হিজলা-(মেহেন্দীগঞ্জ কাজির হাট) বরিশাল–৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী রাজিব আহসান — নির্বাচনমুখী এলাকাজুড়ে নতুন আলোচনার কেন্দ্রবিন্দু

- নিউজ প্রকাশের সময় : ০১:৩৩:৪৮ অপরাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫ ৩২ বার পড়া হয়েছে

রিপোর্টার: মোঃ আলমগীর হোসেন আলম
বরিশাল–৪(মেহেন্দিগঞ্জ–হিজলা) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির “ধানের শীষ” প্রতীক নিয়ে মনোনীত প্রার্থী হিসেবে আনুষ্ঠানিক ঘোষণা পেলেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক জনাব রাজিব আহসান। মনোনয়ন ঘোষণার পর থেকেই পুরো নির্বাচনী এলাকায় নতুন উদ্দীপনা, উৎসাহ ও রাজনৈতিক উত্তাপের সৃষ্টি হয়েছে।স্থানীয় জনসাধারণের প্রত্যাশা ও প্রতিক্রিয়া
নৌ-পদ ও জনপদ মেহেন্দিগঞ্জ-হিজলা দীর্ঘদিন ধরেই উন্নয়ন বৈষম্য, নদীভাঙন ও যোগাযোগ সমস্যায় ভুগছে। এলাকাবাসী মনে করছেন, তরুণ নেতৃত্ব ও সংগঠনিক দক্ষতায় এগিয়ে থাকা রাজিব আহসান নির্বাচিত হলে এলাকার স্থায়ী উন্নয়ন, সুশাসন ও নাগরিক অধিকার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।হিজলা, কাজিরহাট, শ্রীপুর, লতা, চরাঞ্চলের ভোটাররা বলছেন,
“এই এলাকার উন্নয়নে নতুন ধারার নেতৃত্ব দরকার। রাজিব ভাইয়ের মতো সাহসী ও পরিশ্রমী নেতাকে আমরা অনেকদিন ধরেই মাঠে দেখছি।”রাজিব আহসানের রাজনৈতিক পরিচিতি
দীর্ঘ দুই দশকের রাজনৈতিক যাত্রায় রাজিব আহসান দলীয় সংগঠনকে শক্তিশালী করতে নিরলসভাবে কাজ করেছেন।
স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক হিসেবে তিনি জাতীয় পর্যায়ে অগ্রণী ভূমিকা পালন করছেন।গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে তার সক্রিয় সম্পৃক্ততা দলের ভেতরে-বাইরে প্রশংসিত।তরুণ প্রজন্মকে রাজনীতিতে যুক্ত করা, স্বেচ্ছাসেবক দলের সংগঠন বিস্তৃতি ও কর্মীদের অধিকার রক্ষায় তিনি বরাবরই অগ্রণী।
নির্বাচনী গণসংযোগে ব্যাপক সাড়া মনোনয়ন ঘোষণার পর থেকেই পুরো বরিশাল–৪ আসনের নানা এলাকায় গণসংযোগ, পথসভা, লিফলেট বিতরণ ও শুভেচ্ছা বিনিময়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন রাজিব আহসান। তার সঙ্গে রয়েছেন স্থানীয় বিএনপি, ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের হাজারো নেতাকর্মী।গণসংযোগে তিনি বলেছেন—“বরিশাল–৪ আসনের অধিকার, উন্নয়ন ও মানুষকে প্রকৃত গণতন্ত্রের পথে ফিরিয়ে আনতে আমি প্রতিশ্রুতিবদ্ধ। ধানের শীষের বিজয় মানেই জনগণের বিজয়।”
স্থানীয় বিএনপির ঐক্য ও উদ্দীপনা দলীয় মনোনয়ন ঘোষণার পর বরিশাল–৪ আসনে বিএনপির নেতাকর্মীদের মধ্যে নবউদ্দীপনা সৃষ্টি হয়েছে।
স্থানীয় বিএনপি এক বিবৃতিতে জানায় যে,“রাজিব আহসানের নেতৃত্বে নির্বাচন পরিচালনা কমিটি শক্তিশালী হবে এবং ঐক্যবদ্ধভাবে ধানের শীষকে বিজয়ী করা হবে।”
ভোটারদের প্রধান ইস্যু
নদীভাঙন রোধ
নদী ও সড়ক পথে যোগাযোগ উন্নয়ন কৃষকের ন্যায্যমূল্য
ঝুঁকিপূর্ণ এলাকার পুনর্বাসন
শিক্ষাপ্রতিষ্ঠান ও স্বাস্থ্যসেবার উনোন্নয়নচরাঞ্চলের নিরাপত্তা ও বিদ্যুৎ সুবিধা রাজিব আহসান নির্বাচনী প্রতিশ্রুতিতে এসব বিষয়কে অগ্রাধিকার দিচ্ছেন বলে জানা গেছে বরিশাল–৪ (মেহেন্দিগঞ্জ–হিজলা) আসনে রাজিব আহসানের মনোনয়ন এই আসনের রাজনীতিতে নতুন মাত্রা এনেছে। তরুণ নেতৃত্ব, দলীয় ত্যাগ, মাঠ–সংগ্রামের অভিজ্ঞতা এবং স্থানীয় উন্নয়নের রূপরেখা—সব মিলিয়ে তিনি ইতোমধ্যেই আলোচনার কেন্দ্রবিন্দুতে।
আগামী নির্বাচনে এই আসনটি হবে সবচেয়ে নজরকাড়া প্রতিদ্বন্দ্বিতার একটি—এমনটাই মনে করছেন স্থানীয় রাজনৈতিক বিশ্লেষ করা।




















