কুলাউড়া ও শ্রীমঙ্গলে পৃথক অভিযানে ৮৫ পিস ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী আটক

- নিউজ প্রকাশের সময় : ০৫:২৪:১৮ অপরাহ্ন, রবিবার, ২১ মে ২০২৩ ৮৪ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্টঃ মৌলভীবাজার জেলার কুলাউড়া এবং শ্রীমঙ্গল থানা পুলিশের বিশেষ অভিযানে ৮৫ পিস ইয়াবাসহ সুয়েব খান (২৯) কাবেদ খান এবং আবু জাফর (৩৯)মোঃ তাহমিদ চৌধুরী কামিল নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
গতকাল রাতে কুলাউড়া থানার বিশেষ অভিযানে ৫০ পিস ইয়াবাসহ কাবেদ খান নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
শনিবার রাত ৯ টায় কুলাউড়া থানার এস আই সালাউদ্দিন মিফতা সঙ্গীয় ফোর্সসহ কুলাউড়া থানাধীন ১ নং বরমচাল ইউনিয়নের দক্ষিণ নন্দনগর গ্রামের মহব্বত ভ্যারাইটিজ স্টোরের সামনে থেকে কাবেদ খানকে আটক করেন।
আটককৃত ব্যক্তির দেহ তল্লাশী করে তার হেফাজত থেকে পলিথিনে মোড়ানো অবস্থায় ৫০ পিস গোলাপি রঙের ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
আটককৃত কাবেদ খান কুলাউড়া উপজেলার ১ নং বরমচাল ইউনিয়নের দক্ষিণ ইসলামাবাদ গ্রামের ইসরাইল খানের ছেলে।
এদিকে শ্রীমঙ্গল থানার পৃথক এক অভিযানে (২০ মে) শ্রীমঙ্গল শহরের উকিল বাড়ির রোড থেকে ৩৫ পিস ইয়াবাসহ আবু জাফর মোঃ তাহমিদ চৌধুরী কামিল নামে আরেক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে শ্রীমঙ্গল থানার এস আই মিয়া নাসির উদ্দিন আহম্মেদ সঙ্গীয় ফোর্সসহ শনিবার বিকেল ৫ টায় শ্রীমঙ্গল পৌরসভার উকিল বাড়ি রোডের লাল হাজী সাহেবের বাড়ির সামনে অভিযান পরিচালনা করে আবু জাফর মোঃ তাহমিদ চৌধুরীকে আটক করেন।
এ সময় আটককৃত তাহমিদ চৌধুরী কামিলের পরনের প্যান্টের পকেট থেকে একটি কালো রঙের পলিথিনে মোড়ানো ৩৫ পিস গোলাপি রঙের ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
আটককৃত আবু জাফর মোঃ তাহমিদ চৌধুরী কামিল শ্রীমঙ্গল পৌরসভার গুহরোড এলাকার মৃত ফাত্তাহ আহমেদ চৌধুরীর ছেলে। তার বিরুদ্ধে শ্রীমঙ্গল থানায় মাদক আইনে একাধিক মামলা রয়েছে।
মাদক সংক্রান্ত এই দুটি ঘটনায় কুলাউড়া ও শ্রীমঙ্গল থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণীর ১০(ক) ধারায় পৃথক দুটি মামলা রুজুপূর্বক আসামিদ্বয়কে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।



















