ঢাকা ০১:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
টাঙ্গাইলে যুব অধিকার পরিষদের ৭ দফা দাবীতে মানববন্ধন মিয়া জমির শাহ্ বাজার ব্যবসায়ী মোঃ এমরানের মিথ্যা দর্শনের অপবাদের বিচার চাইলেন, বাজার ব্যবসায়ী ও হিন্দু সম্প্রদায় জামাত নেতা শফিকুর রহমান দেশ নিয়ে কিছু ভাইরাল কথা  চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা সাথে আবুবাকের মজুমদারকে জড়ানোর প্রচেষ্টা রাউজানের পশ্চিম গুজরায় সূলভ মূল্যে খাদ্য সামগ্রী পেল ৪শ জন চাঁদাবাজির অভিযোগ প্রত্যাখ্যান করে নাগরপুর বিএনপির সংবাদ সম্মেলন সাগর -রুনি হত্যার বিচারের দাবীতে বৈষম্য বিরোধী সাংবাদিক ঐক্যের মানববন্ধন জেলা বিএনপি আহবায়ক এড.মান্নানের সাংবাদিকদের সাথে মতবিনিময়। অর্ধাহারে-অনাহারে ১৪শ চা শ্রমিক তিন মাস ধরে বন্ধ মজুরি নতুন ভিসি ওমর ফারুক চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের 

লালকুঠির সামনে নদীর অববাহিকা দখলমুক্ত করতে বিআইডব্লিউটিএ-কে ঢাদসিক মেয়র _তাপসের নির্দেশ।

রিপোর্টার মেহেদী হাসান অলি
  • নিউজ প্রকাশের সময় : ০৭:২৩:৫৮ অপরাহ্ন, বুধবার, ৩১ জানুয়ারী ২০২৪ ১৪৪ বার পড়া হয়েছে

লালকুঠির সামনে নদীর অববাহিকা দখলমুক্ত করতে বিআইডব্লিউটিএ-কে ঢাদসিক মেয়র _তাপসের নির্দেশ।

রিপোর্টার মেহেদী হাসান অলি

ঐতিহাসিক লালকুঠির সামনে নদীর অববাহিকা দখলমুক্ত করতে বিআইডব্লিউটিএ-কে ঢাদসিক মেয়র তাপসের নির্দেশ।নর্থব্রুক হলের সামনে দীর্ঘদিন ধরে দখলকৃত স্থান আজ বুধবার ৩১ জানুয়ারি দুপুরে লালকুঠিতে চলমান সংস্কার কার্যক্রম পরিদর্শনকালে উপস্থিত বিআইডব্লিউটিএ- এর চেয়ারম্যান কমডোর আরিফ আহমেদ মোস্তফাকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ঢাদসিক) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস এই নির্দেশনা দেন।ঢাদসিক মেয়র এ সময় গণমাধ্যমেকে বলেন,এখানে বিআইডব্লিউটিএ-এর চেয়ারম্যান সাহেব আছেন।আমি ওনাকে লালকুঠির সামনের অববাহিকা থেকে এসব স্থাপনা সরাতে বলেছি।এ বিষয়ে আমি নৌ পরিবহন প্রতিমন্ত্রীর সাথেও কথা বলেছি।ওনাদের কিছু খরচ আছে।কিন্তু আমরা বলেছি,ওনাদের খরচটা আমরা বহন করব। আসলে উদ্যোগের বিষয়ে ওনারা যদি উদ্যমী হন,তাহলে আমরা কাল থেকেই কাজ শুরু করতে পারব।লালকুঠির সামনের রাস্তায় পার্কিং দিয়েও দখল করে রাখা হয়েছে উল্লেখ করে ঢাদসিক মেয়র বলেন, “আপনারা দেখেছেন,নদীর অববাহিকা দখল অবস্থায় আছে।আমরা আগে থেকেই বলেছি,তাদের এখানে যে সকল অবকাঠামো,পন্টুন ও লঞ্চঘাট আছে সেগুলো সরিয়ে ফেলার জন্য।এছাড়াও আমাদের সামনের এই রাস্তাটা দখল করে সেখানে পার্কিংয়ের ব্যবস্থা করা হয়েছে।তাই আপনাদের মাধ্যমে আমি আবারও বলব, অবিলম্বে এই জায়গাটা খালি করে দিতে।এ স্থাপনার দুই সীমানার কোণা থেকে ৪৫ ডিগ্রিতে নদীর সীমানা আমরা নির্ধারণ করে দিয়েছি।সেটা হলে নদী থেকে সুন্দরভাবে স্থাপনাটা দেখা যাবে। রাতে প্রজ্জ্বলিত আলো থাকবে।সবাই ঢাকাকে উপভোগ করবে।বিশ্ব ব্যাংকের অর্থায়নে পুরোনো আদলেই এটি সংস্কার করা হচ্ছে জানিয়ে ঢাদসিক মেয়র শেখ তাপস বলেন,লালকুঠি আমাদের নিজস্ব ঐতিহ্যবাহী স্থাপনা।যেটা লর্ড ব্রুকের সময় ১৮৭৭ সালে নির্মিত হয়েছিল।এটি মূলত টাউন হল ছিল। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর যখন নোবেল পুরস্কার পেয়েছিলেন তখন ওনাকে বাংলাদেশে সংবর্ধনা দেওয়া হয়।সেটা এই ভাবনেই দেওয়া হয়েছিল।সুতরাং আমরা সেভাবেই গুরুত্ব দিয়ে লালকুঠিকে পূর্ণভাবেই আমরা সংস্কার করছি।এটি অত্যন্ত দুরুহ।আমরা এই স্থাপনার পুরনো ছবি দেখে সেই নকশা অনুযায়ী এটাকে সংস্কার করছি।

এ সময় উপস্থিত বিআইডব্লিউটিএ এর চেয়ারম্যান গণমাধ্যমেকে বলেন,এখানে যেহেতু একটি ঐতিহাসিক স্থাপনার সংস্কার কাজ করা হচ্ছে,সেহেতু সিটি করপোরেশন বিআইডব্লিউটিএ এবং আমাদের সংশ্লিষ্ট মন্ত্রণালয় মিলে সামনের স্থাপনা সরাতে যৌথভাবে কাজ করব।আশা করি, পরিকল্পনা করেই আমরা এর একটি সুন্দর সমাধান করতে পারব।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

লালকুঠির সামনে নদীর অববাহিকা দখলমুক্ত করতে বিআইডব্লিউটিএ-কে ঢাদসিক মেয়র _তাপসের নির্দেশ।

নিউজ প্রকাশের সময় : ০৭:২৩:৫৮ অপরাহ্ন, বুধবার, ৩১ জানুয়ারী ২০২৪

লালকুঠির সামনে নদীর অববাহিকা দখলমুক্ত করতে বিআইডব্লিউটিএ-কে ঢাদসিক মেয়র _তাপসের নির্দেশ।

রিপোর্টার মেহেদী হাসান অলি

ঐতিহাসিক লালকুঠির সামনে নদীর অববাহিকা দখলমুক্ত করতে বিআইডব্লিউটিএ-কে ঢাদসিক মেয়র তাপসের নির্দেশ।নর্থব্রুক হলের সামনে দীর্ঘদিন ধরে দখলকৃত স্থান আজ বুধবার ৩১ জানুয়ারি দুপুরে লালকুঠিতে চলমান সংস্কার কার্যক্রম পরিদর্শনকালে উপস্থিত বিআইডব্লিউটিএ- এর চেয়ারম্যান কমডোর আরিফ আহমেদ মোস্তফাকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ঢাদসিক) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস এই নির্দেশনা দেন।ঢাদসিক মেয়র এ সময় গণমাধ্যমেকে বলেন,এখানে বিআইডব্লিউটিএ-এর চেয়ারম্যান সাহেব আছেন।আমি ওনাকে লালকুঠির সামনের অববাহিকা থেকে এসব স্থাপনা সরাতে বলেছি।এ বিষয়ে আমি নৌ পরিবহন প্রতিমন্ত্রীর সাথেও কথা বলেছি।ওনাদের কিছু খরচ আছে।কিন্তু আমরা বলেছি,ওনাদের খরচটা আমরা বহন করব। আসলে উদ্যোগের বিষয়ে ওনারা যদি উদ্যমী হন,তাহলে আমরা কাল থেকেই কাজ শুরু করতে পারব।লালকুঠির সামনের রাস্তায় পার্কিং দিয়েও দখল করে রাখা হয়েছে উল্লেখ করে ঢাদসিক মেয়র বলেন, “আপনারা দেখেছেন,নদীর অববাহিকা দখল অবস্থায় আছে।আমরা আগে থেকেই বলেছি,তাদের এখানে যে সকল অবকাঠামো,পন্টুন ও লঞ্চঘাট আছে সেগুলো সরিয়ে ফেলার জন্য।এছাড়াও আমাদের সামনের এই রাস্তাটা দখল করে সেখানে পার্কিংয়ের ব্যবস্থা করা হয়েছে।তাই আপনাদের মাধ্যমে আমি আবারও বলব, অবিলম্বে এই জায়গাটা খালি করে দিতে।এ স্থাপনার দুই সীমানার কোণা থেকে ৪৫ ডিগ্রিতে নদীর সীমানা আমরা নির্ধারণ করে দিয়েছি।সেটা হলে নদী থেকে সুন্দরভাবে স্থাপনাটা দেখা যাবে। রাতে প্রজ্জ্বলিত আলো থাকবে।সবাই ঢাকাকে উপভোগ করবে।বিশ্ব ব্যাংকের অর্থায়নে পুরোনো আদলেই এটি সংস্কার করা হচ্ছে জানিয়ে ঢাদসিক মেয়র শেখ তাপস বলেন,লালকুঠি আমাদের নিজস্ব ঐতিহ্যবাহী স্থাপনা।যেটা লর্ড ব্রুকের সময় ১৮৭৭ সালে নির্মিত হয়েছিল।এটি মূলত টাউন হল ছিল। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর যখন নোবেল পুরস্কার পেয়েছিলেন তখন ওনাকে বাংলাদেশে সংবর্ধনা দেওয়া হয়।সেটা এই ভাবনেই দেওয়া হয়েছিল।সুতরাং আমরা সেভাবেই গুরুত্ব দিয়ে লালকুঠিকে পূর্ণভাবেই আমরা সংস্কার করছি।এটি অত্যন্ত দুরুহ।আমরা এই স্থাপনার পুরনো ছবি দেখে সেই নকশা অনুযায়ী এটাকে সংস্কার করছি।

এ সময় উপস্থিত বিআইডব্লিউটিএ এর চেয়ারম্যান গণমাধ্যমেকে বলেন,এখানে যেহেতু একটি ঐতিহাসিক স্থাপনার সংস্কার কাজ করা হচ্ছে,সেহেতু সিটি করপোরেশন বিআইডব্লিউটিএ এবং আমাদের সংশ্লিষ্ট মন্ত্রণালয় মিলে সামনের স্থাপনা সরাতে যৌথভাবে কাজ করব।আশা করি, পরিকল্পনা করেই আমরা এর একটি সুন্দর সমাধান করতে পারব।