সংবাদ শিরোনাম ::
বরগুনায় দুই গ্রুপের সংঘর্ষে ইউপি সদস্য নিহত

ইসহাক জুয়েল, বরগুনা প্রতিনিধি::
- নিউজ প্রকাশের সময় : ০৭:৫৬:২২ পূর্বাহ্ন, বুধবার, ৩ মে ২০২৩ ৫৭ বার পড়া হয়েছে

ইসহাক জুয়েল, বরগুনা প্রতিনিধি:: বরগুনা সদরে দুই গ্রুপের সংঘর্ষে সাবেক এক ইউপি সদস্য ও ইউনিয়ন আওয়ামিলীগের যুগ্ম সাধারণ সম্পাদক নিহত হয়েছেন। মঙ্গলবার (২ মে) রাত সাড়ে ৮ টার দিকে সদর উপজেলার আয়লা পাতাকাটা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের পাকুরগাছিয়া ঠান্ডার ক্লাব এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত সাবেক ইউপি সদস্য ও ৫নং আয়লাপাতাকাটা ইউনিয়ন আওয়ামিলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম পনু একই এলাকার মোসলেম আলী আকনের ছেলে।
নির্বাচনী পূর্ব শত্রুতার জেরে বর্তমান সদস্য মোতাহার মৃধা ও সাবেক সদস্য শফিকুল ইসলাম পনুর গ্রুপের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয়পক্ষের অন্তত ১০-১৫ জন আহত হয়। গুরুতর অবস্থায় সাতজনকে বরগুনা সদর হাসপাতালে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক সাবেক ইউপি সদস্য শফিকুল ইসলাম পনুকে মৃত ঘোষণা করেন। বাকিদের মধ্যে ৩ জনকে আশংঙ্কাজনক অবস্থায় রাতেই বরিশাল শেরে- ই- বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বরগুনা সদর থানার ওসি আলী আহম্মদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ৯জনকে আটক করা হয়েছে। ঘটনায় জড়িত বাকীদের আটকের চেষ্টা অব্যাহত আছে। মামলা প্রকৃয়াধীন।



















