ঢাকা ০৭:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪, ৩ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নাগরপুরে ডিমের দাম বৃদ্ধি , ক্রেতাদের মাঝে অস্বস্থির ক্ষোভ  নোয়াখালীতে ফকির চাড়ুমিজি মাজারে চলছে লক্ষ লক্ষ টাকার রমরমা বাণিজ্য শেরপুরে ছাত্র অধিকার পরিষদের জনসংযোগ ও লিফলেট বিতরণ  শ্রমিকদের সংঘর্ষ, নিহত ১ আশুলিয়ায় দুই পোশাক কারখানার  ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস পুনর্গঠনের লক্ষ্যে ১২ দফা  বিশ্বের সকল মানুষ যেন মহানবী (সা.)-এর শিক্ষা, আদর্শ ও ত্যাগে উজ্জীবিত হয়ে উঠে। নাগরপুরে কবরস্থানের সৌন্দর্য বর্ধনে ধুবড়িয়া ব্রাদার্সের দৃষ্টিনন্দন উদ্যোগ  আলোচনা গণতান্ত্রিক শাসন শক্তিশালী করার উপায় নিয়ে শাহরাস্তির আতঙ্ক জাবেদ বাহিনী, মসজিদের জায়গা জবর দখল, দালালী আর মামলাবাজিতে হাতিয়েছেন ২ হাজার কোটি টাকা : রয়েছেন ধরা ছোঁয়ার বাহিরে। ময়মনসিংহ রেঞ্জের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত 

সিটি নির্বাচনে অংশগ্রহণ করছেন সিলেটের আরিফুল?

প্রতিনিধির নাম
  • নিউজ প্রকাশের সময় : ০৬:৪০:৪৫ অপরাহ্ন, রবিবার, ১৬ এপ্রিল ২০২৩ ৮৬ বার পড়া হয়েছে
নির্দলীয়, নিরপেক্ষ, তত্ত্বাবধায়ক সরকার ছাড়া কোনো নির্বাচনেই অংশগ্রহণ করবে না বিএনপি- দলটির এমন বক্তব্য দেশের রাজনৈতিক অঙ্গনে বেশ আগে থেকেই শোনা যাচ্ছে। তারই প্রেক্ষাপটে জাতীয় সংসদ থেকে বিএনপির সাত এমপি পদত্যাগও করেছিলেন। দলীয় সিদ্ধান্ত মেনে নিয়ে এমপি পদ থেকে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য উকিল আবদুস সাত্তার ভূইয়াও পদত্যাগ করেছিলেন। কিন্তু পরে বিএনপি দল থেকেও পদত্যাগ করেন তিনি এবং সংসদ উপনির্বাচনে অংশ নিয়ে আবারও স্বতন্ত্র প্রার্থী হয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।
এদিকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে পাঁচটি সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এই সিটি নির্বাচনেও বিএনপি অংশ নিচ্ছে না- এটা মোটামুটি স্পষ্ট। কিন্তু সিলেটের বিএনপি দলীয় মেয়র আরিফুল হক চৌধুরীর বিভিন্ন কর্মকান্ড এবং বক্তব্য নিয়ে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে। আজ রোববার (১৬ এপ্রিল) ১৪ দিনের লন্ডন সফর শেষে সিলেট এসে পৌঁছেন বিএনপি দলীয় সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। দুপুর ২টার দিকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন তিনি। বিমানবন্দরে তাকে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা স্বাগত জানান।
এসময় সিটি নির্বাচন নিয়ে উপস্থিত সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মেয়র আরিফুল হক বলেন, ‘অপেক্ষা করেন, সময় মতো সব জানাব।’ তার এমন জবাবে ধোঁয়াশায় রয়ে গেল- তিনি নির্বাচন করবেন কি করবেন না?
অন্যদিকে মেয়র আরিফুল হক চৌধুরী আজ রোববার (১৬ এপ্রিল) সকাল ১০টায় লন্ডন থেকে ঢাকায় এসে পৌঁছান। ঢাকায় নেমেই দলীয় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে দেখা করার কথা ছিল আরিফের। কিন্তু এ সম্পর্কে কিছু জানা যায়নি।
এর আগে বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়, বিএনপির নির্বাহী কমিটির সদস্য আরিফুল হক নির্বাচনে অংশ নেবেন না এমনটি বললেও স্বতন্ত্র প্রার্থী হিসেবে সিটি নির্বাচনে অংশ নিতে পারেন বলে খোদ দলটির ভেতরেই আলোচনা চলছে। যে কারণেই গত ২ এপ্রিল সকালে বিমানের একটি ফ্লাইটে সিলেট থেকে যুক্তরাজ্যে যান আরিফুল হক। মেয়রের ব্যক্তিগত সহকারী মুহিবুল ইসলাম ইমন সাংবাদিকদের জানিয়েছিলেন, এটি তার একান্ত ব্যক্তিগত সফর।
কিন্তু বিএনপির দায়িত্বশীল একটি সূত্রের দাবি, যুক্তরাজ্যের লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সিটি নির্বাচনে অংশগ্রহণ নিয়ে আলোচনা করতেই তিনি সেখানে যান। সিলেটে ক্ষমতাসীনদের শক্তিশালী প্রার্থী নেই। আবার বিএনপির অবস্থান সেখানে ভালো। তাই সরকারি দলকে ওয়াকওভার না দিয়ে স্বতন্ত্র প্রার্থী হয়ে বিজয় ছিনিয়ে আনতে পারলে দলের পক্ষে কাজ করা যাবে এমনটি বুঝিয়ে তারেক রহমানের সবুজ সংকেত আনতেই তিনি লন্ডন যান।
সূত্রটি বলছে, হয়তো তিনি তারেক রহমানের সবুজ সংকেত পেয়েছেন। যে কারণেই তিনি ঢাকায় এসে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে সাক্ষাৎ করেননি। তাছাড়া বিএনপি যে ‘উকিল’ মডেল নিয়ে ভয়ে নির্বাচন থেকে পিছিয়ে আছে, আরিফুলের ক্ষেত্রে সেটিও হওয়া অস্বাভাবিক কিছু না।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সিটি নির্বাচনে অংশগ্রহণ করছেন সিলেটের আরিফুল?

নিউজ প্রকাশের সময় : ০৬:৪০:৪৫ অপরাহ্ন, রবিবার, ১৬ এপ্রিল ২০২৩
নির্দলীয়, নিরপেক্ষ, তত্ত্বাবধায়ক সরকার ছাড়া কোনো নির্বাচনেই অংশগ্রহণ করবে না বিএনপি- দলটির এমন বক্তব্য দেশের রাজনৈতিক অঙ্গনে বেশ আগে থেকেই শোনা যাচ্ছে। তারই প্রেক্ষাপটে জাতীয় সংসদ থেকে বিএনপির সাত এমপি পদত্যাগও করেছিলেন। দলীয় সিদ্ধান্ত মেনে নিয়ে এমপি পদ থেকে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য উকিল আবদুস সাত্তার ভূইয়াও পদত্যাগ করেছিলেন। কিন্তু পরে বিএনপি দল থেকেও পদত্যাগ করেন তিনি এবং সংসদ উপনির্বাচনে অংশ নিয়ে আবারও স্বতন্ত্র প্রার্থী হয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।
এদিকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে পাঁচটি সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এই সিটি নির্বাচনেও বিএনপি অংশ নিচ্ছে না- এটা মোটামুটি স্পষ্ট। কিন্তু সিলেটের বিএনপি দলীয় মেয়র আরিফুল হক চৌধুরীর বিভিন্ন কর্মকান্ড এবং বক্তব্য নিয়ে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে। আজ রোববার (১৬ এপ্রিল) ১৪ দিনের লন্ডন সফর শেষে সিলেট এসে পৌঁছেন বিএনপি দলীয় সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। দুপুর ২টার দিকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন তিনি। বিমানবন্দরে তাকে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা স্বাগত জানান।
এসময় সিটি নির্বাচন নিয়ে উপস্থিত সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মেয়র আরিফুল হক বলেন, ‘অপেক্ষা করেন, সময় মতো সব জানাব।’ তার এমন জবাবে ধোঁয়াশায় রয়ে গেল- তিনি নির্বাচন করবেন কি করবেন না?
অন্যদিকে মেয়র আরিফুল হক চৌধুরী আজ রোববার (১৬ এপ্রিল) সকাল ১০টায় লন্ডন থেকে ঢাকায় এসে পৌঁছান। ঢাকায় নেমেই দলীয় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে দেখা করার কথা ছিল আরিফের। কিন্তু এ সম্পর্কে কিছু জানা যায়নি।
এর আগে বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়, বিএনপির নির্বাহী কমিটির সদস্য আরিফুল হক নির্বাচনে অংশ নেবেন না এমনটি বললেও স্বতন্ত্র প্রার্থী হিসেবে সিটি নির্বাচনে অংশ নিতে পারেন বলে খোদ দলটির ভেতরেই আলোচনা চলছে। যে কারণেই গত ২ এপ্রিল সকালে বিমানের একটি ফ্লাইটে সিলেট থেকে যুক্তরাজ্যে যান আরিফুল হক। মেয়রের ব্যক্তিগত সহকারী মুহিবুল ইসলাম ইমন সাংবাদিকদের জানিয়েছিলেন, এটি তার একান্ত ব্যক্তিগত সফর।
কিন্তু বিএনপির দায়িত্বশীল একটি সূত্রের দাবি, যুক্তরাজ্যের লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সিটি নির্বাচনে অংশগ্রহণ নিয়ে আলোচনা করতেই তিনি সেখানে যান। সিলেটে ক্ষমতাসীনদের শক্তিশালী প্রার্থী নেই। আবার বিএনপির অবস্থান সেখানে ভালো। তাই সরকারি দলকে ওয়াকওভার না দিয়ে স্বতন্ত্র প্রার্থী হয়ে বিজয় ছিনিয়ে আনতে পারলে দলের পক্ষে কাজ করা যাবে এমনটি বুঝিয়ে তারেক রহমানের সবুজ সংকেত আনতেই তিনি লন্ডন যান।
সূত্রটি বলছে, হয়তো তিনি তারেক রহমানের সবুজ সংকেত পেয়েছেন। যে কারণেই তিনি ঢাকায় এসে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে সাক্ষাৎ করেননি। তাছাড়া বিএনপি যে ‘উকিল’ মডেল নিয়ে ভয়ে নির্বাচন থেকে পিছিয়ে আছে, আরিফুলের ক্ষেত্রে সেটিও হওয়া অস্বাভাবিক কিছু না।