ঢাকা ০৭:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অর্ধাহারে-অনাহারে ১৪শ চা শ্রমিক তিন মাস ধরে বন্ধ মজুরি নতুন ভিসি ওমর ফারুক চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের  চাঁদায় নদী ভাঙন রোধের চেষ্টা কুড়িগ্রামে গ্রামবাসীর স্বেচ্ছাশ্রম- নাগরপুরে ডিমের দাম বৃদ্ধি , ক্রেতাদের মাঝে অস্বস্থির ক্ষোভ  নোয়াখালীতে ফকির চাড়ুমিজি মাজারে চলছে লক্ষ লক্ষ টাকার রমরমা বাণিজ্য শেরপুরে ছাত্র অধিকার পরিষদের জনসংযোগ ও লিফলেট বিতরণ  শ্রমিকদের সংঘর্ষ, নিহত ১ আশুলিয়ায় দুই পোশাক কারখানার  ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস পুনর্গঠনের লক্ষ্যে ১২ দফা  বিশ্বের সকল মানুষ যেন মহানবী (সা.)-এর শিক্ষা, আদর্শ ও ত্যাগে উজ্জীবিত হয়ে উঠে। নাগরপুরে কবরস্থানের সৌন্দর্য বর্ধনে ধুবড়িয়া ব্রাদার্সের দৃষ্টিনন্দন উদ্যোগ 

শিক্ষার্থীদের ওপর আনসারদের হামলায় ইবিতে বিক্ষোভ

স্টাফ রিপোর্টার রোজিনা বেগম 
  • নিউজ প্রকাশের সময় : ০৭:৪৩:২৯ পূর্বাহ্ন, সোমবার, ২৬ অগাস্ট ২০২৪ ১০ বার পড়া হয়েছে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর আনসার সদস্যদের হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা। আনসাররা আওয়ামী লীগের ফাঁদে পা দিয়েছে, তাদের স্বৈরাচারের মতোই প্রতিহত করা হবে বলে জানান তারা।রোববার (২৫ আগস্ট) রাত সাড়ে ১১টায় ক্যাম্পাসের জিয়া মোড় থেকে মিছিল শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রধান ফটক চত্বরে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। সেখানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দের বক্তব্যের মাধ্যমে কর্মসূচি সমাপ্ত হয়।সচিবালয়ে আনসার ও ছাত্র-জনতার সংঘর্ষে আহত অন্তত ৪০ক্যু’র চেষ্টা হলে ভয়াবহ পরিণতি ভোগ করতে হবে : আসিফ মাহমুদসমাবেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ইবির সহ-সমন্বয়ক নাহিদ হাসান বলেন, ভারত সরকারের কাছে আমাদের দাবি শেখ হাসিনাকে অনতিবিলম্বে বাংলাদেশে ফিরিয়ে দিতে হবে। আমাদের ভাইদের রক্তের দাগ শুকানোর আগেই আমরা খুনি হাসিনার বিচার চাই। এছাড়া দেশ স্বৈরাচার মুক্ত হওয়ার পরেও আওয়ামী লীগের পাতা ফাঁদে অনেকেই পা দিয়েছে। আজ আনসাররা তাদের ফাঁদে পা দিয়ে আমাদের ভাইদেরকে আহত করেছে। আবার যদি কেউ এই ফাঁদে পা দেয় তাহলে ছাত্র জনতা তাদেরকে কঠোরভাবে প্রতিহত করবে। আওয়ামী লীগের দোসরদেরকে তাদের মতোই এই বাংলার মাটি ছাড়া করা হবে।ইবির সমন্বয়ক এস এম সুইট বলেন, আওয়ামী লীগের প্রেতাত্মারা এখনও বিভিন্নভাবে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। এছাড়া ভারত আমাদেরকে পরিকল্পিতভাবে বন্যার সম্মুখীন করেছে। তারা খুনি হাসিনাকে নিরাপত্তা দিয়ে রেখেছে। অনতিবিলম্বে তাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে হবে। আর ভারত যদি তা না করে তাহলে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আমাদের দাবি, ভারতের সঙ্গে সব ধরনের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করতে হবে প্রসঙ্গত, চাকরি সরকারি করণের এক দফা দাবিতে আজ আনসার বাহিনী সচিবালয়ে ঘেরাও করে। সন্ধ্যায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসানাত আব্দুল্লাহ ও সারজিস আলম সচিবালয়ে আটকা পড়ে। পরে তারা ব্যক্তিগত ফেসবুক পেইজে ঢাবি শিক্ষার্থীদের রাজু ভাস্কর্যের সামনে জড়ো হওয়ার আহ্বান জানান। এ সময় কয়েক হাজার শিক্ষার্থী মিছিল নিয়ে সচিবালয়ের দিকে আসলে আনসারদের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়। এরপরই ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেন শিক্ষার্থীরা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

শিক্ষার্থীদের ওপর আনসারদের হামলায় ইবিতে বিক্ষোভ

নিউজ প্রকাশের সময় : ০৭:৪৩:২৯ পূর্বাহ্ন, সোমবার, ২৬ অগাস্ট ২০২৪

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর আনসার সদস্যদের হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা। আনসাররা আওয়ামী লীগের ফাঁদে পা দিয়েছে, তাদের স্বৈরাচারের মতোই প্রতিহত করা হবে বলে জানান তারা।রোববার (২৫ আগস্ট) রাত সাড়ে ১১টায় ক্যাম্পাসের জিয়া মোড় থেকে মিছিল শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রধান ফটক চত্বরে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। সেখানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দের বক্তব্যের মাধ্যমে কর্মসূচি সমাপ্ত হয়।সচিবালয়ে আনসার ও ছাত্র-জনতার সংঘর্ষে আহত অন্তত ৪০ক্যু’র চেষ্টা হলে ভয়াবহ পরিণতি ভোগ করতে হবে : আসিফ মাহমুদসমাবেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ইবির সহ-সমন্বয়ক নাহিদ হাসান বলেন, ভারত সরকারের কাছে আমাদের দাবি শেখ হাসিনাকে অনতিবিলম্বে বাংলাদেশে ফিরিয়ে দিতে হবে। আমাদের ভাইদের রক্তের দাগ শুকানোর আগেই আমরা খুনি হাসিনার বিচার চাই। এছাড়া দেশ স্বৈরাচার মুক্ত হওয়ার পরেও আওয়ামী লীগের পাতা ফাঁদে অনেকেই পা দিয়েছে। আজ আনসাররা তাদের ফাঁদে পা দিয়ে আমাদের ভাইদেরকে আহত করেছে। আবার যদি কেউ এই ফাঁদে পা দেয় তাহলে ছাত্র জনতা তাদেরকে কঠোরভাবে প্রতিহত করবে। আওয়ামী লীগের দোসরদেরকে তাদের মতোই এই বাংলার মাটি ছাড়া করা হবে।ইবির সমন্বয়ক এস এম সুইট বলেন, আওয়ামী লীগের প্রেতাত্মারা এখনও বিভিন্নভাবে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। এছাড়া ভারত আমাদেরকে পরিকল্পিতভাবে বন্যার সম্মুখীন করেছে। তারা খুনি হাসিনাকে নিরাপত্তা দিয়ে রেখেছে। অনতিবিলম্বে তাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে হবে। আর ভারত যদি তা না করে তাহলে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আমাদের দাবি, ভারতের সঙ্গে সব ধরনের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করতে হবে প্রসঙ্গত, চাকরি সরকারি করণের এক দফা দাবিতে আজ আনসার বাহিনী সচিবালয়ে ঘেরাও করে। সন্ধ্যায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসানাত আব্দুল্লাহ ও সারজিস আলম সচিবালয়ে আটকা পড়ে। পরে তারা ব্যক্তিগত ফেসবুক পেইজে ঢাবি শিক্ষার্থীদের রাজু ভাস্কর্যের সামনে জড়ো হওয়ার আহ্বান জানান। এ সময় কয়েক হাজার শিক্ষার্থী মিছিল নিয়ে সচিবালয়ের দিকে আসলে আনসারদের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়। এরপরই ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেন শিক্ষার্থীরা।