ঢাকা ১০:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জেলা বিএনপি আহবায়ক এড.মান্নানের সাংবাদিকদের সাথে মতবিনিময়। অর্ধাহারে-অনাহারে ১৪শ চা শ্রমিক তিন মাস ধরে বন্ধ মজুরি নতুন ভিসি ওমর ফারুক চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের  চাঁদায় নদী ভাঙন রোধের চেষ্টা কুড়িগ্রামে গ্রামবাসীর স্বেচ্ছাশ্রম- নাগরপুরে ডিমের দাম বৃদ্ধি , ক্রেতাদের মাঝে অস্বস্থির ক্ষোভ  নোয়াখালীতে ফকির চাড়ুমিজি মাজারে চলছে লক্ষ লক্ষ টাকার রমরমা বাণিজ্য শেরপুরে ছাত্র অধিকার পরিষদের জনসংযোগ ও লিফলেট বিতরণ  শ্রমিকদের সংঘর্ষ, নিহত ১ আশুলিয়ায় দুই পোশাক কারখানার  ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস পুনর্গঠনের লক্ষ্যে ১২ দফা  বিশ্বের সকল মানুষ যেন মহানবী (সা.)-এর শিক্ষা, আদর্শ ও ত্যাগে উজ্জীবিত হয়ে উঠে।

আজই রূপ নেবে রেমাল নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড়ে 

রোজিনা বেগম চট্টগ্রাম প্রতিনিধি 
  • নিউজ প্রকাশের সময় : ০৪:৩২:৪৩ অপরাহ্ন, শনিবার, ২৫ মে ২০২৪ ৫৪৫ বার পড়া হয়েছে

মবঙ্গোপসাগরে নিম্নচাপ থেকে আজ বিকেলেই জন্ম নিতে পারে ঘূর্ণিঝড় রেমাল, তারপর রোববার রাতে পশ্চিমবঙ্গের সাগর দ্বীপ ও বাংলাদেশের খেপুপাড়ায় আছড়ে পড়তে পারে ব্যাপক বিধ্বংসী ক্ষমতা নিয়ে। ভারতের কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর ইন্ডিয়া মেটেরোলজিক্যাল ডিপার্টমেন্টের (আইএমডির) কর্মকর্তা ও আবহাওয়াবিদ মনিকা শর্মা এই তথ্য জানিয়েছেন।ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভিকে মনিকা শর্মা জানান, আজ শনিবার সকাল থেকে শক্তি সংগ্রহ করা শুরু করেছে নিম্নচাপটি। বিকেল কিংবা সন্ধ্যার দিকে এই ঘণীভূত রূপ থেকে জন্ম নেবে রেমাল। তারপর ২৬ মে রোববার সন্ধ্যার মধ্যে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের উপকূলে আছড়ে পড়বে।মনিকা শর্মা জানিয়েছেন, তাদের কাছে থাকা পূর্বাভাস অনুযায়ী চূড়ান্ত আঘাত রোববার সন্ধ্যায় ঘটলেও গত শনিবার থেকেই বঙ্গোপসাগর উপকূলের বিভিন্ন এলাকায় ঝড়ের প্রভাব পড়া শুরু করেছে। শনিবার বঙ্গোপসাগরের কেন্দ্রীয় অঞ্চলে এই ঝড়ের গতিবেগ ছিল ৬০ থেকে ৭০ কিলোমিটার।সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত রাত থেকেই পরিস্থিতি খারাপ হওয়ার আশঙ্কা, আসছে মহাবিপদ সংকেত মনিকা শর্মা জানান, ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে রোববার সকাল থেকে বঙ্গোপসাগরের উত্তরাঞ্চল ও আশপাশের এলাকায় বাতাস ঘণ্টায় ৬০-৭০ এমনকি কোনো কোনো এলাকায় ৮০ কিলোমিটার পর্যন্ত গতিতে বইছে। আগামী ২৬ মে রোববার সকালে বঙ্গোপসাগরের উত্তরাঞ্চলে বাতাসের গতিবেগ ঘণ্টায় ১০০ থেকে ১১০ কিলোমিটার পর্যন্ত উঠতে পারে।রেমালের প্রভাবে শনিবার রাত থেকে বাংলাদেশ, পশ্চিমবঙ্গ এবং উত্তর ওড়িশার উপকূলবর্তী এলাকাগুলোতে বাতাসের গতিবেগ ঘণ্টায় ৪০-৫০ এবং ৬০ কিলোমিটার পর্যন্ত উঠতে পারে। বঙ্গোপসাগরের আন্দামান দ্বীপপুঞ্জেও অনুভূত হবে রেমালের আগমন। আইএমডির তথ্য অনুযায়ী, ঝড়ের প্রভাবে আন্দামানে বাতাসের গতিবেগ পৌঁছাতে পারে ঘণ্টায় ৬০ কিলোমিটার পর্যন্ত।ঝড়ের পাশাপাশি আগামী ২৬ ও ২৭ মে উপকূলবর্তী এলাকাগুলোতে ভারী বর্ষণেরও পূর্বাভাস দিয়েছে আইএমডি। তবে এই বর্ষণের আশঙ্কায়ে বেশি রয়েছে আন্দামান ও বাংলাদেশ। পশ্চিমবঙ্গ, উত্তর ওড়িশা, মিজোরাম, ত্রিপুরা ও দক্ষিণ মণিপুরে মাঝারি বর্ষণ হতে পারে বলে উল্লেখ করা হয়েছে আইএমডির পূর্বাভাসে।এছাড়া পশ্চিমবঙ্গের কলকাতা, হাওড়া, নদীয়া ও ঝাড়গ্রামে ইতোমধ্যে কমলা সতর্ক সংকেত জারির নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছে আইএমডি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

আজই রূপ নেবে রেমাল নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড়ে 

নিউজ প্রকাশের সময় : ০৪:৩২:৪৩ অপরাহ্ন, শনিবার, ২৫ মে ২০২৪

মবঙ্গোপসাগরে নিম্নচাপ থেকে আজ বিকেলেই জন্ম নিতে পারে ঘূর্ণিঝড় রেমাল, তারপর রোববার রাতে পশ্চিমবঙ্গের সাগর দ্বীপ ও বাংলাদেশের খেপুপাড়ায় আছড়ে পড়তে পারে ব্যাপক বিধ্বংসী ক্ষমতা নিয়ে। ভারতের কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর ইন্ডিয়া মেটেরোলজিক্যাল ডিপার্টমেন্টের (আইএমডির) কর্মকর্তা ও আবহাওয়াবিদ মনিকা শর্মা এই তথ্য জানিয়েছেন।ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভিকে মনিকা শর্মা জানান, আজ শনিবার সকাল থেকে শক্তি সংগ্রহ করা শুরু করেছে নিম্নচাপটি। বিকেল কিংবা সন্ধ্যার দিকে এই ঘণীভূত রূপ থেকে জন্ম নেবে রেমাল। তারপর ২৬ মে রোববার সন্ধ্যার মধ্যে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের উপকূলে আছড়ে পড়বে।মনিকা শর্মা জানিয়েছেন, তাদের কাছে থাকা পূর্বাভাস অনুযায়ী চূড়ান্ত আঘাত রোববার সন্ধ্যায় ঘটলেও গত শনিবার থেকেই বঙ্গোপসাগর উপকূলের বিভিন্ন এলাকায় ঝড়ের প্রভাব পড়া শুরু করেছে। শনিবার বঙ্গোপসাগরের কেন্দ্রীয় অঞ্চলে এই ঝড়ের গতিবেগ ছিল ৬০ থেকে ৭০ কিলোমিটার।সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত রাত থেকেই পরিস্থিতি খারাপ হওয়ার আশঙ্কা, আসছে মহাবিপদ সংকেত মনিকা শর্মা জানান, ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে রোববার সকাল থেকে বঙ্গোপসাগরের উত্তরাঞ্চল ও আশপাশের এলাকায় বাতাস ঘণ্টায় ৬০-৭০ এমনকি কোনো কোনো এলাকায় ৮০ কিলোমিটার পর্যন্ত গতিতে বইছে। আগামী ২৬ মে রোববার সকালে বঙ্গোপসাগরের উত্তরাঞ্চলে বাতাসের গতিবেগ ঘণ্টায় ১০০ থেকে ১১০ কিলোমিটার পর্যন্ত উঠতে পারে।রেমালের প্রভাবে শনিবার রাত থেকে বাংলাদেশ, পশ্চিমবঙ্গ এবং উত্তর ওড়িশার উপকূলবর্তী এলাকাগুলোতে বাতাসের গতিবেগ ঘণ্টায় ৪০-৫০ এবং ৬০ কিলোমিটার পর্যন্ত উঠতে পারে। বঙ্গোপসাগরের আন্দামান দ্বীপপুঞ্জেও অনুভূত হবে রেমালের আগমন। আইএমডির তথ্য অনুযায়ী, ঝড়ের প্রভাবে আন্দামানে বাতাসের গতিবেগ পৌঁছাতে পারে ঘণ্টায় ৬০ কিলোমিটার পর্যন্ত।ঝড়ের পাশাপাশি আগামী ২৬ ও ২৭ মে উপকূলবর্তী এলাকাগুলোতে ভারী বর্ষণেরও পূর্বাভাস দিয়েছে আইএমডি। তবে এই বর্ষণের আশঙ্কায়ে বেশি রয়েছে আন্দামান ও বাংলাদেশ। পশ্চিমবঙ্গ, উত্তর ওড়িশা, মিজোরাম, ত্রিপুরা ও দক্ষিণ মণিপুরে মাঝারি বর্ষণ হতে পারে বলে উল্লেখ করা হয়েছে আইএমডির পূর্বাভাসে।এছাড়া পশ্চিমবঙ্গের কলকাতা, হাওড়া, নদীয়া ও ঝাড়গ্রামে ইতোমধ্যে কমলা সতর্ক সংকেত জারির নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছে আইএমডি।