রাজশাহী পবায় রাতের আঁধারে রাস্তার পাশের এলজিইডি র গাছ কেটে সাবাড় করছে

- নিউজ প্রকাশের সময় : ০৪:৫৫:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ১৬ মে ২০২৫ ২৩ বার পড়া হয়েছে

রাজশাহীর পবায় আওয়ামী লীগ নেতা মোহাম্মদ আলী সরকারের লোকজনের বিরুদ্ধে এলজিইডি’র গাছ কাটার অভিযোগ উঠেছে। এ ব্যাপারে কাউকে অভিযুক্ত না করে থানায় একটি অভিযোগ দিয়েছে পবা এলজিইডি অফিসসরোজমিনে জানা যায়, বায়া-তানোর রোডের বারইপাড়া এলাকায় বড় বড় শিশু গাছ কেটে ফেলে রাখা হয়েছে। স্থানীয়দের কাছ থেকে জানা যায়, বেশ কিছুদিন থেকে রাতে কখন কে বা কারা গাছ কেটে রেখে যায়। সকালে দেখি কাটা গাছ পিচ পিচ করে জমিতে পড়ে আছে। জমির মালিককে জানতে চাইলে তারা বলেন, এই জমি সরকার কোল্ড স্টোরের মালিক মোহাম্মদ আলী সরকার। নাম প্রকাশ না করার শর্তে এলাকার এক ব্যক্তি বলেন, এই জমি সরকার কোল্ড স্টোরের মালিক মোহাম্মদ আলী সরকার। রাতের আঁধারে গোপনে পর্যায়ক্রমে তাদের লোকজনই গাছ কাটছে গাছগুলো একদিনে নয় বিভিন্ন সময়ে কেটেছে। চোরে গাছ কাটলে এভাবে ফেলে রেখে যাবে না। গাছগুলো সরকারের হলেও তারা নিজেদের বলে মনে করেই কাটছে আমরা শুনেছি অনুমতি না নিয়ে গাছ কাটলে নাকি বড় ধরণের শাস্তি হয়। জমির মালিক মোহাম্মদ আলী সরকার আত্মগোপনে থাকলেও তার লোকজনের দৌরাত্ম কমে নাই। আওয়ামী লীগ সরকার থাকলে এসব গাছ দিনেই সাবাড় হয়ে যেত নওহাটা পৌরসভার সাবেক কাউন্সিলর আব্দুল হামিদ বলেন, এখানে রাস্তার গাছ কাটা হয়েছে। এই জমি সরকার কোল্ড স্টোরের মালিক মোহাম্মদ আলী সরকারের তার জমির সামনে কর্তৃনকৃত পিচ পিচ করে কাটা গাছের গুল এক জায়গায় জড়ো করে নিয়ে যাওয়ার উদ্যোগ নিচ্ছিল। এসময় দেখতে পেয়ে তাদের বাধা দেওয়া হয় এবং উপজেলা প্রকৌশলী (এলজিইডি) অফিস কে অবগত করি। তারা এসে পরে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করে। উপজেলা প্রকৌশলী মকবুল হোসেন বলেন, তানোর সড়কের গাছ এলজিইডি কর্তৃক রোপন করা হয়েছে। গাছ কাটার বিষয় জানতে পেরে সরোজমিনে স্থানটি পরিদর্শন করেছি। দুস্কৃতকারী কর্তৃক গাছ কাটার বিষয়ে থানায় অভিযোগ করা হয়েছে। এয়ারপোর্ট থানা অফিসার ইনচার্জ বলেন, রাস্তার গাছ কাটার বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে