ঢাকা ১০:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জেলা বিএনপি আহবায়ক এড.মান্নানের সাংবাদিকদের সাথে মতবিনিময়। অর্ধাহারে-অনাহারে ১৪শ চা শ্রমিক তিন মাস ধরে বন্ধ মজুরি নতুন ভিসি ওমর ফারুক চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের  চাঁদায় নদী ভাঙন রোধের চেষ্টা কুড়িগ্রামে গ্রামবাসীর স্বেচ্ছাশ্রম- নাগরপুরে ডিমের দাম বৃদ্ধি , ক্রেতাদের মাঝে অস্বস্থির ক্ষোভ  নোয়াখালীতে ফকির চাড়ুমিজি মাজারে চলছে লক্ষ লক্ষ টাকার রমরমা বাণিজ্য শেরপুরে ছাত্র অধিকার পরিষদের জনসংযোগ ও লিফলেট বিতরণ  শ্রমিকদের সংঘর্ষ, নিহত ১ আশুলিয়ায় দুই পোশাক কারখানার  ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস পুনর্গঠনের লক্ষ্যে ১২ দফা  বিশ্বের সকল মানুষ যেন মহানবী (সা.)-এর শিক্ষা, আদর্শ ও ত্যাগে উজ্জীবিত হয়ে উঠে।

ভয়ঙ্কর রূপে ডেঙ্গু: ও তার প্রতিকার ডেঙ্গু জ্বর:

রিপোর্টারঃ-সৈয়দ আল ইমরান
  • নিউজ প্রকাশের সময় : ০১:১৫:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ অগাস্ট ২০২৩ ৪৬ বার পড়া হয়েছে

ভয়ঙ্কর রূপে ডেঙ্গু:
ও তার প্রতিকার
ডেঙ্গু জ্বর:

এডিস (স্ত্রী) মশার কামড়ে ডেঙ্গু /ডেঙ্গি জ্বর হয়। ডেঙ্গিতে উচ্চ তাপমাত্রায় জ্বর, মাথাব্যথা, পেশী এবং জয়েন্টে ব্যথা হয়।

ডেঙ্গি হলে শরীরে প্লেটিলেটের মাত্রা দ্রুত কমতে থাকে। তখন রোগীকে হাসপাতালে ভর্তি করতে হবে, নইলে সময়মতো চিকিৎসা না পেয়ে রোগীর মৃত্যুও হতে পারে।

ডেঙ্গির লক্ষণ নির্ণয় করতে পারলেই এর দ্রুত চিকিৎসা করা যায়।

জেনে নিই ডেঙ্গি জ্বরের লক্ষণসমূহ:
(সাধারণত সংক্রমণের প্রায় ৪ বা ৬ দিন পরে ডেঙ্গির লক্ষণ দেখা দেয়)

-উচ্চ তাপমাত্রায় জ্বর ১০৪’ফা (৪০’সে)
– মাথাব্যথা
– চোখে ব্যথা
-পেশী এবং জয়েন্টে ব্যথা
– ক্লান্তি
– বমি বমি ভাব/ বমি করা
-ত্বকে লাল লাল দাগ( র্যাশ)

নন ক্লাসিকেল, ক্লাসিকেল তেমন কোন সমস্যা না করলেও ডেঙ্গু হেমোরহেজিক কিংবা ডেঙ্গু শক সিনড্রম জীবনের জন্য হুমকি স্বরূপ।

আইইডিসিআর এর সূত্রমতে বাংলাদেশে এবার ডেঙ্গি ভাইরাসের সেরোটাইপ ২ দিয়ে সবচেয়ে বেশি এবং সেরোটাইপ ৩ দিয়েও সংক্রমণ বেশি হচ্ছে। ভাইরাসের এই সেরোটাইপ দিয়ে আক্রান্ত হওয়ার ফলে জীবন নাশের সংখ্যা বেড়ে চলছে।

ডেন্ঞ্জার সাইন বা ওয়ার্নিং সাইন তা থাকলে প্রাণহানি ঘটতে পারে। যেমন:
( এগুলোর এক বা একাধিক উপসর্গ থাকলে রোগীকে অতি সত্তর হাসপাতালে ভর্তি করতে হবে)

১) পেট ব্যাথা ও পেট শক্ত হয়ে যাওয়া ( abdominal pain and tenderness)

২) ঘন ঘন বমি হওয়া/রক্ত বমি হওয়া

৩) মাড়ি বা নাক দিয়ে রক্ত ​​পড়া

৪) পায়খানা বা বমিতে রক্ত ​​পড়া

৫) নিঃশ্বাস নিতে অসুবিধা

৬) ক্লান্ত বোধ করা

৭) অবসাদ এবং অস্থিরতা (lethargy and restlessness)

ডেঙ্গি জ্বরের চিকিৎসা:

ডেঙ্গির কোনও নির্দিষ্ট ওষুধ বা স্পেসিফিক চিকিৎসা বা ভ্যাকসিন নেই।

সিম্টোমেটিক ট্রিটমেন্ট বা রোগের লক্ষণ দেখে চিকিৎসা করা হয়। সাধারণত: নন ক্লাসিকেল, ক্লাসিকেল ডেংগুর চিকিৎসা বাসায় থেকেই করা সম্ভব।

কিন্তু ওয়ার্নিং বা ডেঞ্জার সাইন (উপরে বর্ণিত) থাকলে, রোগীকে দ্রুত হাসপাতালে ভর্তি করতে হবে। সেক্ষেত্রে ডেংগু চিকিৎসা ন্যাশনাল গাইডলাইন অনুযায়ী চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চলবে।

** কোনভাবেই নিজে থেকে অ্যাসপিরিন/ আইবুপ্রোফেনের মতো ওষুধ খাওয়ার মতো ভুল করবেন না।

ডেঙ্গি জ্বর প্রতিরোধ

:যতটা সম্ভব মশা নিধন কারী স্প্রে, ব্যাট বা রিপেলেন্ট ব্যবহার করুন

:দিনে বা রাতে ঘুমানোর সময় মশারি ব্যবহার করুন

:সন্ধ্যার আগে ঘরের দরজা-জানালা বন্ধ করে রাখুন

:এমন পোশাক পরিধান করুন যাতে শরীর পুরোপুরি ঢেকে যায়

: বাসা ও বাসার আশপাশটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন

: বৃষ্টিতে পরিস্কার পানি জমে থাকার মতো জায়গা যেমন- ফুলের টব, ছাদ, কিংবা গ্যারাজ পরিস্কার পরিচ্ছন্ন রাখুন।

এখন জনগণের জন্য সতর্কতা অবলম্বন জরুরি হয়ে পড়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ভয়ঙ্কর রূপে ডেঙ্গু: ও তার প্রতিকার ডেঙ্গু জ্বর:

নিউজ প্রকাশের সময় : ০১:১৫:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ অগাস্ট ২০২৩

ভয়ঙ্কর রূপে ডেঙ্গু:
ও তার প্রতিকার
ডেঙ্গু জ্বর:

এডিস (স্ত্রী) মশার কামড়ে ডেঙ্গু /ডেঙ্গি জ্বর হয়। ডেঙ্গিতে উচ্চ তাপমাত্রায় জ্বর, মাথাব্যথা, পেশী এবং জয়েন্টে ব্যথা হয়।

ডেঙ্গি হলে শরীরে প্লেটিলেটের মাত্রা দ্রুত কমতে থাকে। তখন রোগীকে হাসপাতালে ভর্তি করতে হবে, নইলে সময়মতো চিকিৎসা না পেয়ে রোগীর মৃত্যুও হতে পারে।

ডেঙ্গির লক্ষণ নির্ণয় করতে পারলেই এর দ্রুত চিকিৎসা করা যায়।

জেনে নিই ডেঙ্গি জ্বরের লক্ষণসমূহ:
(সাধারণত সংক্রমণের প্রায় ৪ বা ৬ দিন পরে ডেঙ্গির লক্ষণ দেখা দেয়)

-উচ্চ তাপমাত্রায় জ্বর ১০৪’ফা (৪০’সে)
– মাথাব্যথা
– চোখে ব্যথা
-পেশী এবং জয়েন্টে ব্যথা
– ক্লান্তি
– বমি বমি ভাব/ বমি করা
-ত্বকে লাল লাল দাগ( র্যাশ)

নন ক্লাসিকেল, ক্লাসিকেল তেমন কোন সমস্যা না করলেও ডেঙ্গু হেমোরহেজিক কিংবা ডেঙ্গু শক সিনড্রম জীবনের জন্য হুমকি স্বরূপ।

আইইডিসিআর এর সূত্রমতে বাংলাদেশে এবার ডেঙ্গি ভাইরাসের সেরোটাইপ ২ দিয়ে সবচেয়ে বেশি এবং সেরোটাইপ ৩ দিয়েও সংক্রমণ বেশি হচ্ছে। ভাইরাসের এই সেরোটাইপ দিয়ে আক্রান্ত হওয়ার ফলে জীবন নাশের সংখ্যা বেড়ে চলছে।

ডেন্ঞ্জার সাইন বা ওয়ার্নিং সাইন তা থাকলে প্রাণহানি ঘটতে পারে। যেমন:
( এগুলোর এক বা একাধিক উপসর্গ থাকলে রোগীকে অতি সত্তর হাসপাতালে ভর্তি করতে হবে)

১) পেট ব্যাথা ও পেট শক্ত হয়ে যাওয়া ( abdominal pain and tenderness)

২) ঘন ঘন বমি হওয়া/রক্ত বমি হওয়া

৩) মাড়ি বা নাক দিয়ে রক্ত ​​পড়া

৪) পায়খানা বা বমিতে রক্ত ​​পড়া

৫) নিঃশ্বাস নিতে অসুবিধা

৬) ক্লান্ত বোধ করা

৭) অবসাদ এবং অস্থিরতা (lethargy and restlessness)

ডেঙ্গি জ্বরের চিকিৎসা:

ডেঙ্গির কোনও নির্দিষ্ট ওষুধ বা স্পেসিফিক চিকিৎসা বা ভ্যাকসিন নেই।

সিম্টোমেটিক ট্রিটমেন্ট বা রোগের লক্ষণ দেখে চিকিৎসা করা হয়। সাধারণত: নন ক্লাসিকেল, ক্লাসিকেল ডেংগুর চিকিৎসা বাসায় থেকেই করা সম্ভব।

কিন্তু ওয়ার্নিং বা ডেঞ্জার সাইন (উপরে বর্ণিত) থাকলে, রোগীকে দ্রুত হাসপাতালে ভর্তি করতে হবে। সেক্ষেত্রে ডেংগু চিকিৎসা ন্যাশনাল গাইডলাইন অনুযায়ী চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চলবে।

** কোনভাবেই নিজে থেকে অ্যাসপিরিন/ আইবুপ্রোফেনের মতো ওষুধ খাওয়ার মতো ভুল করবেন না।

ডেঙ্গি জ্বর প্রতিরোধ

:যতটা সম্ভব মশা নিধন কারী স্প্রে, ব্যাট বা রিপেলেন্ট ব্যবহার করুন

:দিনে বা রাতে ঘুমানোর সময় মশারি ব্যবহার করুন

:সন্ধ্যার আগে ঘরের দরজা-জানালা বন্ধ করে রাখুন

:এমন পোশাক পরিধান করুন যাতে শরীর পুরোপুরি ঢেকে যায়

: বাসা ও বাসার আশপাশটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন

: বৃষ্টিতে পরিস্কার পানি জমে থাকার মতো জায়গা যেমন- ফুলের টব, ছাদ, কিংবা গ্যারাজ পরিস্কার পরিচ্ছন্ন রাখুন।

এখন জনগণের জন্য সতর্কতা অবলম্বন জরুরি হয়ে পড়েছে।