ঢাকা ০৭:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অর্ধাহারে-অনাহারে ১৪শ চা শ্রমিক তিন মাস ধরে বন্ধ মজুরি নতুন ভিসি ওমর ফারুক চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের  চাঁদায় নদী ভাঙন রোধের চেষ্টা কুড়িগ্রামে গ্রামবাসীর স্বেচ্ছাশ্রম- নাগরপুরে ডিমের দাম বৃদ্ধি , ক্রেতাদের মাঝে অস্বস্থির ক্ষোভ  নোয়াখালীতে ফকির চাড়ুমিজি মাজারে চলছে লক্ষ লক্ষ টাকার রমরমা বাণিজ্য শেরপুরে ছাত্র অধিকার পরিষদের জনসংযোগ ও লিফলেট বিতরণ  শ্রমিকদের সংঘর্ষ, নিহত ১ আশুলিয়ায় দুই পোশাক কারখানার  ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস পুনর্গঠনের লক্ষ্যে ১২ দফা  বিশ্বের সকল মানুষ যেন মহানবী (সা.)-এর শিক্ষা, আদর্শ ও ত্যাগে উজ্জীবিত হয়ে উঠে। নাগরপুরে কবরস্থানের সৌন্দর্য বর্ধনে ধুবড়িয়া ব্রাদার্সের দৃষ্টিনন্দন উদ্যোগ 

নোয়াখালীর সাবেক সংসদ সদস্য এমপি ইব্রাহীমের বাড়িতে

রিপোর্টার রফিকুল ইসলাম 
  • নিউজ প্রকাশের সময় : ০৭:৪৪:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ অগাস্ট ২০২৪ ১২ বার পড়া হয়েছে

মিছিল নিয়ে নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ি) আসনের সদ্য সাবেক সংসদ সদস্য এইচ এম ইব্রাহীমের গ্রামের বাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। বুধবার (৭ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে চাটখিলের খিলপাড়া ইউনিয়নের দত্তেরবাগ গ্রামে এই ঘটনা ঘটে। এইচ এম ইব্রাহীমের ব্যক্তিগত সহকারী রবিউল ইসলাম ঢাকা পোস্টকে এসব তথ্য নিশ্চিত করেন।প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকেলে দুর্বৃত্তরা মল্লিকা দীঘির পাড়ে অবস্থান নিয়ে মিছিল করে। সেখান থেকে ২৫-৩০টি মোটরসাইকেল ও তিনটি মাইক্রোবাসে ৭০-৮০ জন যুবক সাবেক এমপির দ্বিতল বাসভবনে ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয়। ওই সময় এইচ এম ইব্রাহীম বাড়িতে ছিলেন না। হামলাকারীদের মধ্যে অনেকেই মুখোশ পরিহিত ছিলেন। খবর পেয়ে দ্রুত সেনাবাহিনীর টিম ঘটনাস্থলে পৌঁছালে হামলাকারীরা পালিয়ে যায়। রবিউল ইসলাম বলেন, পুরো বাড়ি জ্বালিয়ে দিয়েছে। সকল আসবাবপত্র পুড়িয়ে দিয়েছে। সব কিছু লুট করে নিয়ে গেছে। দেখে মনে হবে সিরিয়া বা আফগানিস্তান। একজন সাবেক আইন প্রণেতার বাড়িতে এমন অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনায় আমরা স্তব্ধ।চাটখিল উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আবু হানিফ ঢাকা পোস্টকে বলেন, হামলাকারীরা অস্ত্রধারী ছিল। হামলাকারীরা লক্ষ্মীপুর জেলা থেকে এসে এমপির বাড়িতে হামলা চালায়। আমার দল এই ধরনের হামলা সমর্থন করে না। আমি এ হামলার তীব্র নিন্দা জানাই। নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ আসাদুজ্জামান ঢাকা পোস্টকে অগ্নিকাণ্ডের ঘটনাটি শুনেছেন বলে জানান।এ বিষয়ে চাটখিল, সোনাইমুড়ী ও সেনবাগ উপজেলার দায়িত্বপ্রাপ্ত সেনাবাহিনীর মেজর তানভীর রহমান ঢাকা পোস্টকে বলেন, হামলা ও অগ্নিসংযোগের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থল পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনি। সেনাবাহিনী সময়মত না পৌঁছালে আগুনে আরও বেশি ক্ষতি হতো। পরে সেনাবাহিনীর সদস্যদের উপস্থিতি টের পেয়ে হামলাকারীরা পালিয়ে যায়। তাদেরকে শনাক্ত করে আইনের আওতায় আনতে আমরা কাজ করে যাচ্ছি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

নোয়াখালীর সাবেক সংসদ সদস্য এমপি ইব্রাহীমের বাড়িতে

নিউজ প্রকাশের সময় : ০৭:৪৪:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ অগাস্ট ২০২৪

মিছিল নিয়ে নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ি) আসনের সদ্য সাবেক সংসদ সদস্য এইচ এম ইব্রাহীমের গ্রামের বাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। বুধবার (৭ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে চাটখিলের খিলপাড়া ইউনিয়নের দত্তেরবাগ গ্রামে এই ঘটনা ঘটে। এইচ এম ইব্রাহীমের ব্যক্তিগত সহকারী রবিউল ইসলাম ঢাকা পোস্টকে এসব তথ্য নিশ্চিত করেন।প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকেলে দুর্বৃত্তরা মল্লিকা দীঘির পাড়ে অবস্থান নিয়ে মিছিল করে। সেখান থেকে ২৫-৩০টি মোটরসাইকেল ও তিনটি মাইক্রোবাসে ৭০-৮০ জন যুবক সাবেক এমপির দ্বিতল বাসভবনে ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয়। ওই সময় এইচ এম ইব্রাহীম বাড়িতে ছিলেন না। হামলাকারীদের মধ্যে অনেকেই মুখোশ পরিহিত ছিলেন। খবর পেয়ে দ্রুত সেনাবাহিনীর টিম ঘটনাস্থলে পৌঁছালে হামলাকারীরা পালিয়ে যায়। রবিউল ইসলাম বলেন, পুরো বাড়ি জ্বালিয়ে দিয়েছে। সকল আসবাবপত্র পুড়িয়ে দিয়েছে। সব কিছু লুট করে নিয়ে গেছে। দেখে মনে হবে সিরিয়া বা আফগানিস্তান। একজন সাবেক আইন প্রণেতার বাড়িতে এমন অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনায় আমরা স্তব্ধ।চাটখিল উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আবু হানিফ ঢাকা পোস্টকে বলেন, হামলাকারীরা অস্ত্রধারী ছিল। হামলাকারীরা লক্ষ্মীপুর জেলা থেকে এসে এমপির বাড়িতে হামলা চালায়। আমার দল এই ধরনের হামলা সমর্থন করে না। আমি এ হামলার তীব্র নিন্দা জানাই। নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ আসাদুজ্জামান ঢাকা পোস্টকে অগ্নিকাণ্ডের ঘটনাটি শুনেছেন বলে জানান।এ বিষয়ে চাটখিল, সোনাইমুড়ী ও সেনবাগ উপজেলার দায়িত্বপ্রাপ্ত সেনাবাহিনীর মেজর তানভীর রহমান ঢাকা পোস্টকে বলেন, হামলা ও অগ্নিসংযোগের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থল পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনি। সেনাবাহিনী সময়মত না পৌঁছালে আগুনে আরও বেশি ক্ষতি হতো। পরে সেনাবাহিনীর সদস্যদের উপস্থিতি টের পেয়ে হামলাকারীরা পালিয়ে যায়। তাদেরকে শনাক্ত করে আইনের আওতায় আনতে আমরা কাজ করে যাচ্ছি।