ঢাকা ১২:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চাঁদাবাজির অভিযোগ প্রত্যাখ্যান করে নাগরপুর বিএনপির সংবাদ সম্মেলন সাগর -রুনি হত্যার বিচারের দাবীতে বৈষম্য বিরোধী সাংবাদিক ঐক্যের মানববন্ধন জেলা বিএনপি আহবায়ক এড.মান্নানের সাংবাদিকদের সাথে মতবিনিময়। অর্ধাহারে-অনাহারে ১৪শ চা শ্রমিক তিন মাস ধরে বন্ধ মজুরি নতুন ভিসি ওমর ফারুক চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের  চাঁদায় নদী ভাঙন রোধের চেষ্টা কুড়িগ্রামে গ্রামবাসীর স্বেচ্ছাশ্রম- নাগরপুরে ডিমের দাম বৃদ্ধি , ক্রেতাদের মাঝে অস্বস্থির ক্ষোভ  নোয়াখালীতে ফকির চাড়ুমিজি মাজারে চলছে লক্ষ লক্ষ টাকার রমরমা বাণিজ্য শেরপুরে ছাত্র অধিকার পরিষদের জনসংযোগ ও লিফলেট বিতরণ  শ্রমিকদের সংঘর্ষ, নিহত ১ আশুলিয়ায় দুই পোশাক কারখানার 

লড়েও হেরে গেল বাংলাদেশ।

বিশেষ প্রতিনিধি মৌ 
  • নিউজ প্রকাশের সময় : ১১:০৯:২৬ অপরাহ্ন, সোমবার, ৪ মার্চ ২০২৪ ৫১ বার পড়া হয়েছে

চেষ্টার কমতি ছিল না বাংলাদেশের ব্যাটাদের। শেষ বল পর্যন্ত লড়েছেন তারা। তবে বিধি ছিল বাম। চার বলে ১০ রান বাকি থাকতে জাকের আলীর উইকেটের পতন হলে খেলা ঘুরে যায়। তবে, জেতার দুর্দান্ত পণ নিয়ে শ্রীলঙ্কার চোখে চোখ রেখে শেষ অবধি লড়েও হেরে গেল বাংলাদেশ। মাহমুদউল্লাহ-জাকেররা নিজেদের উজাড় করে দিলেও বল হাতে আগেই ব্যর্থতার পরিচয় দিয়েছিলেন বাংলাদেশি বোলাররা। যার খেসারত দিতে হয়েছে স্বাগতিকদের। বাংলাদেশের সামনে জয়ের জন্য ২০৭ রানের পাহাড়সম লক্ষ্য ছুঁড়ে দেয় শ্রীলঙ্কা। বিশাল সংগ্রহের পিছু ছুটে বছরের প্রথম আন্তর্জাতিক ম্যাচে ঘরের মাঠে লঙ্কানদের কাছে তিন রানে হারে বাংলাদেশ।পরিণত করে বাংলাদেশকে প্রথম সাফল্য এনে দেনে শরিফুল। দ্বিতীয় উইকেটে ৩৩ রানের জুটি গড়ে প্রাথমিক বিপদ সামাল দেন কুশল মেন্ডিস ও কামিন্দু মেন্ডিস। ৩৭ রানে কামিন্দুকে ফেরান তাসকিন আহমেদ। সৌম্য সরকারের হাতে ধরা পড়ার আগে ১৪ বলে ১৯ রান করেন কামিন্দু।এরপর বাংলাদেশকে হতাশার তিক্ততা দেন কুশল ও সাদিরা সামারাবিক্রমা। দুজনের ৯৬ রানের জুটিতে খেই হারিয়ে ফেলে স্বাগতিকরা। ৩৬ বলে ছয়টি চার ও তিনটি ছক্কায় ৫৯ রানের চমৎকার ইনিংস খেলেন কুশল। তাকে ফিরিয়ে জুটি ভাঙেন রিশাদ হোসেন। রিশাদের লেগ স্পিনে কাত হয়ে মাহমুদউল্লাহর হাতে ক্যাচ তুলে দেন কুশল। আরেকপ্রান্ত আগলে রেখে অর্ধশতক তুলে নেন সামারাবিক্রমা। ৪৩ বলে ফিফটি পূর্ণ করা সামারাবিক্রমা অপরাজিত থাকেন ৪৮ বলে আট চার ও এক ছয়ে ৬১ রানে।তাকে সঙ্গ দেন লঙ্কান অধিনায়ক চারিথ আসালাঙ্কা। ২১ বলে ৪৪ রানের ঝড়ো ইনিংস খেলে অপরাজিত থাকেন তিনি। তার ইনিংসে কোনো চারের মার ছিল না, হাঁকিয়েছেন ছয়টি ছক্কা।বাংলাদেশের পক্ষে একটি করে উইকেট পান শরিফুল, তাসকিন ও রিশাদ।সংক্ষিপ্ত স্কোর :শ্রীলঙ্কা : ২০ ওভারে ২০৬/৩ (ফার্নান্দো ৪, কুশল ৫৯, কামিন্দু ১৯, সামারাবিক্রমা ৬১* , আসালাঙ্কা ৪৪*; শরিফুল ৪-০-৪৯-১ , তাসকিন ৪-০-৪০-১, শেখ মেহেদি ৩-০-৩০-০, মুস্তাফিজ ৪-০-৪২-০ , রিশাদ ৪-০-৩২-১, সৌম্য ১-০-৮-০)।বাংলাদেশ : ২০ ওভারে ২০৩/৮ (লিটন ০, সৌম্য ১২, শান্ত ২০, হৃদয় ৮, মাহমুদউল্লাহ ৫৪, জাকের ৬৮, মেহেদি ১৬, রিশাদ ০, তাসকিন ২*, শরিফুল ৪*; ম্যাথুস ৩-০-১৭-২, ফার্নান্দো ৪-০-৪১-২, থিকসানা ৪-০-৩২-১, শানাকা ৩-০-৩৬-২, ধনঞ্জয়া ২-০-১৯-০, পাথিরানা ৪-০-৫৬-১)

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

লড়েও হেরে গেল বাংলাদেশ।

নিউজ প্রকাশের সময় : ১১:০৯:২৬ অপরাহ্ন, সোমবার, ৪ মার্চ ২০২৪

চেষ্টার কমতি ছিল না বাংলাদেশের ব্যাটাদের। শেষ বল পর্যন্ত লড়েছেন তারা। তবে বিধি ছিল বাম। চার বলে ১০ রান বাকি থাকতে জাকের আলীর উইকেটের পতন হলে খেলা ঘুরে যায়। তবে, জেতার দুর্দান্ত পণ নিয়ে শ্রীলঙ্কার চোখে চোখ রেখে শেষ অবধি লড়েও হেরে গেল বাংলাদেশ। মাহমুদউল্লাহ-জাকেররা নিজেদের উজাড় করে দিলেও বল হাতে আগেই ব্যর্থতার পরিচয় দিয়েছিলেন বাংলাদেশি বোলাররা। যার খেসারত দিতে হয়েছে স্বাগতিকদের। বাংলাদেশের সামনে জয়ের জন্য ২০৭ রানের পাহাড়সম লক্ষ্য ছুঁড়ে দেয় শ্রীলঙ্কা। বিশাল সংগ্রহের পিছু ছুটে বছরের প্রথম আন্তর্জাতিক ম্যাচে ঘরের মাঠে লঙ্কানদের কাছে তিন রানে হারে বাংলাদেশ।পরিণত করে বাংলাদেশকে প্রথম সাফল্য এনে দেনে শরিফুল। দ্বিতীয় উইকেটে ৩৩ রানের জুটি গড়ে প্রাথমিক বিপদ সামাল দেন কুশল মেন্ডিস ও কামিন্দু মেন্ডিস। ৩৭ রানে কামিন্দুকে ফেরান তাসকিন আহমেদ। সৌম্য সরকারের হাতে ধরা পড়ার আগে ১৪ বলে ১৯ রান করেন কামিন্দু।এরপর বাংলাদেশকে হতাশার তিক্ততা দেন কুশল ও সাদিরা সামারাবিক্রমা। দুজনের ৯৬ রানের জুটিতে খেই হারিয়ে ফেলে স্বাগতিকরা। ৩৬ বলে ছয়টি চার ও তিনটি ছক্কায় ৫৯ রানের চমৎকার ইনিংস খেলেন কুশল। তাকে ফিরিয়ে জুটি ভাঙেন রিশাদ হোসেন। রিশাদের লেগ স্পিনে কাত হয়ে মাহমুদউল্লাহর হাতে ক্যাচ তুলে দেন কুশল। আরেকপ্রান্ত আগলে রেখে অর্ধশতক তুলে নেন সামারাবিক্রমা। ৪৩ বলে ফিফটি পূর্ণ করা সামারাবিক্রমা অপরাজিত থাকেন ৪৮ বলে আট চার ও এক ছয়ে ৬১ রানে।তাকে সঙ্গ দেন লঙ্কান অধিনায়ক চারিথ আসালাঙ্কা। ২১ বলে ৪৪ রানের ঝড়ো ইনিংস খেলে অপরাজিত থাকেন তিনি। তার ইনিংসে কোনো চারের মার ছিল না, হাঁকিয়েছেন ছয়টি ছক্কা।বাংলাদেশের পক্ষে একটি করে উইকেট পান শরিফুল, তাসকিন ও রিশাদ।সংক্ষিপ্ত স্কোর :শ্রীলঙ্কা : ২০ ওভারে ২০৬/৩ (ফার্নান্দো ৪, কুশল ৫৯, কামিন্দু ১৯, সামারাবিক্রমা ৬১* , আসালাঙ্কা ৪৪*; শরিফুল ৪-০-৪৯-১ , তাসকিন ৪-০-৪০-১, শেখ মেহেদি ৩-০-৩০-০, মুস্তাফিজ ৪-০-৪২-০ , রিশাদ ৪-০-৩২-১, সৌম্য ১-০-৮-০)।বাংলাদেশ : ২০ ওভারে ২০৩/৮ (লিটন ০, সৌম্য ১২, শান্ত ২০, হৃদয় ৮, মাহমুদউল্লাহ ৫৪, জাকের ৬৮, মেহেদি ১৬, রিশাদ ০, তাসকিন ২*, শরিফুল ৪*; ম্যাথুস ৩-০-১৭-২, ফার্নান্দো ৪-০-৪১-২, থিকসানা ৪-০-৩২-১, শানাকা ৩-০-৩৬-২, ধনঞ্জয়া ২-০-১৯-০, পাথিরানা ৪-০-৫৬-১)