই মোরগের। যে কোনও দিন তার প্রিয় পোষ্যকে চুরি করে খেয়ে ফেলতে পারে অন্য কেউ। যে কারণে বাধ্য হয়েই থানায় গিয়ে নালিশ জানিয়েছেন তিনি।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনাটি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের ছত্তিশগড়ের রাইপুরের রতনপুর থানা এলাকার। মোরগের মালিক জানকী বাঈ বিজর। তার অভিযোগ, পাশের বাড়ির দম্পতি তার মোরগটির উপর নজর পড়েছে। কুমতলব করছে তারা। প্রিয় পোষ্যকে হত্যা করে তার মাংস খেতে চায় তারা। মাঝে একদিন মোরগটিকে চুরির চেষ্টাও চালায় তারা। যদিও ব্যর্থ হয়।

এমন অবস্থায় মোরগটিকে ঘরের মধ্যে রাখা শুরু করেন জানকী। এরপরেও বিপদ এড়ানো যায়নি। একদিন কাজে বের হয়েছিলেন। বাড়ি ফিরে দেখেন ঘরে মোরগ নেই। ওই দম্পতির বাড়ি ছুটে গিয়ে দেখেন, দড়ি দিয়ে বাঁধা হয়েছে তার প্রিয় পোষ্যকে। সেটিকে কেটে খাওয়ার প্রস্তুতি চলছে। সেদিন ঝগড়া, এমনকি তাদের সঙ্গে হাতাহাতি করে মোরগটিকে ঘরে ফেরাতে সক্ষম হন তিনি।

এরপরেই মোরগের নিরাপত্তা চেয়ে থানায় হাজির হন জানকী। রতনপুর থানার পুলিশ জানিয়েছে, আপতত দুই পক্ষের সঙ্গে কথা বলে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানের চেষ্টা করা হয়েছে। এরপরও ঝামেলা না মিটলে প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে। সূত্র- দ্যা নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

মোরগের নিরাপত্তা চেয়ে থানায় হাজির নারী!

নিউজ প্রকাশের সময় : ০৫:৫৯:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ মার্চ ২০২৩

পোষ্য মোরগের জন্য পুলিশি নিরাপত্তা চেয়ে থানায় হাজির হলেন এক নারী। শখ করে ওই মোরগটি কিনে সন্তানের মতো লালনপালন করছিলেন তিনি। তার দাবি, প্রতিবেশীদের কুনজরে প্রাণ শংসয় দেখা দিয়েছে সেই মোরগের। যে কোনও দিন তার প্রিয় পোষ্যকে চুরি করে খেয়ে ফেলতে পারে অন্য কেউ। যে কারণে বাধ্য হয়েই থানায় গিয়ে নালিশ জানিয়েছেন তিনি।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনাটি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের ছত্তিশগড়ের রাইপুরের রতনপুর থানা এলাকার। মোরগের মালিক জানকী বাঈ বিজর। তার অভিযোগ, পাশের বাড়ির দম্পতি তার মোরগটির উপর নজর পড়েছে। কুমতলব করছে তারা। প্রিয় পোষ্যকে হত্যা করে তার মাংস খেতে চায় তারা। মাঝে একদিন মোরগটিকে চুরির চেষ্টাও চালায় তারা। যদিও ব্যর্থ হয়।

এমন অবস্থায় মোরগটিকে ঘরের মধ্যে রাখা শুরু করেন জানকী। এরপরেও বিপদ এড়ানো যায়নি। একদিন কাজে বের হয়েছিলেন। বাড়ি ফিরে দেখেন ঘরে মোরগ নেই। ওই দম্পতির বাড়ি ছুটে গিয়ে দেখেন, দড়ি দিয়ে বাঁধা হয়েছে তার প্রিয় পোষ্যকে। সেটিকে কেটে খাওয়ার প্রস্তুতি চলছে। সেদিন ঝগড়া, এমনকি তাদের সঙ্গে হাতাহাতি করে মোরগটিকে ঘরে ফেরাতে সক্ষম হন তিনি।

এরপরেই মোরগের নিরাপত্তা চেয়ে থানায় হাজির হন জানকী। রতনপুর থানার পুলিশ জানিয়েছে, আপতত দুই পক্ষের সঙ্গে কথা বলে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানের চেষ্টা করা হয়েছে। এরপরও ঝামেলা না মিটলে প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে। সূত্র- দ্যা নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস।