ঢাকা ০৭:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অর্ধাহারে-অনাহারে ১৪শ চা শ্রমিক তিন মাস ধরে বন্ধ মজুরি নতুন ভিসি ওমর ফারুক চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের  চাঁদায় নদী ভাঙন রোধের চেষ্টা কুড়িগ্রামে গ্রামবাসীর স্বেচ্ছাশ্রম- নাগরপুরে ডিমের দাম বৃদ্ধি , ক্রেতাদের মাঝে অস্বস্থির ক্ষোভ  নোয়াখালীতে ফকির চাড়ুমিজি মাজারে চলছে লক্ষ লক্ষ টাকার রমরমা বাণিজ্য শেরপুরে ছাত্র অধিকার পরিষদের জনসংযোগ ও লিফলেট বিতরণ  শ্রমিকদের সংঘর্ষ, নিহত ১ আশুলিয়ায় দুই পোশাক কারখানার  ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস পুনর্গঠনের লক্ষ্যে ১২ দফা  বিশ্বের সকল মানুষ যেন মহানবী (সা.)-এর শিক্ষা, আদর্শ ও ত্যাগে উজ্জীবিত হয়ে উঠে। নাগরপুরে কবরস্থানের সৌন্দর্য বর্ধনে ধুবড়িয়া ব্রাদার্সের দৃষ্টিনন্দন উদ্যোগ 

সে ছেলেটি আজ স্বপ্নসারথি

মোঃ আবেদ আহমেদ::
  • নিউজ প্রকাশের সময় : ০৫:৩৬:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ মার্চ ২০২৩ ২৭৪ বার পড়া হয়েছে

মোঃ আবেদ আহমেদ:: বর্তমান সময়ের নবীণ ও প্রবীণ লেখকদের কাছে খুব বিশ্বস্থ হয়ে উঠেছে জনপ্রিয় এ এইচ প্রকাশী, এর পিছনের কারিগর মালশিয়া প্রবাসী এক সাহিত্য প্রেমী, প্রত্যেক মানুষের কিছু স্বপ্ন থাকে, অধিকাংশ মানুষের স্বপ্নগুলো ব্যাক্তি কেন্দ্রিক। বিশেষ করে অর্থ, সম্পদ, প্রতিপত্তি ও নিজ পরিবার ঘিরে। অল্পসংখ্যক মানুষ আছে তাদের স্বপ্নগুলো আরও বিস্তৃত তারা মা, মাটি ও মানুষকে নিয়ে স্বপ্ন দেখে। এমন একজন স্বপ্নবাজ মানুষ হলেন এ এইচ প্রকাশনীর প্রকাশক আবুল হাশেম। প্রতিনিয়ত অভিরাম তার ছুটে চলা সৃজনশীল প্রতিভা বিকাশের লক্ষে সুন্দর সমাজ গঠনে নবীণ প্রবিণ এর লিখা গল্প কবিতা উপন্যাস ভালোবাসার ছুয়ায় সম্পাদনা ও প্রকাশনায় বেশ প্রসংশিত এবং সমাদৃত পাঠক ও লেখক সমাজে।

 

তরুণ সমাজ সেবক, ছড়াকার গীতিকার ও প্রকাশক আবুল হাশেম, পিতা ওমর আলী মাতা রোকেয়া বেগম, দশ ভাইয়ের মধ্যে তিনি পঞ্চম সন্তান, শিল্প ও সংস্কৃতির সবকটি পথেই তার পদচারণায় মূখরিত। ২০ জুলাই ১৯৮৬ সালে রাজবাড়ি জেলার কালুকালী উপজেলার অন্তর্গত শায়েস্তাপুর গ্রামে মধ্যবিত্ত মুসলিম পরিবারে জন্মগ্রহ করেন। তিনি ছোট বেলা থেকে ছিলেন সাহিত্য অনুরাগী ছাত্র জীবন থেকে লেখা লিখিতে বেশ মনোযোগী ছিলেন সেই ধারাবাহিতায় এখন নিজে যুক্ত হন প্রকাশনা ও সম্পাদনায় এছাড়া ও তিনি বাংলাদেশ টেলিভিশনের জনপ্রিয় কিশোর মঞ্চে,নয়ন তারা ও কুসুম কলি নাটকে অভিনয় করেছেন। অভিনয় শিখেছেন নাগরিক নাট্যঙ্গন ইনস্টিটিউট অ্যন্ড ড্রামা( NNID)২৩ তম ব্যাচে। বর্তমানে তিনি বাংলাদেশ কালচারাল কল্যান করিষদের প্রকাশনা সম্পাদক ও জাতীয় কবি পরিষদ( জাকপ) এর সংস্কৃতি বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করছেন সফলতার সাথে ।

 

প্রকাশনার শুরু থেকে কিছু উল্যেখ যোগ্য বই যা পাঠক হৃদয়ে বেশ ভালো স্থান গড়ে নিয়েছে তা হলো মন গহীন,সেই তুমি এলে,চুম্বক ও কাঠ,অন্ধ জোনাকি,ভালোবাসার নীলফড়িং,লোককান্ত,বাসন্তী সন্ধা,ঝিনুকের বুকে মুক্তো,লাল ভালোবাসা,গোধূলির আলো,সফেদ ক্যানভাসে রক্তের ছোপ,ভালোবাসার নীলকাব্য,প্রাণে বাংলাদেশ,রক্ত বাঙলা বালোবাসা,আধাঁরে অবগাহন,কবি ও কবিতায় ঝালকাঠি, অন্যরকম শহর,পদ্ম পাড়ের কানাই খাল,গীতিমাল্য,অবমুক্ত পৃথীবি,সত্যের সন্ধানে,অন্তিম অপেক্ষা,স্বপ্ন তরী। সেই ছোট থেকে যে মানুষটি বাংলা সংস্কৃতি চিন্তা চেতনা ও হৃদয়ে লালন করতেন এবং সমাজের বিভিন্ন ক্ষেত্রে নিরলস ভাবে নিজের সৃজনশীল মেধা ও মনন কে বিকশিত করছে সুনামের সাথে শুধু কি নিজের স্বপ্ন পূরণে ছুটে চলেন? না, সমাজের অবহেলিত সুবিধা বঞ্চিত মানুষের জন্য কাজ করছে সাংগঠনিক ভাবে ও নিজের সাধ্য মতো, এর মাযে প্রকাশ করার মতো হলো তিনি প্রবাসের মাটিতে থেকেও বাংলা সাহিত্য কে বিশ্বময় ছড়িয়ে দিতে প্রতিভাবান কবি ও লেখকদের যথার্থ মূল্যায়নের জন্য নিজে প্রতিষ্ঠা করেন এ এইচ প্রকাশনী আর শত কবির স্বপ্ন পূরণে বিশেষ ভূমিকা রেখে চলছে নিরবে, শত কবি ও লেখকের স্বপ্নসারথি তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সে ছেলেটি আজ স্বপ্নসারথি

নিউজ প্রকাশের সময় : ০৫:৩৬:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ মার্চ ২০২৩

মোঃ আবেদ আহমেদ:: বর্তমান সময়ের নবীণ ও প্রবীণ লেখকদের কাছে খুব বিশ্বস্থ হয়ে উঠেছে জনপ্রিয় এ এইচ প্রকাশী, এর পিছনের কারিগর মালশিয়া প্রবাসী এক সাহিত্য প্রেমী, প্রত্যেক মানুষের কিছু স্বপ্ন থাকে, অধিকাংশ মানুষের স্বপ্নগুলো ব্যাক্তি কেন্দ্রিক। বিশেষ করে অর্থ, সম্পদ, প্রতিপত্তি ও নিজ পরিবার ঘিরে। অল্পসংখ্যক মানুষ আছে তাদের স্বপ্নগুলো আরও বিস্তৃত তারা মা, মাটি ও মানুষকে নিয়ে স্বপ্ন দেখে। এমন একজন স্বপ্নবাজ মানুষ হলেন এ এইচ প্রকাশনীর প্রকাশক আবুল হাশেম। প্রতিনিয়ত অভিরাম তার ছুটে চলা সৃজনশীল প্রতিভা বিকাশের লক্ষে সুন্দর সমাজ গঠনে নবীণ প্রবিণ এর লিখা গল্প কবিতা উপন্যাস ভালোবাসার ছুয়ায় সম্পাদনা ও প্রকাশনায় বেশ প্রসংশিত এবং সমাদৃত পাঠক ও লেখক সমাজে।

 

তরুণ সমাজ সেবক, ছড়াকার গীতিকার ও প্রকাশক আবুল হাশেম, পিতা ওমর আলী মাতা রোকেয়া বেগম, দশ ভাইয়ের মধ্যে তিনি পঞ্চম সন্তান, শিল্প ও সংস্কৃতির সবকটি পথেই তার পদচারণায় মূখরিত। ২০ জুলাই ১৯৮৬ সালে রাজবাড়ি জেলার কালুকালী উপজেলার অন্তর্গত শায়েস্তাপুর গ্রামে মধ্যবিত্ত মুসলিম পরিবারে জন্মগ্রহ করেন। তিনি ছোট বেলা থেকে ছিলেন সাহিত্য অনুরাগী ছাত্র জীবন থেকে লেখা লিখিতে বেশ মনোযোগী ছিলেন সেই ধারাবাহিতায় এখন নিজে যুক্ত হন প্রকাশনা ও সম্পাদনায় এছাড়া ও তিনি বাংলাদেশ টেলিভিশনের জনপ্রিয় কিশোর মঞ্চে,নয়ন তারা ও কুসুম কলি নাটকে অভিনয় করেছেন। অভিনয় শিখেছেন নাগরিক নাট্যঙ্গন ইনস্টিটিউট অ্যন্ড ড্রামা( NNID)২৩ তম ব্যাচে। বর্তমানে তিনি বাংলাদেশ কালচারাল কল্যান করিষদের প্রকাশনা সম্পাদক ও জাতীয় কবি পরিষদ( জাকপ) এর সংস্কৃতি বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করছেন সফলতার সাথে ।

 

প্রকাশনার শুরু থেকে কিছু উল্যেখ যোগ্য বই যা পাঠক হৃদয়ে বেশ ভালো স্থান গড়ে নিয়েছে তা হলো মন গহীন,সেই তুমি এলে,চুম্বক ও কাঠ,অন্ধ জোনাকি,ভালোবাসার নীলফড়িং,লোককান্ত,বাসন্তী সন্ধা,ঝিনুকের বুকে মুক্তো,লাল ভালোবাসা,গোধূলির আলো,সফেদ ক্যানভাসে রক্তের ছোপ,ভালোবাসার নীলকাব্য,প্রাণে বাংলাদেশ,রক্ত বাঙলা বালোবাসা,আধাঁরে অবগাহন,কবি ও কবিতায় ঝালকাঠি, অন্যরকম শহর,পদ্ম পাড়ের কানাই খাল,গীতিমাল্য,অবমুক্ত পৃথীবি,সত্যের সন্ধানে,অন্তিম অপেক্ষা,স্বপ্ন তরী। সেই ছোট থেকে যে মানুষটি বাংলা সংস্কৃতি চিন্তা চেতনা ও হৃদয়ে লালন করতেন এবং সমাজের বিভিন্ন ক্ষেত্রে নিরলস ভাবে নিজের সৃজনশীল মেধা ও মনন কে বিকশিত করছে সুনামের সাথে শুধু কি নিজের স্বপ্ন পূরণে ছুটে চলেন? না, সমাজের অবহেলিত সুবিধা বঞ্চিত মানুষের জন্য কাজ করছে সাংগঠনিক ভাবে ও নিজের সাধ্য মতো, এর মাযে প্রকাশ করার মতো হলো তিনি প্রবাসের মাটিতে থেকেও বাংলা সাহিত্য কে বিশ্বময় ছড়িয়ে দিতে প্রতিভাবান কবি ও লেখকদের যথার্থ মূল্যায়নের জন্য নিজে প্রতিষ্ঠা করেন এ এইচ প্রকাশনী আর শত কবির স্বপ্ন পূরণে বিশেষ ভূমিকা রেখে চলছে নিরবে, শত কবি ও লেখকের স্বপ্নসারথি তিনি।