হে আল্লাহ দয়াময়, তুমি সকল কিছুর মালিক। আমার মা জননী বেগম খালেদা জিয়ার রোগমুক্তির করিয়া দেও :তারেক রহমান

- নিউজ প্রকাশের সময় : ০৮:১৪:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫ ৪৮ বার পড়া হয়েছে

রিপোর্ট: রফিকুল ইসলাম
দেশজুড়ে এখন একটাই প্রার্থনা—বিএনপি চেয়ারপারসন, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, দেশমাতা বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা। নেতাকর্মী থেকে সাধারণ মানুষ—সকলের হৃদয়ে একই আর্তি, একই ব্যাকুলতা। রাজনৈতিক পরিস্থিতি, সামাজিক আবেগ আর মানবিকতার স্রোত মিলেমিশে সৃষ্টি করেছে এক অনন্য প্রার্থনার পরিবেশ।
এই আবেগের সাথি হয়ে দাঁড়িয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। প্রবাসে থেকেও তিনি দেশবাসীর সঙ্গে একই অনুভূতিতে প্রার্থনায় মগ্ন। গভীর আবেগময় কণ্ঠে তিনি বলেন—
“হে আল্লাহ দয়াময়, তুমি সকল কিছুর মালিক। আমাদের মা জননী বেগম খালেদা জিয়ার রোগমুক্তির কামনায় সারা দেশবাসী আজ কান্নায় ভাসছে। তুমি তো দয়ার সাগর। তুমি তাকে সুস্থ করে দাও। আমিন।”
তারেক রহমানের এই দোয়া মুহূর্তেই ছড়িয়ে পড়ে সারাদেশের নেতাকর্মীর মাঝে। সামাজিক যোগাযোগমাধ্যমে হাজারো মানুষ শেয়ার করছেন একই প্রার্থনা, একই ব্যথা, একই আশা। যেন সর্বত্রই এখন একটাই স্বর—
“আমাদের মা জননীকে সুস্থ করে দাও, হে পরম করুণাময়।”
এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বেগম খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থার দিকে তাকিয়ে উদ্বিগ্ন দেশবাসী। রাজনৈতিক মতপার্থক্যের ঊর্ধ্বে উঠে বহু মানুষ মানবিক বিবেচনায় তার জন্য দোয়া কামনা করছেন।
বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠন, জেলা–উপজেলা পর্যায়ের নেতাকর্মী, এমনকি প্রবাসী বাংলাদেশিরাও ধারাবাহিকভাবে দোয়া মাহফিল করছে। মসজিদ, মন্দির, গির্জা ও প্যাগোডায় চলছে বিশেষ প্রার্থনা।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এ ধরনের সার্বজনীন মানবিক সমর্থন বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে বিরল। বেগম খালেদা জিয়ার দীর্ঘ সংগ্রাম, ত্যাগ ও নেতৃত্ব দেশবাসীর মনে যে গভীর ছাপ রেখে গেছে—বর্তমান প্রার্থনার জোয়ার তারই প্রতিফলন।
তারেক রহমান সকলের উদ্দেশে আহ্বান জানিয়ে বলেন—
“মা’কে নিয়ে কোনো গুজব নয়—শুধু দোয়া ও মনোবলই আজ আমাদের শক্তি। দেশবাসীর ভালোবাসায় তিনি ইনশাআল্লাহ সুস্থ হয়ে উঠবেন।”
দেশবাসীর এই ভালোবাসা, আবেগ ও প্রার্থনার স্রোত বেগম খালেদা জিয়ার সুস্থতার প্রত্যাশাকে আরও উজ্জ্বল করে তুলেছে। সবাই অপেক্ষা করছে—মাননীয় দেশনেত্রীর সুস্থতার সেই আনন্দঘন মুহূর্তের জন্য।


















