সংবাদ শিরোনাম ::
ফরিদপুরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী তিন তরুণ নিহত

ফরিদপুর প্রতিনিধি::
- নিউজ প্রকাশের সময় : ০৪:২৬:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ মে ২০২৩ ৮৬ বার পড়া হয়েছে

ফরিদপুর প্রতিনিধি:: ফরিদপুরের মধুখালী উপজেলার বাগাট পশ্চিম পাড়া এলাকায় বাসচাপায় মোটরসাইকেল আরোহী তিন তরুণ নিহত হয়েছেন।
মঙ্গলবার রাত পৌনে ৮টার দিকে উপজেলার বাগাট পশ্চিম পাড়া এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, রাত পৌনে ৮টার দিকে প্রচণ্ড ঝড়-বৃষ্টির মধ্য ঐ তিন তরুণ কামারখালী থেকে একটি মোটরসাইকেলে বাড়ির দিকে যাচ্ছিলেন। পথে বাগাট পশ্চিম পাড়া এলাকায় পৌঁছালে একটি বাস তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিন মোটরসাইকেল আরোহী নিহত হন।
মধুখালী থানার ওসি মো. শহিদুল ইসলাম জানান, ধারণা করা হচ্ছে দ্রুত গতির একটি বাস মোটরসাইকেলের তিন আরোহীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন। খবর পেয়ে লাশ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
চেকপোস্টি/এসবি



















