সংবাদ শিরোনাম ::
দেওয়ানগঞ্জে আগুনের আতঙ্কে এলাকাবাসী।
মো:জামাত আলী দেওয়ানগঞ্জ প্রতিনিধি
- নিউজ প্রকাশের সময় : ০৭:৫৮:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ২৮ অক্টোবর ২০২৩ ১৬০ বার পড়া হয়েছে

দেওয়ানগঞ্জে আগুনের আতঙ্কে এলাকাবাসী
জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার ২নংচরআমখাওয়া ইউনিয়নের চর মাদার গ্রামে আগুন লাগার ঘটনা ঘটেছে।
তথ্যসুএে জানাযায়, ২৮তারিখ শনিবার আনুমানিক ভোর ৩.৩০মি: দিকে তফাজ্জল ইসলামের বাড়ির লাড়কির ঘরে আগুন লাগে, একই সময় একই গ্রামের ছানোয়ারের লাড়কির ঘরেও আগুন দেখা যায়,এছাড়াও নুরনবী মোল্লা, মাহবুব মোল্লাও আ: রশিদের বাড়ির গরুর খড়ের পালায় আগুন লাগার ঘটনা ঘটে।
এলাকাবাসীর পক্ষ থেকে ধারনা করা হচ্ছে এআগুন হয়তো কেউ লাগিয়ে দিয়েছে।
এঘটনায় কোন বড় ধরনের ক্ষয়ক্ষতির আশঙ্কা করা যায়নি তবে চরমাদার গ্রামের মানুষ খুব আতঙ্কে মধ্যে আছে ও প্রশাসনের দৃষ্টি কামনা করছে।