কুমিল্লায় ইএমই কোরের অবসরপ্রাপ্ত সেনা সদস্যদের মিলন মেলা ২০২৫

- নিউজ প্রকাশের সময় : ১২:৪৫:১৩ অপরাহ্ন, রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫ ৪০ বার পড়া হয়েছে

গত ২২/২/২৫ রোজ শনিবার কুমিল্লার ময়নামতি ক্যান্টঃ পূর্ব পাশে “স্বপ্ন ভিলা হারুন টাওয়ার” এ বেসওয়া কুমিল্লা জেলার সার্বিক ব্যবস্থাপনায় “রিটায়ার্ড কমিনিউকেটরস ফোরাম ইএমই” (ইলেকট্রিক্যাল মেকানিক্যাল ইঞ্জিনিয়ার) এর অবসরপ্রাপ্ত সেনা সদস্যদের দ্বিতীয় পুনর্মিলনী-২০২৫ অনুষ্ঠানের আয়োজন করা হয় ।
“এসো হে স্মৃতির চরণে
মিলি মোরা প্রীতির বন্ধনে,
ঐক্যের বন্ধনে সকলের কল্যাণে
সত্য ও আগামীর পথে।”
এই স্লোগানকে সামনে রেখে
বাংলাদেশ প্রাক্তন সৈনিক কল্যাণ সংস্থা বেসওয়া কুমিল্লা জেলার প্রধান পৃষ্ঠপোষক সার্জেন্ট (অবঃ) হাফিজুর রহমান খোকন ভাইয়ের সভাপতিত্বে এবং বাংলাদেশ প্রাক্তন সৈনিক কল্যাণ সংস্থার কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সার্জেন্ট (অবঃ)মোহাম্মদ খোরশেদ আলম এর সঞ্চালনায় সকাল দশ ঘটিকা হইতে দিনব্যাপী ই এম ই কোরের অবসরপ্রাপ্ত সেনা সদস্যদের দ্বিতীয় পুনর্মিলনী২০২৫ অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) মোঃ তাজুল ইসলাম । অনুষ্ঠানে তিনি বলেন জীবনের পথ যতই ব্যস্ত হউক আমরা যেন আমাদের এই বন্ধনকে ভুলে না যাই এবং এই পুনর্মিলন কে একটি দিন না দেখে পরস্পরের মধ্যে সম্পর্ককে আরো শক্তিশালী করার আহ্বান জানান। অনুষ্ঠানের আরো উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ল্যান্স কর্পোরাল অবঃ মোঃ মফিজুল ইসলাম। সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোঃ আবদুল মালেক পাকিস্তানি, অনারারি ক্যাপ্টেন মোঃ দুলাল হোসেন, অনারারি লেঃ ক্লার্ক মোঃ সেলিম সরকার, সিনিয়র ওয়ারেন্ট অফিসার আবদুল আউয়াল, সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোমিনুল ইসলাম, সিনিয়র ওয়ারেন্ট অফিসার তাজুল ইসলাম, সার্জেন্ট জিডি আঃ আউয়াল, সার্জেন্ট কাজি মোঃ আবুল কাশেম, সার্জেন্ট ইএম মোঃ রমিজ উদ্দিন, সার্জেন্ট মোঃ আবদুল অদুদ, সার্জেন্ট জিডি মোঃ জাহাঙ্গীর, সার্জেন্ট এসএমটি নজরুল ইসলাম, সার্জেন্ট জিডি শাহআলম, সার্জেন্ট মীর মোহাম্মদ জজু মিয়া, কর্পোরাল মুমিনুল ইসলাম, ল্যান্স কর্পোরাল মোঃ আজিজুল হক এবং হারুন টাওয়ারের স্বত্বাধিকারী কর্পোরাল (অবঃ) হারুন অর রশিদসহ বিভিন্ন জেলা থেকে আগত শতাধিক সেনা সদস্য।