বোরহানউদ্দিনে তিন দিনব্যাপী কৃষি মেলার উদ্বোধন

- নিউজ প্রকাশের সময় : ১০:৪৮:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ মে ২০২৩ ১৬৩ বার পড়া হয়েছে

আরিফ পণ্ডিত:: উপজেলা কৃষি কর্মকর্তা এইচ এম শামীম বলেন, মেধা ও চেষ্টায় কৃষির উন্নয়নে আমরা কঠোর পরিশ্রম করে কৃষির উৎপাদনে ব্যাপক ভূমিকা রাখার চেষ্টা করছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা কৃষি ও কৃষকের উন্নয়নে ব্যাপক সহায়তা দিয়ে যাচ্ছেন।
মঙ্গলবার বেলা ১১ টায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বোরহাউদ্দিন, ভোলা এর উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে কন্দাল ফসলে দিলে দৃষ্টি, অসময়ে মিলবে সবজি পুষ্টি এই স্লোগানকে সামনে রেখে, কন্দাল জাতীয় ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধনী অনুষ্ঠানে কৃষি মেলাকে প্রাণবন্ত করতে সর্বসাধারণকে মেলা পরিদর্শনের আমন্ত্রণ জানান তিনি। এসময় ফিতা কেটে কৃষি মেলা ২০২৩খ্রি: উদ্বোধন করেন,উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা নওরীন হক এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্য কারিগরি আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, জেলা উপ-পরিচালক কৃষি অফিসার কৃষিবিদ মোঃ হাসান ওয়ারিসুল কবীর, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মিজানুর, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আলী আহমেদ আখন্দ, টবগী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন প্রমুখ।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বোরহানউদ্দিনের বাস্তবায়নে ৩ দিনব্যাপী এ মেলা চলবে চলতি মাসের ২৫ মে পর্যন্ত। মেলায় ৮টি স্টলে কন্দাল জাতীয় বিভিন্ন ফসলের প্রদর্শন করা হয়।
চেকপোস্ট/এসবি



















