ঢাকা ১০:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জেলা বিএনপি আহবায়ক এড.মান্নানের সাংবাদিকদের সাথে মতবিনিময়। অর্ধাহারে-অনাহারে ১৪শ চা শ্রমিক তিন মাস ধরে বন্ধ মজুরি নতুন ভিসি ওমর ফারুক চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের  চাঁদায় নদী ভাঙন রোধের চেষ্টা কুড়িগ্রামে গ্রামবাসীর স্বেচ্ছাশ্রম- নাগরপুরে ডিমের দাম বৃদ্ধি , ক্রেতাদের মাঝে অস্বস্থির ক্ষোভ  নোয়াখালীতে ফকির চাড়ুমিজি মাজারে চলছে লক্ষ লক্ষ টাকার রমরমা বাণিজ্য শেরপুরে ছাত্র অধিকার পরিষদের জনসংযোগ ও লিফলেট বিতরণ  শ্রমিকদের সংঘর্ষ, নিহত ১ আশুলিয়ায় দুই পোশাক কারখানার  ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস পুনর্গঠনের লক্ষ্যে ১২ দফা  বিশ্বের সকল মানুষ যেন মহানবী (সা.)-এর শিক্ষা, আদর্শ ও ত্যাগে উজ্জীবিত হয়ে উঠে।

সৌদি আরবের রিয়াদে গ্রীন বাংলা ক্রিকেট টীমের আয়োজনে স্পোর্টস ফেস্টিভাল অনুষ্ঠিত;

স্পোর্টস রিপোর্টার:-(দেলোয়ার খান)
  • নিউজ প্রকাশের সময় : ১২:৩৪:২৬ পূর্বাহ্ন, সোমবার, ১৪ অগাস্ট ২০২৩ ৮২ বার পড়া হয়েছে

সৌদি আরবের রিয়াদে গ্রীন বাংলা ক্রিকেট টীমের আয়োজনে স্পোর্টস ফেস্টিভাল অনুষ্ঠিত;

১১ই আগষ্ট শুক্রবার ডে – নাইট রিয়াদের আরকান স্পোর্টস ফ্যাসিলিটিতে মরুভূমির টাইগার খ্যাত গ্রীণবাংলা ক্রিকেট টীমের আয়োজনে দিন ব্যাপি স্পোর্টস ফেস্টিভাল অনুষ্ঠিত হয়েছে। দুপুর ২টায় বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবেশনার মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।

ছুটির দিনের অলস সময়কে উপভোগের লক্ষে দুপুর থেকেই আরকান স্পোর্টস ফ্যাসিলিটি বাংলাদেশীদের মিলন মেলায় পরিনত হয়। ফেস্টিভালে মোট ১৮টি ক্রিকেট টীম, ১৮টি ফুটবল এবং ১৮টি ব্যাডমিন্টন টীম অংশ নেয়। এছাড়াও ফেস্টিভাল উপভোগ করতে আসা প্রবাসী বাংলাদেশী পুরুষ ও মহিলাদের নিয়ে বাংলাদেশের গ্রামীণ ঐতিহ্যকে ধারণ করে আয়োজন করা হয় হাঁড়ি ভাঙ্গা এবং ছোট শিশুদের যান্ত্রিকতা থেকে দূরে সরানোর মশাল হিসেবে চিত্রাঙ্কন প্রতিযোগিতা।

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউর পে সাউথ এশিয়ান টীম প্রধান আব্দুল্লাহ, মানিগ্রামের অভিবাসী কমিউনিটির প্রধান শাহরিয়ার, মানিগ্রামের বাংলাদেশ বিষয়ক কর্মকর্তা মাসুদ, ব্যাডমিন্টন টূর্নামেন্ট স্পন্সর সানসিটি মেডিকেলের ব্যাবস্থাপনা পরিচালক আব্দুল্লাহ আল মামুন।

“ফুড হাউজ ক্রিকেট টুর্নামেন্টে” চ্যাম্পিয়ন হয় বাংলার টাইগার ক্রিকেট ক্লাব ও রানার্সাপ হয় বাতহা স্পোটিং ক্লাব।
“প্রান ফূড ফূটবল টুর্নামেন্টের” চ্যাম্পিয়ন হয় শেখ ভয়েস ক্লাব এবং রানারসাপ হয় জুনিয়র লিজেন্ডস ফুটবল ক্লাব।
“সানসিটি মেডিকেল ব্যাডমিন্টন টুর্নামেন্টের” চ্যাম্পিয়ন হয় বাংলা স্পোটিং ক্লাব এবং রানাসাপ হয় সান স্কাই ক্লাব।

ফেস্টিভালের শেষভাগে গ্রীনবাংলার টীম ম্যানেজার আল আমিন খান ও মিডিয়া ম্যানেজার ফখরুল ইসলামের যৌথ সঞ্চালনায় পুরস্কার বিতরনী ও আলোচনা সভা অনুঠিত হয়। অতিথিদের বক্তব্যে বৈধ পন্থায় দেশে রেমিটেন্স প্রেরণের আহ্বান জানান। দেশের ভাবমুর্তি রক্ষায় ও অনৈতিক জীবন যাপন থেকে বেঁচে থাকার জন্যে খেলাধুলার বিকল্প নেই বলে জানান। এছাড়াও চমকপ্রদ আয়োজনে সব সময় গ্রীনবাংলার পাশে থাকার অঙ্গিকার ব্যাক্ত করেন অতিথিরা। আলোচনা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।

আয়োজকরা জানান এই নিয়ে এটি আমাদের ২য় আয়োজন। সকলের সহায়তা পেলে প্রতি বছর এমন আয়োজনের অঙ্গিকার করেন। সহায়তা পেলে সৌদি আরবের ক্রিকেটকে শক্তিশালী করণে দেশ থেকে আসা প্রতিভাবান ক্রিকেটারদের খুঁজে বের করে নানামুখী প্রশিক্ষণ দিয়ে সৌদি জাতীয় পর্যায়ের ক্রিকেট খেলার সুযোগ করে দেওয়া।
দিনব্যাপি এই আয়োজনে উপস্থিত ছিলেন রিয়াদ বাংলাদেশ কমিউনিটির সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবী ও ইলেক্ট্রনিক প্রিন্ট মিডিয়া কর্মীগন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সৌদি আরবের রিয়াদে গ্রীন বাংলা ক্রিকেট টীমের আয়োজনে স্পোর্টস ফেস্টিভাল অনুষ্ঠিত;

নিউজ প্রকাশের সময় : ১২:৩৪:২৬ পূর্বাহ্ন, সোমবার, ১৪ অগাস্ট ২০২৩

সৌদি আরবের রিয়াদে গ্রীন বাংলা ক্রিকেট টীমের আয়োজনে স্পোর্টস ফেস্টিভাল অনুষ্ঠিত;

১১ই আগষ্ট শুক্রবার ডে – নাইট রিয়াদের আরকান স্পোর্টস ফ্যাসিলিটিতে মরুভূমির টাইগার খ্যাত গ্রীণবাংলা ক্রিকেট টীমের আয়োজনে দিন ব্যাপি স্পোর্টস ফেস্টিভাল অনুষ্ঠিত হয়েছে। দুপুর ২টায় বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবেশনার মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।

ছুটির দিনের অলস সময়কে উপভোগের লক্ষে দুপুর থেকেই আরকান স্পোর্টস ফ্যাসিলিটি বাংলাদেশীদের মিলন মেলায় পরিনত হয়। ফেস্টিভালে মোট ১৮টি ক্রিকেট টীম, ১৮টি ফুটবল এবং ১৮টি ব্যাডমিন্টন টীম অংশ নেয়। এছাড়াও ফেস্টিভাল উপভোগ করতে আসা প্রবাসী বাংলাদেশী পুরুষ ও মহিলাদের নিয়ে বাংলাদেশের গ্রামীণ ঐতিহ্যকে ধারণ করে আয়োজন করা হয় হাঁড়ি ভাঙ্গা এবং ছোট শিশুদের যান্ত্রিকতা থেকে দূরে সরানোর মশাল হিসেবে চিত্রাঙ্কন প্রতিযোগিতা।

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউর পে সাউথ এশিয়ান টীম প্রধান আব্দুল্লাহ, মানিগ্রামের অভিবাসী কমিউনিটির প্রধান শাহরিয়ার, মানিগ্রামের বাংলাদেশ বিষয়ক কর্মকর্তা মাসুদ, ব্যাডমিন্টন টূর্নামেন্ট স্পন্সর সানসিটি মেডিকেলের ব্যাবস্থাপনা পরিচালক আব্দুল্লাহ আল মামুন।

“ফুড হাউজ ক্রিকেট টুর্নামেন্টে” চ্যাম্পিয়ন হয় বাংলার টাইগার ক্রিকেট ক্লাব ও রানার্সাপ হয় বাতহা স্পোটিং ক্লাব।
“প্রান ফূড ফূটবল টুর্নামেন্টের” চ্যাম্পিয়ন হয় শেখ ভয়েস ক্লাব এবং রানারসাপ হয় জুনিয়র লিজেন্ডস ফুটবল ক্লাব।
“সানসিটি মেডিকেল ব্যাডমিন্টন টুর্নামেন্টের” চ্যাম্পিয়ন হয় বাংলা স্পোটিং ক্লাব এবং রানাসাপ হয় সান স্কাই ক্লাব।

ফেস্টিভালের শেষভাগে গ্রীনবাংলার টীম ম্যানেজার আল আমিন খান ও মিডিয়া ম্যানেজার ফখরুল ইসলামের যৌথ সঞ্চালনায় পুরস্কার বিতরনী ও আলোচনা সভা অনুঠিত হয়। অতিথিদের বক্তব্যে বৈধ পন্থায় দেশে রেমিটেন্স প্রেরণের আহ্বান জানান। দেশের ভাবমুর্তি রক্ষায় ও অনৈতিক জীবন যাপন থেকে বেঁচে থাকার জন্যে খেলাধুলার বিকল্প নেই বলে জানান। এছাড়াও চমকপ্রদ আয়োজনে সব সময় গ্রীনবাংলার পাশে থাকার অঙ্গিকার ব্যাক্ত করেন অতিথিরা। আলোচনা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।

আয়োজকরা জানান এই নিয়ে এটি আমাদের ২য় আয়োজন। সকলের সহায়তা পেলে প্রতি বছর এমন আয়োজনের অঙ্গিকার করেন। সহায়তা পেলে সৌদি আরবের ক্রিকেটকে শক্তিশালী করণে দেশ থেকে আসা প্রতিভাবান ক্রিকেটারদের খুঁজে বের করে নানামুখী প্রশিক্ষণ দিয়ে সৌদি জাতীয় পর্যায়ের ক্রিকেট খেলার সুযোগ করে দেওয়া।
দিনব্যাপি এই আয়োজনে উপস্থিত ছিলেন রিয়াদ বাংলাদেশ কমিউনিটির সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবী ও ইলেক্ট্রনিক প্রিন্ট মিডিয়া কর্মীগন।