ঢাকা ০৬:০৯ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ

কুমিল্লা ১৫৫ রানের লক্ষ্য ছুঁড়ে দিয়েছে বরিশালকে

রিপোর্টার মোঃ নিরব 
  • নিউজ প্রকাশের সময় : ০৮:৪০:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ১ মার্চ ২০২৪ ৫১ বার পড়া হয়েছে

বাংলাদেশ প্রিমিয়ার লিগের হাই ভোল্টেজ ফাইনালে মুখোমুখি হয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও ফরচুন বরিশাল। আগে ব্যাট করতে নেমে কুমিল্লা ১৫৫ রানের লক্ষ্য ছুঁড়ে দিয়েছে বরিশালকে।

হোম অব ক্রিকেট’ খ্যাত মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন বরিশালের অধিনায়ক তামিম ইকবাল। বরিশালের ইনিংস ছিল অপরিবর্তিত, কুমিল্লা সুযোগ দেয় মুস্তাফিজুর রহমানকে। সুনীল নারাইন রানের খাতা খুলেন চার হাঁকিয়ে। পরের বলে ওবেদ ম্যাকয় নারাইনের ক্যাচ ছেড়ে হতাশ করেছিলেন দর্শকদের। তবে কাইল মেয়ার্সকে ঠিকই নারাইনের উইকেট এনে দেন ওভারের পঞ্চম বলে, শর্ট ফাইন লেগে অবিশ্বাস্য এক ক্যাচে।দলীয় ৬ রানে নারাইনের বিদায়ের পরও কুমিল্লাকে আগলে রেখেছিলেন অধিনায়ক লিটন দাস ও তাওহীদ হৃদয়। তবে দুজনের কেউই থিতু হতে পারেননি। হৃদয় ১০ বলে ১৫ ও লিটন ১২ বলে ১৬ রান করে সাজঘরের পথ ধরেন। চাপের মুখে জনসন চার্লস ১৭ বলে ১৫ রান করে বিদায় নেন দলীয় ৬৫ রানে। মাহিদুল ইসলাম অঙ্কন যখন আরও সাবধানী ব্যাটিং শুরু করেছেন, তখন মঈন আলীও বিদায় নেন, ৬ বল খেলে ব্যক্তিগত ৩ রানে। দলীয় ৩৯ রানে ৫ উইকেট হারিয়ে কুমিল্লা অনেকটাই ব্যাকফুটে চলে যায়। ষষ্ঠ উইকেটে জাকের আলী অনিককে নিয়ে দলের হাল ধরেন অঙ্কন। দুজনে মিলে গড়েন ৩৬ রানের পার্টনারশিপ। ২টি করে চার-ছক্কা হাঁকানো অঙ্কন ৩৫ বলে ৩৮ রান করে বিদায় নিলে ক্রিজে নামেন আন্দ্রে রাসেল।নেমেই রাসেল দেখানো শুরু করেন তার মাসল পাওয়ার। স্লগ ওভারে তার বিধ্বংসী ব্যাটিং কুমিল্লাকে এনে দেয় সন্তোষজনক পুঁজি। ১৪ বলে ২৭ রান করে অপরাজিত থাকেন ৪টি ছক্কা হাঁকানো রাসেল। ২৩ বলে ২০ রান করে অপরাজিত থেকে মাঠ ছাড়েন জাকেরও। নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৫৪ রান দাঁড়ায় কুমিল্লার সংগ্রহ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

কুমিল্লা ১৫৫ রানের লক্ষ্য ছুঁড়ে দিয়েছে বরিশালকে

নিউজ প্রকাশের সময় : ০৮:৪০:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ১ মার্চ ২০২৪

বাংলাদেশ প্রিমিয়ার লিগের হাই ভোল্টেজ ফাইনালে মুখোমুখি হয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও ফরচুন বরিশাল। আগে ব্যাট করতে নেমে কুমিল্লা ১৫৫ রানের লক্ষ্য ছুঁড়ে দিয়েছে বরিশালকে।

হোম অব ক্রিকেট’ খ্যাত মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন বরিশালের অধিনায়ক তামিম ইকবাল। বরিশালের ইনিংস ছিল অপরিবর্তিত, কুমিল্লা সুযোগ দেয় মুস্তাফিজুর রহমানকে। সুনীল নারাইন রানের খাতা খুলেন চার হাঁকিয়ে। পরের বলে ওবেদ ম্যাকয় নারাইনের ক্যাচ ছেড়ে হতাশ করেছিলেন দর্শকদের। তবে কাইল মেয়ার্সকে ঠিকই নারাইনের উইকেট এনে দেন ওভারের পঞ্চম বলে, শর্ট ফাইন লেগে অবিশ্বাস্য এক ক্যাচে।দলীয় ৬ রানে নারাইনের বিদায়ের পরও কুমিল্লাকে আগলে রেখেছিলেন অধিনায়ক লিটন দাস ও তাওহীদ হৃদয়। তবে দুজনের কেউই থিতু হতে পারেননি। হৃদয় ১০ বলে ১৫ ও লিটন ১২ বলে ১৬ রান করে সাজঘরের পথ ধরেন। চাপের মুখে জনসন চার্লস ১৭ বলে ১৫ রান করে বিদায় নেন দলীয় ৬৫ রানে। মাহিদুল ইসলাম অঙ্কন যখন আরও সাবধানী ব্যাটিং শুরু করেছেন, তখন মঈন আলীও বিদায় নেন, ৬ বল খেলে ব্যক্তিগত ৩ রানে। দলীয় ৩৯ রানে ৫ উইকেট হারিয়ে কুমিল্লা অনেকটাই ব্যাকফুটে চলে যায়। ষষ্ঠ উইকেটে জাকের আলী অনিককে নিয়ে দলের হাল ধরেন অঙ্কন। দুজনে মিলে গড়েন ৩৬ রানের পার্টনারশিপ। ২টি করে চার-ছক্কা হাঁকানো অঙ্কন ৩৫ বলে ৩৮ রান করে বিদায় নিলে ক্রিজে নামেন আন্দ্রে রাসেল।নেমেই রাসেল দেখানো শুরু করেন তার মাসল পাওয়ার। স্লগ ওভারে তার বিধ্বংসী ব্যাটিং কুমিল্লাকে এনে দেয় সন্তোষজনক পুঁজি। ১৪ বলে ২৭ রান করে অপরাজিত থাকেন ৪টি ছক্কা হাঁকানো রাসেল। ২৩ বলে ২০ রান করে অপরাজিত থেকে মাঠ ছাড়েন জাকেরও। নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৫৪ রান দাঁড়ায় কুমিল্লার সংগ্রহ।