ঢাকা ১২:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ১ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিশ্বের সকল মানুষ যেন মহানবী (সা.)-এর শিক্ষা, আদর্শ ও ত্যাগে উজ্জীবিত হয়ে উঠে। নাগরপুরে কবরস্থানের সৌন্দর্য বর্ধনে ধুবড়িয়া ব্রাদার্সের দৃষ্টিনন্দন উদ্যোগ  আলোচনা গণতান্ত্রিক শাসন শক্তিশালী করার উপায় নিয়ে শাহরাস্তির আতঙ্ক জাবেদ বাহিনী, মসজিদের জায়গা জবর দখল, দালালী আর মামলাবাজিতে হাতিয়েছেন ২ হাজার কোটি টাকা : রয়েছেন ধরা ছোঁয়ার বাহিরে। ময়মনসিংহ রেঞ্জের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত  গাজীপুর জেলা শাখা অন্তর্গত “শ্রীপুর উপজেলা” শাখার কমিটির অনুমোদন।  বেকারত্ব নিরসনে বাংলাদেশ যুব অধিকার পরিষদের ৭ দফা প্রস্তাবনা নোয়াখালীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মতবিনিময়  তবে উদ্যোগ রাজনৈতিক’ আমরা রাজনৈতিক দল নই তাহলে কি নিজেদের জালে-ই ফেঁসে গেলো ছাত্র সংঘটন!

শাপলা ফুল (Nymphaea nouchali)

রিপোর্টার:-স্বপন
  • নিউজ প্রকাশের সময় : ১০:২৯:১৫ অপরাহ্ন, শুক্রবার, ২৫ অগাস্ট ২০২৩ ১৮২ বার পড়া হয়েছে

শাপলা ফুল (Nymphaea nouchali)

সবজি হিসেবে শাপলা ফুলঃ
বর্ষার মৌসুমে অনেকের পছন্দের একটি তরকারি শাপলা। গ্রামের মতো শহরেও এর জনপ্রিয়তা বাড়ছে। বাংলাদেশের প্রায় সর্বত্র, খাল, বিল, পুকুর, ডোবায় শাপলা পাওয়া যায়। সহজলভ্য শাপলা স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী। এর পুষ্টিগুণ অনেক। চলুন শাপলায় কী কী পুষ্টিগুণ রয়েছে তা জেনে নিই-

শাপলা খুব পুষ্টি সমৃদ্ধ সবজি। সাধারণত শাক-সবজির চেয়ে এর পুষ্টিগুণ অনেক বেশি। শাপলার রয়েছে প্রচুর ক্যালসিয়াম। শাপলায় ক্যালসিয়ামের পরিমাণ আলুর চেয়ে সাত গুণ বেশি। শাপলা চর্ম ও রক্ত আমাশয়ের জন্য বেশ উপকারী।

প্রতি ১০০ গ্রাম শাপলার লতায় রয়েছে খনিজ পদার্থ ১.৩ গ্রাম, আঁশ ১.১ গ্রাম, খাদ্যপ্রাণ ১৪২ কিলো, ক্যালোরি-প্রোটিন ৩.১ গ্রাম, শর্করা ৩১.৭ গ্রাম, ক্যালসিয়াম ৭৬ মিলিগ্রাম।

শাপলাতে থাকা গ্যালিক এসিড এনজাইম ক্যানসার প্রতিরোধ করতে সাহায্য করে। শাপলাতে থাকা ফ্লেভনল গ্লাইকোসাইড মাথায় রক্ত সঞ্চালনে সাহায্য করে মাথা ঠাণ্ডা রাখে। শাপলা ফুল ইনসুলিনের স্তর স্থিতিশীল রেখে রক্তে শর্করা পরিমাণ নিয়ন্ত্রণে রাখে।

শাপলা শরীরকে শীতল রাখে, হৃদযন্ত্রের কার্যকারিতা বাড়ায় ও পিপাসা দূর করে। প্রস্রাবের জ্বালা পোড়া, আমাশয় ও পেট ফাঁপায় শাপলার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

শাপলার ভেষজ গুণাবলীঃ

১)মাথায় রক্ত সঞ্চালন করে এবং মাথা ঠান্ডা রাখে।
২)শরীর কে শীতল রাখে হৃদ যন্ত্রের কার্যকারিতা বাড়ায়,পিপাসা দূর করে,হৃদরোগের ঝুঁকি কমায়
৩)রক্তে শর্করা ও ইনসুলিন নিয়ন্ত্রণ করে
৪)লিভারের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়
৫)হজম শক্তি বাড়ায়
৬)ড্রাই তক মশ্চারাইজিং করে তোলে
৭)ত্বকের উজ্জ্বলতা বাড়ায়
৮)স্বাস্থ্যকর চুল বজায় রাখতে ও এটা বেশ কার্যকর।
৯)ক্যান্সারের ঝুঁকি কমায়
১০)প্রসাবে জ্বালাপোড়া আমাশয় ও পেট ফাঁপা কমাতে সাহায্য করে।
১১)ভিটামিন সি একটি শক্তিশালী অ্যান্টিঅক্সিড যা রোগীর বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

শাপলা ফুল (Nymphaea nouchali)

নিউজ প্রকাশের সময় : ১০:২৯:১৫ অপরাহ্ন, শুক্রবার, ২৫ অগাস্ট ২০২৩

শাপলা ফুল (Nymphaea nouchali)

সবজি হিসেবে শাপলা ফুলঃ
বর্ষার মৌসুমে অনেকের পছন্দের একটি তরকারি শাপলা। গ্রামের মতো শহরেও এর জনপ্রিয়তা বাড়ছে। বাংলাদেশের প্রায় সর্বত্র, খাল, বিল, পুকুর, ডোবায় শাপলা পাওয়া যায়। সহজলভ্য শাপলা স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী। এর পুষ্টিগুণ অনেক। চলুন শাপলায় কী কী পুষ্টিগুণ রয়েছে তা জেনে নিই-

শাপলা খুব পুষ্টি সমৃদ্ধ সবজি। সাধারণত শাক-সবজির চেয়ে এর পুষ্টিগুণ অনেক বেশি। শাপলার রয়েছে প্রচুর ক্যালসিয়াম। শাপলায় ক্যালসিয়ামের পরিমাণ আলুর চেয়ে সাত গুণ বেশি। শাপলা চর্ম ও রক্ত আমাশয়ের জন্য বেশ উপকারী।

প্রতি ১০০ গ্রাম শাপলার লতায় রয়েছে খনিজ পদার্থ ১.৩ গ্রাম, আঁশ ১.১ গ্রাম, খাদ্যপ্রাণ ১৪২ কিলো, ক্যালোরি-প্রোটিন ৩.১ গ্রাম, শর্করা ৩১.৭ গ্রাম, ক্যালসিয়াম ৭৬ মিলিগ্রাম।

শাপলাতে থাকা গ্যালিক এসিড এনজাইম ক্যানসার প্রতিরোধ করতে সাহায্য করে। শাপলাতে থাকা ফ্লেভনল গ্লাইকোসাইড মাথায় রক্ত সঞ্চালনে সাহায্য করে মাথা ঠাণ্ডা রাখে। শাপলা ফুল ইনসুলিনের স্তর স্থিতিশীল রেখে রক্তে শর্করা পরিমাণ নিয়ন্ত্রণে রাখে।

শাপলা শরীরকে শীতল রাখে, হৃদযন্ত্রের কার্যকারিতা বাড়ায় ও পিপাসা দূর করে। প্রস্রাবের জ্বালা পোড়া, আমাশয় ও পেট ফাঁপায় শাপলার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

শাপলার ভেষজ গুণাবলীঃ

১)মাথায় রক্ত সঞ্চালন করে এবং মাথা ঠান্ডা রাখে।
২)শরীর কে শীতল রাখে হৃদ যন্ত্রের কার্যকারিতা বাড়ায়,পিপাসা দূর করে,হৃদরোগের ঝুঁকি কমায়
৩)রক্তে শর্করা ও ইনসুলিন নিয়ন্ত্রণ করে
৪)লিভারের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়
৫)হজম শক্তি বাড়ায়
৬)ড্রাই তক মশ্চারাইজিং করে তোলে
৭)ত্বকের উজ্জ্বলতা বাড়ায়
৮)স্বাস্থ্যকর চুল বজায় রাখতে ও এটা বেশ কার্যকর।
৯)ক্যান্সারের ঝুঁকি কমায়
১০)প্রসাবে জ্বালাপোড়া আমাশয় ও পেট ফাঁপা কমাতে সাহায্য করে।
১১)ভিটামিন সি একটি শক্তিশালী অ্যান্টিঅক্সিড যা রোগীর বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।