ঢাকা ০৫:৫৭ অপরাহ্ন, রবিবার, ০৪ মে ২০২৫, ২১ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজশাহীতে পুলি*শ দেখে নিজেকে বাঁচাতে গিয়ে সাবেক কাউন্সিলরের মৃ*ত্যু সাংবাদিকদের রুটি-রুজি নিয়ে খেলবেন না ছাত্রদল নেতা কয়েস আহমদ এর কেক কাঁটার মধ্যে দিয়ে জন্মদিন পালন প্রবাসী স্ত্রীকে ফেরত পেতে চাই কোরিয়ার ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের পদত্যাগ ৬ বছর পর প্রবাসী স্ত্রী কে ফিরে পেতে এয়ারপোর্টে অঝোরে কাদলেন যুবক , ভেতরে ভেতরে আমরা সবাই শ্রমিক: ফেসবুক স্ট্যাটাসে বললেন নাগরপুরের ইউএনও আরাফাত মোহাম্মদ নোমান নাগরপুরে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালনে পাঁচ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালি ও কর্মসূচি নাগরপুরে আমার দেশ পত্রিকার সম্পাদক ও সাংবাদিকদের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলার প্রতিবাদে মানববন্ধন সাভার উপজেলা ইঞ্জিনিয়ার্স সোসাইটি (সুজ) এর নতুন কেন্দ্রীয় কমিটি গঠন।

সীমাহীন দুর্ভোগ ফিরতি পথে দক্ষিণাঞ্চলের সড়কে

রিপোর্টার ফয়সাল হোসেন
  • নিউজ প্রকাশের সময় : ০৩:৫৯:৩২ অপরাহ্ন, শনিবার, ৫ এপ্রিল ২০২৫ ১৫ বার পড়া হয়েছে

ভাইরে ভাই, এ্যা বোজলে জীবনেও বাসে রওয়ানা দিতাম না। পা হালাইলেই (ফেললে) ভোগান্তি। ৫শ টাহার ভাড়া ৮শ টাহা দিয়াও টিকেট পাই না। ঈদে আর কোনোদিন বাসে উডমু না।’

বরিশাল নথুল্লাবাদ বাস টার্মিনালে কথাগুলো বলছিলেন পঞ্চাশোর্ধ রোকেয়া বেগম। বাকেরগঞ্জ উপজেলার বাদলপাড়া থেকে এসেছেন তিনি। সঙ্গে ছোট ছোট দুজন নাতি-নাতনি।
রোকেয়া বেগম বলেন, ‘লঞ্চে ম্যালা ভিড় হুইন্না বাস টার্মিনালে আইছি। এইহানেও মউতের ভিড়। ঠেলাঠেলি, মারামারি। এহন ভার্সিটির দোতলা বাসে উডছি ৬শ টাহা দিয়া।’

রোকেয়া বেগমই শুধু নয়, ঈদুল ফিতরের ছুটির শেষ দিনে কর্মস্থলে ফেরা দক্ষিণাঞ্চলের যাত্রীদের এভাবে সীমাহীন দুর্ভোগের শিকার হতে হচ্ছে সড়ক পথে। সময়মতো বাস না পাওয়া, অতিরিক্ত ভাড়া আদায় এবং যাত্রী লাঞ্ছনার অভিযোগ পাওয়া গেছে বিভিন্ন বাস টার্মিনালে।
গোল্ডেন লাইন পরিবহনের টিকেট সংগ্রহ করেছিলেন বাবুগঞ্জের দেহেরগতি ইউনিয়নের মুসলিম মাঝি। তিনি বলেন, ওই গাড়ির টিকেট নিলেও বরিশাল নথুল্লাবাদ থেকে তাদের যাত্রী পূরণ হয়ে গেলে আমাকে রহমতপুর থেকে না নিয়েই চলে গেছে। সেই টাকা ফেরত পাবো কিনা জানি না।
কবিরুল ইসলাম নামে আরেক যাত্রী বলেন, বিএমএফ কাউন্টারে টিকেট নিতে গিয়েছিলাম। সারা বছর ওরা সাড়ে ৩শ থেকে ৫শ টাকায় ঢাকা নিতো। এখন ৬শ থেকে ৭শ টাকা ভাড়া নিচ্ছে। আমি প্রশ্ন করায় দুইজনে কলার ধরে এসে আমাকে চড়-থাপ্পড় দিয়েছে।
সরেজমিনে দেখা গেছে, নথুল্লাবাদ বাস টার্মিনাল এলাকা লোকারণ্য। নানা বয়সী মানুষ বিভিন্ন কাউন্টারের সামনে বাসের জন্য অপেক্ষা করছে। সড়কে সারিবদ্ধভাবে বিআরটিসি বাস থামিয়ে যাত্রী তোলা হচ্ছে। বিভিন্ন পরিবহন টার্মিনালের কাছাকাছি আসলেই যাত্রীরা ছুটে যাচ্ছেন খালি বাসের দিকে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সীমাহীন দুর্ভোগ ফিরতি পথে দক্ষিণাঞ্চলের সড়কে

নিউজ প্রকাশের সময় : ০৩:৫৯:৩২ অপরাহ্ন, শনিবার, ৫ এপ্রিল ২০২৫

ভাইরে ভাই, এ্যা বোজলে জীবনেও বাসে রওয়ানা দিতাম না। পা হালাইলেই (ফেললে) ভোগান্তি। ৫শ টাহার ভাড়া ৮শ টাহা দিয়াও টিকেট পাই না। ঈদে আর কোনোদিন বাসে উডমু না।’

বরিশাল নথুল্লাবাদ বাস টার্মিনালে কথাগুলো বলছিলেন পঞ্চাশোর্ধ রোকেয়া বেগম। বাকেরগঞ্জ উপজেলার বাদলপাড়া থেকে এসেছেন তিনি। সঙ্গে ছোট ছোট দুজন নাতি-নাতনি।
রোকেয়া বেগম বলেন, ‘লঞ্চে ম্যালা ভিড় হুইন্না বাস টার্মিনালে আইছি। এইহানেও মউতের ভিড়। ঠেলাঠেলি, মারামারি। এহন ভার্সিটির দোতলা বাসে উডছি ৬শ টাহা দিয়া।’

রোকেয়া বেগমই শুধু নয়, ঈদুল ফিতরের ছুটির শেষ দিনে কর্মস্থলে ফেরা দক্ষিণাঞ্চলের যাত্রীদের এভাবে সীমাহীন দুর্ভোগের শিকার হতে হচ্ছে সড়ক পথে। সময়মতো বাস না পাওয়া, অতিরিক্ত ভাড়া আদায় এবং যাত্রী লাঞ্ছনার অভিযোগ পাওয়া গেছে বিভিন্ন বাস টার্মিনালে।
গোল্ডেন লাইন পরিবহনের টিকেট সংগ্রহ করেছিলেন বাবুগঞ্জের দেহেরগতি ইউনিয়নের মুসলিম মাঝি। তিনি বলেন, ওই গাড়ির টিকেট নিলেও বরিশাল নথুল্লাবাদ থেকে তাদের যাত্রী পূরণ হয়ে গেলে আমাকে রহমতপুর থেকে না নিয়েই চলে গেছে। সেই টাকা ফেরত পাবো কিনা জানি না।
কবিরুল ইসলাম নামে আরেক যাত্রী বলেন, বিএমএফ কাউন্টারে টিকেট নিতে গিয়েছিলাম। সারা বছর ওরা সাড়ে ৩শ থেকে ৫শ টাকায় ঢাকা নিতো। এখন ৬শ থেকে ৭শ টাকা ভাড়া নিচ্ছে। আমি প্রশ্ন করায় দুইজনে কলার ধরে এসে আমাকে চড়-থাপ্পড় দিয়েছে।
সরেজমিনে দেখা গেছে, নথুল্লাবাদ বাস টার্মিনাল এলাকা লোকারণ্য। নানা বয়সী মানুষ বিভিন্ন কাউন্টারের সামনে বাসের জন্য অপেক্ষা করছে। সড়কে সারিবদ্ধভাবে বিআরটিসি বাস থামিয়ে যাত্রী তোলা হচ্ছে। বিভিন্ন পরিবহন টার্মিনালের কাছাকাছি আসলেই যাত্রীরা ছুটে যাচ্ছেন খালি বাসের দিকে।