ঢাকা ১০:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জেলা বিএনপি আহবায়ক এড.মান্নানের সাংবাদিকদের সাথে মতবিনিময়। অর্ধাহারে-অনাহারে ১৪শ চা শ্রমিক তিন মাস ধরে বন্ধ মজুরি নতুন ভিসি ওমর ফারুক চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের  চাঁদায় নদী ভাঙন রোধের চেষ্টা কুড়িগ্রামে গ্রামবাসীর স্বেচ্ছাশ্রম- নাগরপুরে ডিমের দাম বৃদ্ধি , ক্রেতাদের মাঝে অস্বস্থির ক্ষোভ  নোয়াখালীতে ফকির চাড়ুমিজি মাজারে চলছে লক্ষ লক্ষ টাকার রমরমা বাণিজ্য শেরপুরে ছাত্র অধিকার পরিষদের জনসংযোগ ও লিফলেট বিতরণ  শ্রমিকদের সংঘর্ষ, নিহত ১ আশুলিয়ায় দুই পোশাক কারখানার  ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস পুনর্গঠনের লক্ষ্যে ১২ দফা  বিশ্বের সকল মানুষ যেন মহানবী (সা.)-এর শিক্ষা, আদর্শ ও ত্যাগে উজ্জীবিত হয়ে উঠে।

গায়ে আগুন লাগিয়ে ফুটবলারের আত্মহত্যা

প্রতিনিধির নাম
  • নিউজ প্রকাশের সময় : ১০:৩৩:২৬ পূর্বাহ্ন, শনিবার, ১৫ এপ্রিল ২০২৩ ৯৭ বার পড়া হয়েছে

গায়ে আগুন দিয়ে আত্মহত্যা করেছেন তিউনিসিয়ার পেশাদার ফুটবলার নিজার ইসাউয়ি।

তিউনিসিয়ার মধ্যাঞ্চলের প্রদেশ কাইরাউনের হাফৌজ গ্রামে এ ঘটনা ঘটে।

কলার দাম দ্বিগুণ করেছে তিউনিসিয়া সরকার। প্রতিকেজি কলা ১০ দিনারের (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৫০ টাকা) কমে কিনতে পারেননি ইসাউয়ি। সেই অঞ্চলের পুলিশ কর্মকর্তাদের কাছে অভিযোগ জানানোর পর পুলিশই উল্টো তাকে ‘সন্ত্রাসী’ কার্যক্রমের জন্য অভিযুক্ত করে।

ইসাউয়ির পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে, ‘পুলিশের অবিচারের’ প্রতিবাদ জানিয়ে তিনি আত্মহত্যা করেছেন।

গত সপ্তাহের শুরুতে গায়ে আগুন দেন ইসাউয়ি। স্থানীয় কাইরাউন অঞ্চলের হাসপাতাল থেকে তাকে তিউনিসিয়ার হাসপাতালে নেওয়া হয়েছিল। সেখানে তিনি যান।

তিউনিসিয়ার শীর্ষ লিগের দল ইউএস মনতাসিরে খেলেছেন চার সন্তানের জনক ইসাউয়ি। মৃত্যুর আগে ফ্রি এজেন্ট হয়ে পড়েছিলেন। খেলতেন অপেশাদার লিগে।

এদিকে ইসাউয়ির আত্মহত্যায় বৃহস্পতিবার সন্ধ্যায় দেশটির হাফৌজ অঞ্চলে তরুণরা প্রতিবাদ মিছিল বের করেন। পুলিশের প্রতি পাথর ছুড়ে মারেন তারা। উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস ব্যবহার করে পুলিশ।

সামাজিক যোগাযোগমাধ্যমে ইসাউয়ির একটি ভিডিও সেলফি ছড়িয়ে পড়েছে। ইসাউয়ি সেখানে চিৎকার করে বলেছেন, ‘১০ দিনারে কলা বিক্রি করছে, এমন কারও সঙ্গে বাদানুবাদের পর পুলিশ স্টেশন আমাকে সন্ত্রাসী কার্যক্রমে অভিযুক্ত করেছে। হ্যাঁ, কলা নিয়ে অভিযোগের জন্য এটা বলা হয়েছে।’

মৃত্যুর আগে ফেসবুকে একটি পোস্ট করেন ইসাউয়ি। সেখানে তিনি বলেছেন, নিজের জন্য ‘আগুনে পুড়ে মৃত্যুর’ রায় চূড়ান্ত করেছেন, ‘আমার আর শক্তি নেই। এই পুলিশি রাষ্ট্রকে জানতে দিন রায়টা আজই কার্যকর করা হবে।’

এ ঘটনার পর স্থানীয় পুলিশ স্টেশনে ভিড় করে প্রতিবাদ জানায় উত্তেজিত জনতা। তবে তিউনিসিয়ার প্রশাসনের তরফ থেকে এ বিষয়ে এখনও কোনো মন্তব্য পাওয়া যায়নি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

গায়ে আগুন লাগিয়ে ফুটবলারের আত্মহত্যা

নিউজ প্রকাশের সময় : ১০:৩৩:২৬ পূর্বাহ্ন, শনিবার, ১৫ এপ্রিল ২০২৩

গায়ে আগুন দিয়ে আত্মহত্যা করেছেন তিউনিসিয়ার পেশাদার ফুটবলার নিজার ইসাউয়ি।

তিউনিসিয়ার মধ্যাঞ্চলের প্রদেশ কাইরাউনের হাফৌজ গ্রামে এ ঘটনা ঘটে।

কলার দাম দ্বিগুণ করেছে তিউনিসিয়া সরকার। প্রতিকেজি কলা ১০ দিনারের (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৫০ টাকা) কমে কিনতে পারেননি ইসাউয়ি। সেই অঞ্চলের পুলিশ কর্মকর্তাদের কাছে অভিযোগ জানানোর পর পুলিশই উল্টো তাকে ‘সন্ত্রাসী’ কার্যক্রমের জন্য অভিযুক্ত করে।

ইসাউয়ির পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে, ‘পুলিশের অবিচারের’ প্রতিবাদ জানিয়ে তিনি আত্মহত্যা করেছেন।

গত সপ্তাহের শুরুতে গায়ে আগুন দেন ইসাউয়ি। স্থানীয় কাইরাউন অঞ্চলের হাসপাতাল থেকে তাকে তিউনিসিয়ার হাসপাতালে নেওয়া হয়েছিল। সেখানে তিনি যান।

তিউনিসিয়ার শীর্ষ লিগের দল ইউএস মনতাসিরে খেলেছেন চার সন্তানের জনক ইসাউয়ি। মৃত্যুর আগে ফ্রি এজেন্ট হয়ে পড়েছিলেন। খেলতেন অপেশাদার লিগে।

এদিকে ইসাউয়ির আত্মহত্যায় বৃহস্পতিবার সন্ধ্যায় দেশটির হাফৌজ অঞ্চলে তরুণরা প্রতিবাদ মিছিল বের করেন। পুলিশের প্রতি পাথর ছুড়ে মারেন তারা। উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস ব্যবহার করে পুলিশ।

সামাজিক যোগাযোগমাধ্যমে ইসাউয়ির একটি ভিডিও সেলফি ছড়িয়ে পড়েছে। ইসাউয়ি সেখানে চিৎকার করে বলেছেন, ‘১০ দিনারে কলা বিক্রি করছে, এমন কারও সঙ্গে বাদানুবাদের পর পুলিশ স্টেশন আমাকে সন্ত্রাসী কার্যক্রমে অভিযুক্ত করেছে। হ্যাঁ, কলা নিয়ে অভিযোগের জন্য এটা বলা হয়েছে।’

মৃত্যুর আগে ফেসবুকে একটি পোস্ট করেন ইসাউয়ি। সেখানে তিনি বলেছেন, নিজের জন্য ‘আগুনে পুড়ে মৃত্যুর’ রায় চূড়ান্ত করেছেন, ‘আমার আর শক্তি নেই। এই পুলিশি রাষ্ট্রকে জানতে দিন রায়টা আজই কার্যকর করা হবে।’

এ ঘটনার পর স্থানীয় পুলিশ স্টেশনে ভিড় করে প্রতিবাদ জানায় উত্তেজিত জনতা। তবে তিউনিসিয়ার প্রশাসনের তরফ থেকে এ বিষয়ে এখনও কোনো মন্তব্য পাওয়া যায়নি।