সৌদি আরব রিয়াদে অনুষ্ঠিত হলো প্রবাসীদের বিবাহিত/অবিবাহিত ফুটবল টুর্নামেন্ট ২০২৩।
- নিউজ প্রকাশের সময় : ০৪:৫০:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ অক্টোবর ২০২৩ ২২২ বার পড়া হয়েছে

সৌদি আরব রিয়াদে অনুষ্ঠিত হলো প্রবাসীদের বিবাহিত/অবিবাহিত ফুটবল টুর্নামেন্ট ২০২৩।
সৌদি আরব রিয়াদে ঝাক ঝমক ভাবে অনুষ্ঠিত হলো বিবাহিত/অবিবাহিত ফুটবল টুর্নামেন্ট ২০২৩।
সভাপতির দায়িত্ব পালন করেন বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক গরিবের বন্ধুখেত মাহাতাব উদ্দিন ।
পরিচালনায় ছিলেন সৌদি আরব রিয়াদ এলাকার বাথার কিং শাহিন আহম্মেদ ,
উপস্থিত ছিলেন মোঃ দেলোয়ার খান বাংলাদেশ যুব অধিকার পরিষদ কেন্দ্রীয় কার্যালয়।
এ যেন একখন্ড বাংলাদেশ, ঝুমকানো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো খেলাটি।
বিবাহিত টিমের অধিনায়কের দায়িত্বে পালন করেন (মোঃ মনির মিয়া)
বিবাহিত টিমের গোলরক্ষকের দায়িত্ব পালন করেন (নূরজামাল)
ফুটবল টুর্নামেন্টে খেলায় অংশ নেন
১) নূরআলি২) শাহিন৩) সানি৪) জসিম৫) শামিম৬) মকবূল
৭) মোক্তার৮) সাগর
অবিহিত টিমের দায়িত্ব পালন করেন (শুভ হাওলাদার)
টিমের গোলরক্ষকের দায়িত্ব পালন করেনঃঅনিক
ফুটবল টুর্নামেন্টে খেলায় অংশ নেন
১) শূভ২) ফরহাদ৩) মারূফ৪) সোহান৫) মোজাম্মেল৬)ওমিন
৭) মোক্তার৮) হাসান
অবিবাহিত টিম ০৩/০২ গোলো বিবাহিত দলকে পরাজিত করে জয়ী অর্জন করে।